Advertisment

Modi in Bengal: 'সন্দেশখালিতে নতুন খেলা তৃণমূলের', মারাত্মক অভিযোগ মোদীর!

Sandeshkhali-Modi: রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচারে এসে ফের একবার সন্দেশখালি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জগদ্দলে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচারে এসেছিলেন মোদী। সেই সভা মঞ্চ থেকেই সন্দেশখালি ছাড়াও নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে মুখ খুলে রাজ্যের শাসকদলকে তীব্র নিশানা করেছেন বিজেপির শীর্ষ সেনাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 narendra modi west bengal sandeshkhali ssc scam

Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Lok Sabha Election 2024: রবিবাসরীয় নির্বাচনী প্রচারে এসে শুরুর সভা থেকেই কার্যত ঝড় তুললেন মোদী (Modi)। বারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের (Arjun Singh) সমর্থনে সভামঞ্চ থেকে এদিন সন্দেশখালি (Sandeshkhali), নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) পাশাপাশি তৃণমূলের বারবার তোলা কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সপাটে জবাব প্রধানমন্ত্রীর। সন্দেশখালির অপরাধীদের তৃণমূল বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তুলেছেন BJP-র শীর্ষ সেনাপতি।

Advertisment

সন্দেশখালির ঘটনা নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল (Viral) হচ্ছে। যা নিয়ে নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। একদিকে, তৃণমূল দাবি করছে সন্দেশখালির গোটা ঘটনা BJP-র সাজানো। একাধিক ভিডিও দেখিয়ে এমনই দাবি শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্বের মুখে। তৃণমূল সন্দেশখালি কাণ্ডে নিশানা করেছে BJP-কেই। তবে BJP-ও বেশ কিছু ভিডিও সামনে এনে পাল্টা দুষছে তৃণমূলকেই।

রবিবার লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগদ্দলের সভা থেকে ফের একবার সন্দেশকালি ইস্যুতে মুখ খুলে রাজ্যের শাসকদলকে তুলোধনা মোদীর। তিনি এদিন বলেন, "সন্দেশখালিতে কী হয়েছে, এটা পুরো দেশ দেখেছে। সন্দেশখালির অপরাধীদের প্রথমে তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে। এখন তৃণমূল নতুন খেলা শুরু করেছে। তৃণমূলের গুণ্ডারা সন্দেশখালির মহিলাদে ভয় দেখাচ্ছে। ধমক দিচ্ছে। এই কারণেই এটা করছে যে অপরাধীর নাম শাহাজাহান শেখ। ওর ঘর থেকে বোমা-বন্দুক পেয়েছে। কিন্তু ভোটব্যাঙ্ক বাঁচাতে তৃণমূল ওকে ক্লিনচিট দিতে প্রস্তুতি নিচ্ছে।"

আরও পড়ুন- Howrah Bridge: হাওড়া ব্রিজ নিয়ে আশ্চর্য্য কয়েকটি ‘টপ সিক্রেট’! ৯৯% বাঙালিই এটা জানেন না!

এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়েও এদিন কড়া মন্তব্য করেছেন মোদী। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি এদিন বলেছেন, "OMR সিট পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। নকল ইন্টারভিউ নিয়েছে। আদালতও বলেছে দুর্নীতির পিছনে সরকারি মেশিনারি আছে। তৃণমূল বাংলার কী হাল করে ছাড়ল! মোদী বাংলায় হওয়া এই সু লুঠের হিসেব নেবে। নোটের পাহাড় বেরিয়েছে। সেই পাহাড়ের মালিকদের ছাড় দেব না। দুর্নীতিবাজরা কান খুলে শুনে রাখো, এটা মোদী। কোনও দুর্নীতিবাজ ছাড় পাবে না।"

আরও পড়ুন- Premium: অভিষেকের বাড়ি-গাড়ি নেই? তাঁর আয়-পড়াশোনার এই তথ্যে চোখ কপালে উঠবেই! 

Sandeshkhali modi bjp loksabha election 2024
Advertisment