Advertisment

Srijan Bhattacharya: বামেরা ফিরলেই লক্ষ্মীর ভাণ্ডারে ২ হাজার? ভোট আবহে জোর চর্চায় সৃজন-উবাচ!

Jadavpur: যাদবপুর পুনরুদ্ধারে মরিয়া বামেরা। যাদবপুর কেন্দ্রে এবার দলের তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে টিকিট দিয়েছে CPIM। দায়িত্ব পেয়েই গোটা নির্বাচনী কেন্দ্র চষে ফেলছেন সৃজন। কখনও গাড়িতে, কখনও হেঁটে, কখনও সাইকেলে ঘুরছেন এদিক-ওদিক। প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছেন তরুণ এই নেতা। যাদবপুর কেন্দ্র থেকে এবার জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী SFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Jadavpur Cpim Srijan Bhattacharya Lakshmir Bhandar

Srijan Bhattacharyya: যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Lok Sabha Election 2024: যাদবপুরে এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বামেরা। CPIM-এর টিকিটে এবার যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন দলের তরুণ নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। প্রচারে ঝড় তুলছেন সৃজন। এরই ফাঁকে বললেন, "আজ যিনি হাজার টাকা পাচ্ছেন, কাল তিনি ২ হাজার টাকা পাবেন এটা হতেই পারে।" মমতা বন্দ্যেপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' (Lakshmir Bhandar) নিয়ে সৃজনের এই মন্তব্য জোর চর্চায়।

Advertisment

যাদবপর লোকসভা কেন্দ্রের আওতাধীন লাঙলবেরিয়ায় প্রচারে বেরিয়েছিলেন সৃজন ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমাদের করের টাকা, তৃণমূল সরকারে তারা সেই টাকা নিয়েছে। তার একটা অংশ আমাদের দিয়েছে আর বড় অংশটা খাটের তলায়, ফ্ল্যাটের তলায় ঢুকে পড়েছে। পার্থ, মানিক, অনুব্রতরা আমাদের পার্টিতে নেই। আমরা যদি কোনও দিন সুযোগ পাই মানুষের টাকা মানুষের কাজে পুরোটা লাগাব। ফলে আজ যিনি হাজার টাকা পাচ্ছেন, কাল তিনি ২ হাজার টাকা পাবেন এটা হতেই পারে।"

আরও পড়ুন- Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আরও ভয়ঙ্কর সতর্কবার্তা! এই আবহেই আজ বৃষ্টি কোন কোন জেলায়?

রাজ্যের শাসকদলকে তুলোধনা করে বামেদের এই তরুণ তুর্কি আরও বলেন, "তৃণমূলের আমলে লুঠ-তোলাবাজি। মানুষ বিরক্ত। যাদবপুরে তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই একমাত্র পথ। তৃণমূলের তাদের কাজের প্রতি আত্মবিশ্বাস থাকলে পাড়ায়-পাড়ায় শাহজাহান-শিবু তৈরি করতে হয় কেন।"

loksabha election 2024 srijan bhattacharya Jadavpur
Advertisment