Lok Sabha Election 2024: জমজমাট রবিবাসরীয় প্রচার। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও জমাটি প্রচারে ডান-বাম প্রার্থীরা। যাদবপুরের বাম প্রার্থী প্রচার সারলেন রোড-শো করে। সোনারপুরে আবির উড়িয়ে প্রচার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। অন্যদিকে, শিবমন্দিরে পুজো দিয়ে প্রচারে যাদবপুরের BJP প্রার্থী। শনিবার রাতে সোনারপুরে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই অভিযোগ নস্যাৎ করে গেরুয়া দলকেই উল্টে একহাত নেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র (Lovely Moitra)।
রবিবার সকালে চম্পাহাটি থেকে হেঁটে প্রচার শুরু যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের (Srijan Bhattacharyya)। এদিন পথচলতি মানুষের সঙ্গে হাত মিলিয়ে-কথা বলে জনসংযোগের চেষ্টা বামেদের এই তরুণ তুর্কির। রাস্তার পাশের দোকানগুলিতে গিয়েও কথা বলতে দেখা যায় বাম প্রার্থীকে। চম্পাহাটিতেই দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) বাড়ি। এদিন সুজনের বাড়ির কাছে সৃজনকে নিয়ে বাম কর্মী-সমর্থকদের মাতামাতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন- Success Story: ইস্পাতকঠিন সংকল্পে অকল্পনীয় তৎপরতা! যুবকের দুরন্ত প্রশিক্ষণেই সোনার ছেলে-সোনার মেয়ে পেল বাংলা!
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুরের CPIM প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, "মানুষের চোখ মুখ বলছে, যাদবপুর এবার অন্য কথা বলবে। এবার যাদবপুর লালঝান্ডা ওড়াতে বদ্ধপরিকর। মানুষের রুজি-রুটির জন্য আমাদের লড়াই। বারুইপুরকে জেলা সদর বানানোর কথা হয়েছিল। তৃণমূল এসে সব গেলামাল করে দিয়েছে। মানুষের দাবিদাওয়া নোট করছি। সুযোগ এলে সাংসদ তহবিল থেকে কাজ করার চেষ্টা করব।"
অন্যদিকে, এদিন শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার চত্বরে প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Gangopadhyay)। বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে নাগাদ দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে BJP কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
আরও পড়ুন- Success Story: তাবড় রাজ্যকে টেক্কা, গগনচুম্বী দুরন্ত সাফল্যের শিখর স্পর্শ! দুর্ধর্ষ দক্ষতায় ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার শিক্ষক!
সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, "প্রশাসন নিরপেক্ষ নয়। তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছে। প্রশাসনের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা চালানো হচ্ছে।" উল্টোদিকে, অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন, "ওদের কাছে মানুষের সমর্থন নেই বলে ভয়ে ভুলভাল বকছেন।"
আরও পড়ুন- Kolkata: রবিশঙ্কর থেকে বিটলস, বিশ্বের তাবড় তাবড় শিল্পীদের বাদ্যযন্ত্র তৈরি করে কলকাতার এই জীর্ণ দোকান
এদিন সোনারপুরে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে প্রচার সারতে দেখা যায় লাভলিকে। একে অপরকে আবির মাখিয়ে নির্বাচনী প্রচার সারলেন দুই অভিনেত্রী। দলীয় কর্মীদের সঙ্গেও আবির খেলায় মাততে দেখা গিয়েছে তাঁদের। এদিন রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারেন তাঁরা।