Advertisment

Lok Sabha Election 2024 Phase 4 Voting Highlights: বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ

Lok Sabha Elections 2024 Live Updates: এবার দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে আজ চতুর্থ দফার পর আরও তিন দাফায় ভোট বাকি থাকবে। এর পরের অর্থাৎ পঞ্চম দফার ভোটগ্রহণ আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচন যথাক্রমে আগামী ২৫ মে এবং ১ জুন। এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আগামী ৪ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Elections 2024 Phase 4 Live Updates: চতুর্থ দফার লোকসভা নির্বাচন ২০২৪

বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ

Lok Sabha Polls 2024 Phase 4 Live Updates: মোটের উপর শান্তিতেই মিটল সোমবারের চতুর্থ দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024 Phase 4)। ১০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের মোট ৯৬ আসনে এদিন সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় বিকেল ৫টায়। কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬২.৩১ শতাংশ। বাংলাত গড় ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। দেশের ৯টি রাজ্যের পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গেরও ৮ আসনে ছিল ভোট। এদিন সকাল থেকেই বাংলার প্রায় সব বুথেই মানুষের ঢল নামে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটেছে এদিনের ভোটপর্ব। চতুর্থ দফার ভোটের ভাগ্য নির্ধারণ অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, কীর্তি আজাদদের।

Advertisment

পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও অন্ধ্রপ্রদেশের ২৫, মহারাষ্ট্রের ১১, তেলেঙ্গনার ১৭, বিহারের ৫, মধ্যপ্রদেশের ৮, ওড়িশা-ঝাড়খণ্ডের চারটি করে আসন, উত্তর প্রদেশের ১৩ ও জম্মু কাশ্মীরের ১টি আসনে ভোটপর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। বাংলায় আজ একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ছিল ভোট। বহরমপুর, রানাঘাট, বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, কৃষ্ণনগর, বীরভূম ও বোলপুর কেন্দ্রে নির্বাচন। এদিনের ভোটে উত্তেজনা ছড়াউ মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এদিন অধীর চৌধুরির কনভয় আটকানোকে নিয়ে উত্তপ্ত হয় পরিস্থিতি। আজকের ভোটে লড়াইয়ের ভাগ্য নির্ধারণ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury), মহুয়া মৈত্র (Mahua Moitra), দিলীপ ঘোষ (Dilip Ghosh), প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad), ইউসুফ পাঠান (Yusuf Pathan), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় (Amrita Roy), শতাব্দী রায় (Satabdi Roy) ও দিলীপ ঘোষদের (Dilip Ghosh)।

আজ চতুর্থ দফায় বাংলার যে ৮টি আসনে ভোট ছিল, গতবারের ভোটে তার মধ্যে তৃণমূল জিতেছিল চারটিতে। তিনটি আসনে জয়লাভ করেছিল BJP। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল একমাত্র বহরমপুর কেন্দ্রটি। যদিও BJP-র হাতে থাকা আসানসোল কেন্দ্র থেকে পরবর্তী সময়ে বাবুল সুপ্রিয় (Baul Supriyo) যোগ দিয়েছিলেন তৃণমূলে। ওই কেন্দ্রে উপনির্বাচন হলে আসনটিতে জেতে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার ফের একবার আসানসোল থেকে তৃণমূলের হয়ে লড়াইয়ে 'বিহারীবাবু' শত্রুঘ্ন সিনহা। এবার দেশজুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। যার মধ্যে আজ চতুর্থ দফার পর আরও তিন দাফায় ভোট বাকি থাকবে। এর পরের অর্থাৎ পঞ্চম দফার ভোটগ্রহণ আগামী ২০ মে। ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচন যথাক্রমে আগামী ২৫ মে এবং ১ জুন। এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আগামী ৪ জুন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এদিন বাংলার আটটি লোকসভা কেন্দ্রে বিকেল ৫ টা পর্যন্ত ভোটের হার ৭৫.৬৬ শতাংশ। রানাঘাট লোকসভা আসনে ভোট পড়েছে ৭৭.৪৬ শতাংশ। বহরমপুরে ভোট পড়েছে ৭৫.৩৬ শতাংশ। কৃষ্ণনগরে ৭৭.২৯ শতাংশ। বর্ধমান পূর্বে ভোট পড়েছে ৭৭.৩৬ শতাংশ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভোটের হার ৭৫.০২ শতাংশ। আসানসোলে ৬৯.৪৩ শতাংশ। বোলপুরে ভোটের হার ৭৭.৭৭ শতাংশ। বীরভূম ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

