Advertisment

Lok Sabha Election 2024: বাংলা নিয়ে জমাটি Exit Poll ঘিরে চর্চা সীমাহীন! শেষমেশ মুখ খুললেন মুখ্যমন্ত্রী

West Bengal Exit Poll 2024-Mamata Banerjee: শনিবারই শেষ হয়েছে লোকসভা ভোট। নির্বাচন শেষ হতেই একের পর এক সংস্থা এক্সিট পোল প্রকাশ করেছে। গোটা দেশের আঙ্গিকে যেমন এক্সিট পোল প্রকাশ হয়েছে তেমনই পশ্চিমবঙ্গ নিয়েও নানা বিশ্লেষণ উঠে এসেছে একের পর এক সংস্থার এক্সিট পোলে। এবার সেই এক্সিট পোলগুলি নিয়েই একটি বেসরকারি সংবাদমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Mamata Banerjee is seting goal on 2026 assembly polls

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024-West Bengal Exit Poll: লোকসভা ভোট শেষ হতেই একের পর এক এক্সিট পোল প্রকাশিত। বিভিন্ন এক্সিট পোলে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়েও নানা বিশ্লেষণ উঠে এসেছে। বাংলা নিয়ে তৈরি হওয়া একাধিক এক্সিট পোল সম্পর্কে এবার নিজের মতামত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওই এক্সিট পোলগুলি দু'মাস আগেই তৈরি করে রেখেছিল। ওগুলো সব বিজেপির তৈরি করা।" লোকসভা ভোটের পর প্রকাশিত এক্সিট পোলগুলি 'ফেক' বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। বেসরকারি ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এর আগে ২০১৬, ২০১৯, ২০২১ সালের এক্সিট পোলও দেখেছি। কোনওটাই মেলাতে পারেনি। কারণ ওগুলো সব বিজেপির তৈরি করা। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। এক্সিট পোল তৈরি করে রাখা হয়েছিল। সেই কোম্পানিটাও বিজেপির কোম্পানি।"

এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলনেত্রী আরও বলেছেন, "ভোটটা যদি মেশিনেই হয়, ভোটটা যদি গোপনেই হয়, তবে তা জানা গেল কী করে? আমরা জানবার আগে কাউন্টিং হওয়ার আগেই মিডিয়া কী করে বলে দিচ্ছে কে কোনটায় জিতবে কে হারবে। মিডিয়ার এই ক্যালকুলেশন আমি মানি না। কর্মীদের বলব শক্তিশালী থাকতে, ভালো করে কাউন্টিং করতে।"

আরও পড়ুন- West Bengal 42 seats Exit Poll: বাংলায় ইতিহাস লিখবে BJP? নাকি অকল্পনীয় ফল তৃণমূলের? সমীক্ষায় কোথায় বাম-কংগ্রেস?

এরই পাশাপাশি কেন্দ্রে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "অন্য রাজ্যের তথ্য আমার কাছে নেই। তবে নিজের রাজ্যের কথা বলতে পারি। সিটগুলো নিয়ে পর্যন্ত বলে দিচ্ছে যে এই সিটে কে হারছে ওই সিটে কে হারছে। তার মানে কি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছিল? জানল কী করে কে কোনটায় জিতছে কে কোথায় হারছে?"

আরও পড়ুন- Dilip Ghosh: ‘গাড়ি ঠিক দিকেই দৌড়োচ্ছে’, স্বপ্নাতীত সাফল্যের শিখর ছোঁবে BJP, আশাবাদী দিলীপ

কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার হলে সেই সরকারকে তৃণমূল সমর্থন করবে বলে আগেই ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে তৃণমূলের সম্পর্ক ভালো নয়। তবে বাংলায় হাত-শিবিরের সঙ্গে জোড়াফুলের সম্পর্ক ইন্ডিয়া জোটকে সমর্থনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে না বলেই মনে করেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন- BJP Worker Killed: ভোট পরবর্তী হিংসায় সন্ত্রস্ত বাংলা! নদিয়ায় গুলি করে খুন BJP কর্মীকে

এ প্রসঙ্গে টেলিফোনিক ওই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেছেন, "জাতীয়স্তরে এটা অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি না সিপিএম নাক গলায়। একটা জিনিস আমার খারাপ লাগে, ইন্ডিয়ায় সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে। আমি ওদের সমর্থন দিয়েছি। সিপিএম কেন ওদের মুখপাত্র হবে? এই জায়গাটাতেই আমার প্রশ্ন আছে।"

Mamata Banerjee West Bengal Exit Poll loksabha election 2024
Advertisment