Advertisment

Mamata Banerjee: 'রোজ বলছে চোর, প্রমাণ কোথায়?', শেষমেশ এই 'কঠিন' পদক্ষেপ করতে চলেছেন মমতা!

Lok Sabha Election 2024: মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই BJP-কে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো। এবারের নির্বাচনে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতে BJP-র ভরাডুবি হবে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
2 tmc councillor get show cause notice by leadership due to group clash

Mamata Banerjee: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলকে বিঁধে ফি দিন সুর চড়াচ্ছে বিরোধীরা। BJP থেকে শুরু করে বাম-কংগ্রেস প্রতিটি সভা-সমাবেশে দুর্নীতি ইস্যুতে যারপরনাই আক্রমণ শানাচ্ছে তৃণমূলকে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা-মন্ত্রীরা গেলে চোর চোর স্লোগান উঠছে। এমনকী কয়েকবার মুখ্যমন্ত্রীকেও এমন আক্রমণের মুখে পড়তে হয়েছে। এবার এই ইস্যুতেই পাল্টা কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর।

Advertisment

কী বললেন মমতা?

"রোজ বলছে তৃণমূল চোর, কোথায় চুরি করেছে? কার পকেট থেকে চুরি করেছে? একটা হাওয়া তুলে দিয়েছে। চুরি যে করেছে প্রমাণটা কোথায়? আমি মানহানির মামলা করতে কোর্টে যাচ্ছি। আমি নিজে মামলা করছি। আমি ছাড়বার পাত্র নই। আপনার নামে কোনও তথ্য প্রমাণ নেই, আর আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি এক কাপ চা কারও কাছ থেকে খাইনি। তাঁকে বলছে চোর।"

আরও পড়ুন- Shah attacks Mamata: ‘আপনার সময় শেষ, জেলে যেতেই হবে’, মমতাকে ভয়ঙ্কর হুঁশিয়ারি শাহের, বিঁধলেন মহুয়াকেও

লোকসভা নির্বাচবনে এবার আর BJP কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না বলেই মনে করেন তৃণমূলনেত্রী। এপ্রসঙ্গে মোদীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "পৃথিবীর সব দেশ যারা বিনিয়োগ করেছিল সব তুলে নিচ্ছে, মোদী হারবে বলে। শেয়ার বাজারে ধ্বস নেমেছিল। মোদী ২০০-ও পার হবে না। সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে ২৯৫-২১৫। মোদী ২০০ পার হবে না। হাওয়া বদলে গেছে। ২০০৪ সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবেন।"

আরও পড়ুন- Lok Sabha Election 2024: গরমে ‘ঠান্ডা’ থাকার দারুণ ‘দাওয়াই’! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ‘টোটকা’য় ম্যাজিকের মতো ‘কাজ’!

মঙ্গলবার হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই BJP-কে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো। এবারের নির্বাচনে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের পাশাপাশি দক্ষিণের রাজ্যগুলিতে BJP-র ভরাডুবি হবে বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

modi tmc bjp loksabha election 2024 Mamata Banerjee
Advertisment