  • May 13, 2024 18:09 IST
    বিকেল ৫টা পর্যন্ত পরিসংখ্যান

    বিকেল ৫টা পর্যন্ত ১০টি রাজ্যে গড় ভোট পড়েছে ৬২ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

    অন্ধ্র প্রদেশে ভোট পড়েছে ৬৮.০৪ শতাংশ

    বিহারে ৫৪.১৪ শতাংশ

    জম্মু ও কাশ্মীরে ৩৫.৭৫ শতাংশ

    ঝাড়খণ্ডে ৬৩.১৪ শতাংশ

    মধ্যপ্রদেশে ৬৮.০১ শতাংশ

    মহারাষ্ট্রে ৫২.৪৯ শতাংশ

    ওড়িশায় ৬২.৯৬ শতাংশ

    তেলেঙ্গানায় ৬১.১৬ শতাংশ

    উত্তরপ্রদেশ ৫৬.৩৫ শতাংশ

    পশ্চিমবঙ্গ ৭৫.৬৬ শতাংশ



  • May 13, 2024 17:47 IST
    বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ

    বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ।



  • May 13, 2024 17:11 IST
    দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

    রণক্ষেত্র দুর্গাপুর, TMC-BJP সংঘর্ষে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা।



  • May 13, 2024 17:09 IST
    দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

    রণক্ষেত্র দুর্গাপুর, TMC-BJP সংঘর্ষে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা।



  • May 13, 2024 17:09 IST
    দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

    রণক্ষেত্র দুর্গাপুর, TMC-BJP সংঘর্ষে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা।



  • May 13, 2024 17:08 IST
    কালনা কলেজে ভোট দিলেন সিপিআইএম প্রার্থী

    বর্ধমান পূর্বের সিপিআইএম প্রার্থী নীরব খাঁ, কালনা কলেজে সকাল সকাল ভোট দিলেন।



  • May 13, 2024 17:02 IST
    বিক্ষোভের মুখে জগন্নাথ সরকার

    চাকদায় বিক্ষোভের মুখে পড়লেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে।



  • May 13, 2024 16:58 IST
    কমিশনে হাজারের বেশি অভিযোগ

    নির্বাচন কমিশন জানিয়েছে যে তারা এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১,০৮৮ টি অভিযোগ পেয়েছে যেখানে ইভিএম মেশিন খারাও এবং এজেন্টদের বুথে প্রবেশ করতে বাধা দেওয়ার মতো অভিযোগ রয়েছে। ওড়িশারও অনেক জায়গায় ইভিএম মেশিন খারাপের খবর পাওয়া গেছে।



  • May 13, 2024 16:03 IST
    বাংলায় ভোটের হার একনজরে

    দুপুর ৩টে পর্যন্ত বাংলায় মোট ভোটের হার ৬৬.০৫ শতাংশ।

    বহরমপুরে ভোট পড়েছে ৬৫.৫৭% । কৃষ্ণনগরে ৬৬.৩৭% । রানাঘাটে ৬৬.১৮%। বর্ধমান পূর্বে ৬৭.৮৩% । বর্ধমান-দুর্গাপুরে ৬৭.৯২% । আসানসোলে ৬০.২৬% । বোলপুরে ৬৯.০৮% । বীরভূমে ৬৪.৯৮% ।



  • May 13, 2024 16:02 IST
    বাংলায় ভোটের হার একনজরে

    দুপুর ৩টে পর্যন্ত বাংলায় মোট ভোটের হার ৬৬.০৫ শতাংশ।

    বহরমপুরে ভোট পড়েছে ৬৫.৫৭% । কৃষ্ণনগরে ৬৬.৩৭% । রানাঘাটে ৬৬.১৮%। বর্ধমান পূর্বে ৬৭.৮৩% । বর্ধমান-দুর্গাপুরে ৬৭.৯২% । আসানসোলে ৬০.২৬% । বোলপুরে ৬৯.০৮% । বীরভূমে ৬৪.৯৮% ।



  • May 13, 2024 15:55 IST
    বিকেল ৩টে পর্যন্ত সার্বিক ভোটের হার ৫২.৬০ শতাংশ

    বিকেল ৩টে পর্যন্ত সার্বিক ভোটের হার ৫২.৬০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায়। কাশ্মীরে সর্বনিম্ন।

