Advertisment

Mamata Banerjee: "বাবারে! রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই!", 'শ্লীলতাহানি' কাণ্ডে রাজ্যপালকে বেনজির নিশানা মমতার

Mamamata Banerjee-Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন চলছে। গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির সপ্তগ্রামে জনসভা করেন তৃণমূলনেত্রী। সেই সভা থেকেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নজিরবিহীনভাবে আক্রমণ শানিয়েছেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়েও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Mamata Banerjee on CV Ananda Bose

Mamata Banerjee on CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee on CV Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্ম। যা ঘিরে আজ ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিশানা করলেন সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। রাজ্যপালের পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এবার থেকে কোনও কাজে আর রাজভবনে যাবেন না বলেও সাফ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে রাজ্যপালের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে কোথায় তিনি যাবেন তাও এদিন স্পষ্ট করেছেন তৃণমূলনেত্রী।

Advertisment

রাজ্যপালকে নিশানা করে কী বললেন মমতা ব্যানার্জি?

"মাননীয় রাজ্যপাল! আমার কী দোষ আপনি বলুন। আমি তো জানিই না ঘটনা পুরো। রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। মহিলাদের উপর নির্যাতন করার আপনি কে? প্রেসকে ডেকে এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা কি দেখিয়েছে? কপিটা আমার কাছে আছে। এখনও তো সব বেরোয়নি। আর একটা পেনড্রাইভ পেয়েছি। আরও কেলেঙ্কারি। বাবারে! আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে কথা বলে আসব। রাজভবনে আর যাব না। যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগ উঠেছে। রাজভবনেরই এক অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। দু'বার রাজভবনের পিস রুমে তাঁর শ্লীলতাহানি করেছেন সিভি আনন্দ বোস, এমনই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন- Dilip Ghosh: BJP-র হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, দাপুটে নেতার পড়াশোনা কতদূর? সম্পত্তির পরিমাণ ও আয় জানেন?

আরও পড়ুন- Eastern Railway: পূর্ব রেলে ইতিহাস! শহরতলির যাত্রীদের জন্যই ভাঁড়ার উপচে রোজগার! মাথা ঘোরাবে আয়ের অঙ্ক!

যদিও রাজ্যপাল নিজে অবশ্য। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পাল্টা সোচ্চার হয়েছেন রাজ্যপাল। রাজভবনের তরফে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে সেই ভিডিও নিয়েও তুমুল শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এডিট করে ওই ভিডিও প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Mamata Banerjee loksabha election 2024 cv ananda bose
Advertisment