Lok Sabha Election 2024: জমজমাট রবিবাসরীয় ভোটের প্রচার। আজ রাজ্যে পরপর চারটি সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দলের সভা থেকে সন্দেশখালি, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ শানিয়েছিলেন মোদী। তার কয়েক ঘণ্টাতেই পাল্টা জবাব মমতা ব্যানার্জিরও।
Advertisment
মোদীকে তুলোধনা করে এদিন উত্তর ২৪ পরগনার আমডাঙার সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, "তুমি দেশটার কি হাল করেছ? কেন অসমে ১৯ লক্ষ হিন্দুর নাম বাদ? তোমায় দেখে মুসলিম, হিন্দু, তপশিলি, মতুয়া, রাজবংশি, দলিতরা ভয় পায় কেন? তোমার মতো দাঙ্গাবাজ, ধান্দাবাজ! তোমার চেহারা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এরকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী দেখিনি। আমি কেন সারা পৃথীবর মানুষ দেখেনি।"
এদিন ফের একবার তৃণমূলনেত্রীর নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শ্লীলতাহানি কাণ্ডে সুর চড়িয়ে আবারও রাজ্যপালের ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তৃণমূলনেত্রীর নিশানায় মোদী। তিনি বলেন, "রাজভবনে লাটু সাহেব বসে আছেন। রাজভবনে মেয়েরা যেতে ভয় পাচ্ছে। সাংবিধানিক সংকটে ভুগছি। ডাকলে রাস্তায় দেখা করতে যাব। প্রধানমন্ত্রীর উচিত ছিল রাজ্যপালকে সরিয়ে দেওয়া।"
সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে এখনও লাগাতার নানা বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে সন্দেশখালি নিয়ে পরপর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সন্দেশখালির ঘটনা নিয়ে BJP-কে এদিনও মারাত্মক আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মোদীকে বিঁধে এদিন তৃণমূলনেত্রী বলনে, "সন্দেশখালি নিয়ে এখনও মিথ্যাচার মোদীর। সন্দেশখালি নিয়ে এখনও মিথ্যা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। রেজাল্টটা মিলিয়ে নেবেন।"