Advertisment

Narendra Modi Ashoknagar Rally: রেখায় অগাধ আস্থা মোদীর! 'বাংলার অলি-গলিতে শাহজাহান', তৃণমূলকে তুলোধনায় সুর চড়ালেন নমো

Lok Sabha Election 2024-Narendra Modi: শেষ দফার লোকসভা ভোটের আগে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাংলায় ঠাসা কর্মসূচি নিয়ে নমো। পরপর দুটি প্রকাশ্য সমাবেশ ছাড়াও শহর কলকাতায় আজ মেগা রোড শো নরেন্দ্র মোদীর। সপ্তম দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। ভোটের গণনা আগামী ৪ জুন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Narendra Modi Ashoknagar sandeshkhali rekha patra

Narendra Modi-Rekha Patra: নরেন্দ্র মোদী ও রেখা পাত্র।

Lok Sabha Election 2024-Narendra Modi: শেষ দফার লোকসভা নির্বাচনের আগে বাংলায় ঝোড়ো প্রচারে মোদী। উত্তর ২৪ পরগনার অশোকনগরের সভা থেকে আবারও মোদীর মুখে সন্দেশখালি প্রসঙ্গ। শেখ শাহজাহানের নাম নিয়ে ফের একবার প্রধানমন্ত্রীর নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল। সেই সঙ্গে বসিরহাটের BJP প্রার্থী তথা সন্দেশখালির 'ভূমি-কন্যা' রেখা পাত্রকে নিয়েও বিরাট প্রত্যয়ের সুর প্রধানমন্ত্রীর গলায়।

Advertisment

রেখা পাত্রকে নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

"বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র কী দারুণ ভাষণা দিলেন। তৃণমূলের মধ্যে এমন একজনও নেতাও নেই যে রেখা পাত্রের মতো ভাষণ দিতে পারেন। দেশ দেখছে কীভাবে গরিবের একটি মেয়েকে বিজেপি দেশের সংসদে সম্মান পূর্বক নিয়ে যেতে এত বড় পদক্ষেপ করল। নারী শক্তির সম্মানের লড়াই লড়ছেন রেখা। রেখা শক্তিশালী হলে সংসদে মহিলাদের হয়ে আওয়াজ তুলবেন। ওঁর সাহস, হিম্মতের প্রশংসা করছি। তৃণমূলের এত বড় শক্তির বিরুদ্ধে লড়ছে। উনি মা দুর্গার সত্যিকারের পূজারী।"

রেখার সমর্থনে গলা ফাটানোর পাশাপাশি তৃণমূল নেতৃত্বাধানী সরকারকে এদিন ফের একবার একহাত নিয়েছেন মোদী। গত কয়েক বছরে তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। এমনকী আদালতের বেশ কিছু নির্দেশে বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। যা নিয়ে বিভিন্ন সময়ে বিচার ব্যবস্থার একাংশের বিরুদ্ধেই মুখ খুলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। এদিন এই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন মোদী।

আরও পড়ুন- Clash between 2 groups of TMC: ভোট মিটতে না মিটতেই অশান্তির স্রোত! ‘তৃণমূল-তৃণমূলে’ তুমুল মারামারি, জখম ৫

নরেন্দ্র মোদীর কথায়, "বিচারপতি, বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছে তৃণমূল। বিচারপতিদের পিছনেও কি গুন্ডা ছেড়ে দেবে? বাংলায় তৃণমূল বিচার ব্যবস্থার গলা টিপে ধরছে।"

ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, রামকৃষ্ণ মিশনের একাংশকে 'আক্রমণ' প্রসঙ্গে মোদী:

"বাংলার সাধুরা তৃণমূলকে অনুরোধ করেছিল, আপনারা আপনাদের ভুল শুধরে নিন। তৃণমূল সাধু সমাজকেই গালি দিতে শুরু করল। রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ মহান সব সংস্থা। তাঁগের সন্যাসীদেরও অপমান করছে। ভোটব্যাঙ্ককে খুশি করতেই এটা করা হচ্ছে। সন্দেশখালির বোনেরা ন্যায় চেয়েছিল। তৃণমূল ওদেরই টার্গেট করল।"

আরও পড়ুন- Mamata Banerjee: ১ জুন INDIA জোটের বৈঠকে থাকছেন মমতা? নির্বাচনী সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী

modi Sandeshkhali loksabha election 2024 Rekha Patra
Advertisment