    অন্ধ্র প্রদেশে ভোট পড়েছে ৫৫.৪৯%, বিহারে ৪৫.২৩%

    জম্মু ও কাশ্মীরে ২৯.৯৩% ঝাড়খণ্ডে ৫৬.৪২% , মধ্যপ্রদেশে ৫৯.৬৩% , মহারাষ্ট্রে ৪২.৩৫%, ওড়িশাতে ভোট পড়েছে ৫২.৯১%, তেলেঙ্গানায় ভোট পড়েছে ৫২.৩৪% , উত্তরপ্রদেশ ৪৮.৪১% এবং বাংলায় সর্বোচ্চ ৬৬.০৫% ভোট পড়েছে।



  • May 13, 2024 14:29 IST
    দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

    রণক্ষেত্র দুর্গাপুর, TMC-BJP সংঘর্ষে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা।



  • May 13, 2024 14:28 IST
    জওয়ানের মৃত্যু

    ভোটের সময় কর্তব্যে থাকা অবস্থায় মুরারাইতে অসুস্থ হয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ান। মৃত জওয়ানের নাম মহেন্দ্র সিং। বয়স ৪৫ বছর। হঠাৎ করেই অসুস্থ বোধ করায় ওই জওয়ানকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



  • May 13, 2024 14:13 IST
    দুপুর ১টা পর্যন্ত কোথায় কত ভোট?

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায় ৫১.৮৭%। এছাড়াও, মধ্যপ্রদেশে ৪৮.৫২%, ঝাড়খণ্ডে ৪৩.৮০%, উত্তরপ্রদেশে ৩৯.৬৮%, তেলেঙ্গানায় ৪.৩৮%, ওড়িশায় ৩৯.৩০%, অন্ধ্রে ৪.২৬%, বিহারে ৩৪.৪৪%, মহারাষ্ট্রে ৩০.৫৭%, জম্মু ও কাশ্মীরে ২৩.৫৭% ভোট পড়েছে।



  • May 13, 2024 14:11 IST
    হায়দরাবাদে বিজেপি প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে মামলা দায়ের

    হায়দরাবাদের বিজেপির লোকসভা প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। একটি ভোটকেন্দ্রে বোরখা পরিহিত মহিলাদের পরিচয় নথি পরীক্ষা করার এবং তাঁদের জিজ্ঞাসা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি বোরখা পরা মহিলার হিজাব তুলে দেখছেন। আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।



  • May 13, 2024 14:05 IST
    দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫১.৮৭%

    বহরমপুর- ৫২.২৭%

    কৃষ্ণনগর- ৪৯.৭২%

    রানাঘাট-৫২.৭০%

    বর্ধমান পূর্ব-৫৫.৮৭%

    বর্ধমান-দুর্গাপুর-৫০.৩০%

    আসানসোল- ৪৯.৫৫%

    বোলপুর-৫৪.৮১%

    বীরভূম-৪৯.৬৩%



  • May 13, 2024 14:03 IST
    দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ

    রণক্ষেত্র দুর্গাপুর, TMC-BJP সংঘর্ষে ধুন্ধুমার, পরিস্থিতি সামলাতে হিমশিম দশা পুলিশের। উত্তেজনা ছড়াল মন্তেশ্বরে। সেখানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকায় তুমুল উত্তেজনা।



  • May 13, 2024 14:02 IST
    দুপুর ১ টা পর্যন্ত ভোটদানের হার ৫১.৮৭%

    বহরমপুর- ৫২.২৭%

    কৃষ্ণনগর- ৪৯.৭২%

    রানাঘাট-৫২.৭০%

    বর্ধমান পূর্ব-৫৫.৮৭%

    বর্ধমান-দুর্গাপুর-৫০.৩০%

    আসানসোল- ৪৯.৫৫%

    বোলপুর-৫৪.৮১%

    বীরভূম-৪৯.৬৩%



  • May 13, 2024 14:01 IST
    বেলা ১টা পর্যন্ত কোন আসনে কত ভোট দেখুন এক নজরে

    বেলা ১টা পর্যন্ত বাংলার আট আসনে গড় ভোটের হার ৫১.৮৭%

    বহরমপুর- ৫২.২৭%, বোলপুর-৫৪.৮১%, বীরভূম-৪৯.৬৩%,কৃষ্ণনগর-৪৯.৭২%, আসানসোল-৪৯.৫৫%, রানাঘাট-৫২.৭০%, পূর্ব বর্ধমান-৫৫.৮৭%, বর্ধমান-দুর্গাপুর-৫০.৩০%



