Advertisment

Rachna VS Locket: সোমে দেখিয়েছিলেন রচনা! মঙ্গলে পাল্টা দিলেন লকেট

Lok-Sabha Election 2024: এ দিন লকেট চমকের পর চমক দেন।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
lok-sabha election 2024 locket chaterjee rachna banerjee filed nomination hooghly, লকেট রচনার মনোনয়ন জমা হুগলি লোকসভা ভোট ২০২৪

Election 2024: লকেট চট্টোপাধ্যায় ও রচনা বন্দ্যোপাধ্যায়।

Hooghly Lok-Sabha Constituency: সোমবার দলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায় এর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিশাল মিছিল করে চুঁচুড়া শহর প্রায় স্তব্ধ করে দিয়েছিল তৃণমূল। আর মঙ্গলবার তার পাল্টা শক্তি প্রদর্শন করে বিজেপি বুঝিয়ে দিল যুদ্ধ হবে সমানে সমানে।

Advertisment

এ দিন হুগলি লোকসভার প্রার্থী বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যান চুঁচুড়া জেলাশাসকের কার্যালয়ে। আর এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে ছিল পরতে পরতে চমক। তীব্র দাবদাহকে ফুৎকারে উড়িয়ে দিয়ে হুডখোলা জিপে চড়ে লকেট রওয়ানা হন চুঁচুড়া জেলাশাসকের কার্যালয়ে। সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী, তমলুকের প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন- Kolkata Heat Wave: চরম গরমে ফুটছে কলকাতা, আগুন ঢালছে সূর্য, মর্মান্তিক পরিণতি তরতাজা যুবকের

চমকের আরও বাকি ছিল। এ দিন লকেটের সঙ্গী হন সন্দেশখালী থেকে আসা ৫ জন মহিলা। সিঙ্গুরে টাটার কারখানা, বলাগড় এলাকার নৌশিল্প এবং আরও কিছু ট্যাবলো ওই শোভাযাত্রাকে অন্য এক মাত্রা এনে দেয়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় শেষপর্যন্ত না থাকলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী লকেটের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ও সঙ্গী ছিলেন। পুস্কর সিং ধামী জানান, তিনি নিশ্চিত, এই লোকসভা থেকে জনতা লকেটকে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত করবেন। মুখ্যমন্ত্রীর দাবি, এবার বাংলা জুড়ে বিজেপি ঝড় তুলবে। ৩৫ টার বেশি আসন বাংলা থেকে বিজেপি জিতে নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাবে।

Hooghly Rachna Banerjee Locket Chatterjee loksabha election 2024
Advertisment