  • May 13, 2024 13:29 IST
    মুসলিমরাও বিজেপিকে ভোট দিচ্ছে: কৈলাশ বিজয়বর্গীয়

    বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, সকালে ভোটের হার কম ছিল। তবে বেলা বাড়তেই ভোটের হার বাড়বে। এবারের ভোটে মুসলমানরাও মোদীজিকে ভোট দিচ্ছেন কারণ তারাও কেন্দ্রের একাধিক প্রকল্পের সুফল পাচ্ছেন।



  • May 13, 2024 13:28 IST
    বীরভূমে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ

    বীরভূমে একটি ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। এরপর নিরাপত্তা বাহিনী ও পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয়।



  • May 13, 2024 13:26 IST
    বেলা ১১টা পর্যন্ত দেশের কোথায় কত ভোট

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বেলা ১১টা পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ৩২.৭৮% ভোট পড়েছে। এছাড়াও মধ্যপ্রদেশে ৩২.৩৮ শতাংশ, ঝাড়খণ্ডে ২৭.৪০ শতাংশ, উত্তরপ্রদেশে ২৭.১২ শতাংশ, তেলেঙ্গানায় ২৪.৩১ শতাংশ, ওড়িশায় ২৩.২৮ শতাংশ, অন্ধ্রে ২৩.১০ শতাংশ, বিহারে ২২.৫৪ শতাংশ, মহারাষ্ট্রে ১৭.৫১ শতাংশ ভোট পড়েছে। জম্মু ও কাশ্মীরে ১৪.৯৪ শতাংশ ভোট পড়েছে।



  • May 13, 2024 13:24 IST
    মোদীর পদত্যাগের দাবি কেসিআরের

    তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর সিদ্দিপেটে তার ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। এই সময় তিনি বলেছিলেন, বিজেপির নিজস্ব নিয়ম রয়েছে যে ৭৫ বছর বয়সের পর কেউ কোনও পদে থাকতে পারবে না। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করা উচিত।



  • May 13, 2024 13:11 IST
    বেলা ১১টা পর্যন্ত কোন আসনে কত ভোট দেখুন এক নজরে

    বহরমপুর- ৩৫.৫৩%, বোলপুর-৩৫.২২%, বীরভূম-৩০.৪৫%,কৃষ্ণনগর-৩২.৫৯%, আসানসোল-২৯.৯৯%, রানাঘাট-৩৩.২৩%, পূর্ব বর্ধমান-৩৩.৮২%, বর্ধমান-দুর্গাপুর-৩১.৪১%



  • May 13, 2024 13:08 IST
    সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার একনজরে

    কমিশনের তথ্য অনুসারে ১১টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৩২.৭৮ শতাংশ। আপাতত ভোটদানে এগিয়ে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র। দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে ভোটদানের হার ২৪.৯০ শতাংশ।



  • May 13, 2024 12:13 IST
    লক্ষ্মীর ভাণ্ডার' আঁকা শাড়ি পরে বুথে

    পূর্বস্থলী ১ নং ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। এখানকার ২৫ নম্বর বুথে লক্ষ্মীর ভাণ্ডার আঁকা শাড়ি পরে কয়েকজন মহিলাকে ঢুকতে দেখা যায়। বিজেপির পক্ষ থেকে এর প্রতিবাজ জানানো হয়। সরকারি প্রকল্প নিয়ে বুথ চত্বরে প্রচার করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।



  • May 13, 2024 11:49 IST
    আধাসেনার বিরুদ্ধে ক্ষোভ

    বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ক্ষোভ প্রদর্শন গ্রাবাসীদের। কুলুরু গ্রামের ১৫৫ নং বুথে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বেশ কিছু জায়গায় অবৈধ জমায়েত ছিল। সেই জমায়েত সরাতে লাঠিচার্জজ করে আধাসেনা। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীদের একাংশ।



  • May 13, 2024 11:43 IST
    কীর্তিকে কটাক্ষ দিলীপের

    দিনেও প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। "কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারেন, কিন্তু আমার বিরুদ্ধে খেলতে পারবেন না। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন দিলীপ। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে যে এলাকা থেকে অভিযোগ আসছে সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা দিলীপের।



  • May 13, 2024 11:43 IST
    কীর্তিকে কটাক্ষ দিলীপের

    দিনেও প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। "কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারেন, কিন্তু আমার বিরুদ্ধে খেলতে পারবেন না। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন দিলীপ। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে যে এলাকা থেকে অভিযোগ আসছে সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা দিলীপের।



  • May 13, 2024 11:41 IST
    তৃণমূলের 'খেলা' শেষের হুশিয়ারি শুভেন্দুর

    চতুর্থ দফার ভোটের দিনে তৃণমূলকে বেনজির নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি এদিন বলেন, "কয়েকটা জায়গায় গুণ্ডামি করেছে। এর আগে যে কায়দায় তৃণমূল ভোট করত সেটা পারছে না। কেন্দ্রীয় বাহিনীর জন্য খেলতে পারছে না তৃণমূল। ৪ জুনের ফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। সব মিলিয়ে ভোট যতটা অবাধ অবাধ করা সম্ভব সেটা দেখছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফায় তৃণমূলের কপালে কী আছে দেখুন।"



  • May 13, 2024 11:06 IST
    জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশি বাধা

    পাণ্ডবেশ্বরে বাধা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। ভোট পর্ব দেখতে বেরিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁর গাড়ি আটকে দেয় পুলিশ। অনুমোদন থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতার।



  • May 13, 2024 11:03 IST
    মুখ্যমন্ত্রীর ভোটদান

    দেশজুড়ে চলছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। ঝাড়খণ্ডের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ভোট দিলেন।



  • May 13, 2024 11:00 IST
    বুথের প্রথম ভোটার বিশেষ চাহিদাসম্পন্ন যুবক

    উত্তরপ্রদেশের বাহরাইচের ছবি। একটি পোলিং বুথের প্রথম ভোটার ছিলেন একজন বিশেষ চাহিদাসম্পন্ন। নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।



  • May 13, 2024 10:47 IST
    ভোট দিতে পারলেন না বৃদ্ধা

    জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। তাই গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে শামিল হতে চেয়েও পারলেন না রায়নার এই বৃদ্ধা। সকালে বুথে এসে বাধ্য হয়েই তাঁকে ফিরতে হল বাড়িতে।



  • May 13, 2024 10:47 IST
    ভোট দিতে পারলেন না বৃদ্ধা

    জীবিত হয়েও ভোটার তালিকায় তিনি মৃত। তাই গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে শামিল হতে চেয়েও পারলেন না রায়নার এই বৃদ্ধা। সকালে বুথে এসে বাধ্য হয়েই তাঁকে ফিরতে হল বাড়িতে।



  • May 13, 2024 09:59 IST
    BJP বিধায়কের উপর 'হামলা'

    দুর্গাপুরের বিরিঙ্গে এলাকায় ৮২ নম্বর বুথে BJP-র পোলিং এজেন্ট রাহুল সাহানিকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে গেরুয়া দলের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই সেখানে যান। তাঁর উপরেও হামলা হয় বলে অভিযোগ।



  • May 13, 2024 09:53 IST
    কীর্তিকে কটাক্ষ দিলীপের

    ভোটের দিনেও প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। "কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারেন, কিন্তু আমার বিরুদ্ধে খেলতে পারবেন না। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরছেন দিলীপ। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে যে এলাকা থেকে অভিযোগ আসছে সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা দিলীপের।



  • May 13, 2024 09:51 IST
    সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.২৪%

    সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে ১৫.২৪ % ভোটদান হয়েছে।

    বহরমপুর- ১৬.৯৭%

    কৃষ্ণনগর- ১৫.৬৭%

    রানাঘাট- ১৫.৩১%

    বর্ধমান পূর্ব- ১৫.৮৮%

    বর্ধমান দুর্গাপুর- ১৪.০৮%

    আসানসোল- ১৩.০৩%

    বোলপুর- ১৬.৪৬%

    বীরভূম-১৪.৫৫%



  • May 13, 2024 09:47 IST
    ভোটের 'খবর' নিলেন BJP প্রার্থী

    লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহা। সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন বুথে বুথে গিয়েছেন তিনি। বোলপুর লোকসভাকেন্দ্রের অন্তর্গত রাজচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় ১৩৭/১৩৮ ভোটগ্ৰহণ কেন্দ্রেও গিয়েছিলেন পিয়া। ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে।



  • May 13, 2024 09:42 IST
    কংগ্রেস কর্মীকে সপাটে চড় পুলিশের

    বড়ঞার হরিদাসবাটি শিশু শিক্ষা কেন্দ্রের ৫১, ৫২ নং বুথে চূড়ান্ত উত্তেজনা। বুথ জ্যামের অভিযোগ উঠতেই ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেসের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি বেধে যায়। পুলিশ পৌঁছেই লাঠিপেটা শুরু করে। এক কংগ্রেস কর্মীকে সপাটে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠিপেটার হাত থেকে নিস্তার মেলেনি তৃণমূলকর্মীদেরও। বেশ কয়েকটি বাইকেও লাঠিপেটা করতে দেখা যায় পুলিশকে।



  • May 13, 2024 09:36 IST
    মাথা ফাটল সিপিএম কর্মীর

    তেহট্টে ভোট চলাকালীন চূড়ান্ত উত্তেজনা। তেহট্টের থানারপাড়া থানা এলাকায় নারায়ণপুর ১ নং পঞ্চায়েতের ১৬ নং বুথে সিপিএমের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায়। দু'পক্ষের মারামারিতে এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।



  • May 13, 2024 08:57 IST
    দীর্ঘ অপেক্ষার পর ভোটদান TMC প্রার্থীর

    ভোট দিতে এসে কাটোয়ায় বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হল বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করে অবশেষে ভোট দিতে পারলেন শর্মিলা সরকার।



  • May 13, 2024 08:53 IST
    BJP এজেন্টদের 'মারধর'

    মন্তেশ্বরের বিঘা গ্রামে BJP এজেন্টদের মারধরের অভিযোগ। এই এলাকার ১৩৭, ১৩৮ নং বুথে BJP এজেন্টদের বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ।



  • May 13, 2024 08:32 IST
    সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর

    বীরভূমের সিউড়িতে বিজেপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।



  • May 13, 2024 08:29 IST
    দেশের উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণের জন্য ভোট দিন: জি কিষাণ রেড্ডি

    দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং কল্যাণের জন্য ভোট দেওয়ার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সেকেন্দ্রাবাদ সংসদীয় আসন থেকে বিজেপি প্রার্থী জি কিষান রেড্ডি।



  • May 13, 2024 08:23 IST
    ভোট দিলেন অভিনেতা জুনিয়র এনটিআর

    অভিনেতা জুনিয়র এনটিআর তার ভোট দিতে হায়দরাবাদের জুবিলি হিলসের ভোট কেন্দ্রে পৌঁছেছেন। এ সময় তিনি সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান।



  • May 13, 2024 08:23 IST
    ভোট দিলেন অভিনেতা জুনিয়র এনটিআর

    অভিনেতা জুনিয়র এনটিআর তার ভোট দিতে হায়দরাবাদের জুবিলি হিলসের ভোট কেন্দ্রে পৌঁছেছেন। এ সময় তিনি সকলকে ভোট দেওয়ার

    আহ্বান জানান।



  • May 13, 2024 08:20 IST
    আগে ভোট, তারপর ব্রেকফাস্ট: যোগী আদিত্যানাথ

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'আগে ভোট, তারপর ব্রেকফাস্ট'। মানুষকে আরও বেশি গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।



  • May 13, 2024 08:16 IST
    ভোট দিলেন চন্দ্রবাবু নাইডু

    গুন্টুরের একটি বুথে এদিন সকাল সকাল ভোট দিলেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশে লোকসভার পাশাপাশি আজ বিধানসভা নির্বাচনও।



  • May 13, 2024 08:09 IST
    ভোট দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী জগন মোহন

    অন্ধ্রপ্রদেশের লোকসভা ও বিধানসভা নির্বাচনের সবকটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে, YSRCP প্রধান এবং মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি রাজ্যের জনগণকে যতটা সম্ভব ভোট দেওয়ার আবেদন করেছেন।



tmc bjp CONGRESS CPIM AAP West Bengal AIADMK DMK Samajwadi Party loksabha election 2024 Lok Sabha Election 2024 Phase 4 polling phase 4
Advertisment