বিক্ষিপ্ত হিংসার মধ্যেই মিটল বাংলার তিন আসনে ভোটপর্ব। লোকসভা নির্বাচনের আজ প্রথম পর্ব। এই পর্বে ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার ভোটে ১৬০০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্বে নয়জন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আজ সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলায় গড় ভোটদান ৭৭.৫৭ শতাংশ।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে প্রথম দফায় ১৬.৬৩ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮.৪ কোটি পুরুষ এবং ৮.২৩ কোটি মহিলা ভোটার রয়েছেন। ৩৫.৬৭ লাখ ভোটার প্রথমবারের জন্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে ২০ থেকে ২৩ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি। এর জন্য ১ লাখ ৮৭ হাজার ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের ভোট পর্বে তরুণ ভোটারদের কাছে বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্রে, প্রতিটি ভোট মূল্যবান এবং প্রতিটি কণ্ঠ গুরুত্বপূর্ণ! একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আজ একটি গুরুত্বপূর্ণ দিন যখন দেশে প্রথম দফার ভোট হচ্ছে। আমি এই পর্বের সকল ভোটারকে সর্বোচ্চ সংখ্যক ভোট দেওয়ার আবেদন করছি। কারণ আপনার একটি ভোট একটি নিরাপদ, উন্নত এবং আত্মনির্ভর ভারত গড়ার ভিত মজভুত করবে।
প্রথম দফায় তামিলনাড়ুর ৩৯টি আসন, রাজস্থানের ২৫টি আসনের মধ্যে ১২টি, ইউপির ৮০টি আসনের মধ্যে ৮টি এবং মধ্যপ্রদেশের ৬টি আসনে ভোট হচ্ছে। মহারাষ্ট্রের ৫টি, অসমের ৫টি, উত্তরাখন্ডের ৫টি, বিহারের ৪টি, বাংলার ৩টি, মেঘালয়ের ২টি, অরুণাচল প্রদেশের ২টি এবং মণিপুরের ২টি আসনে ভোট হচ্ছে। এছাড়াও পুদুচেরি, মিজোরাম, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং আন্দামান ও নিকোবরে ১টি করে আসনে ভোট হচ্ছে।
প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত হিংসা, মণিপুরে চলল গুলি। ভাঙচুর করা হল ইভিএম মেশিন। কড়া নিরাপত্তার মধ্যে, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ১০২ টি লোকসভা আসনের জন্য ২৪-এর লোকসভা নির্বাচনের প্রথম পর্ব সকাল ৭ টায় শুরু হয়। প্রথম দফার ভোটে নজরে ছিল হিংসা কবলিত মণিপুর। বেলা বাড়তেই রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রথম পর্বের ভোটে উত্তেজনা ছড়াল উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই তপ্ত কোচবিহার। জেলার শীতলকুচি, ভেটাগুড়ি, চান্দামারি, সীতাই, তুফানগঞ্জ থেকে অশান্তির খবর মিলেছে। পিছিয়ে নেই জলপাইগুড়িও। ডাবগ্রাম ফুলবাড়িতেও লাগাতার অশান্তির ছবি ধরা পড়ছে।
মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাঁর গাড়ি আটকানো হয় বলেও অভিযোগ। মুহূর্তেই তপ্ত হয়ে যায় এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। চলতে থাকে ধস্তাধস্তি। তবে বিধায়ককে বুথে ঢুকতে দেখা যায়নি। তবে, বুথের ২০০ মিটারের মধ্যে যেতেই বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা পেয়ে ওই জায়াগাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে আরও ঘোরাল হয় পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পুলিশের।
শিখা চট্টোপাধ্যায়ের দাবি, 'অ্যারেস্ট ওয়ারেন্ট আনুক পুলিশ। তারপরই বাকি কথা।'
শুক্রবার ভোটপর্বের মাঝে ভেটাগুড়ির পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ কিন্তু, তিনি একলাকায় পৌঁছতেই শুরু হয় বচসা। উদয়ন দেখেই বচসায় জড়ান গ্রামের স্থানীয় মহিলারা। বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামীকে গ্রেফতারিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে। স্থানীয়দের দাবি, উদয়ন গুহর নির্দেশেই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মণকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিক ভাবে অসুস্থ৷ তবে যথাসময় পরবর্তীকালে অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। এছাড়াও ভোটের সুরক্ষায় ছিলেন রাজ্য পুলিশের বিপুল সংখ্যক কর্মী।
-
Apr 19, 2024 17:58 ISTবাংলায় ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ এবং বিহারে ৪৬.৩২ শতাংশ, বিকাল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে?
আন্দামান ও নিকোবর: ৫৬.৮৭%
অরুণাচল প্রদেশ: ৬৩.২৬%
অসম : ৭০.৭৭.%
বিহার: ৪৬.৩২%
ছত্তিশগড়: ৬৩.৪১%
জম্মু ও কাশ্মীর: ৬৫.০৮%
লাক্ষাদ্বীপ: ৫৯.০২%
মধ্যপ্রদেশ: ৬৩.২৫%
মহারাষ্ট্র: ৫৪.৮৫%
মণিপুর: ৬৭.৪৫%
মেঘালয়: ৬৯.৯১%
মিজোরাম: ৫২.৬২%
নাগাল্যান্ড: ৫৫.৭৫%
পুদুচেরি: ৭২.৮৪%
রাজস্থান: ৫০.২৭%
সিকিম: ৬৭.৫৮%
তামিলনাড়ু: ৬২.০২%
ত্রিপুরা: ৭৬.১০%
উত্তরপ্রদেশ: ৫৭.৫৪%
উত্তরাখণ্ড: ৫৩.৫৬%
বাংলা: ৭৭.৫৭%
-
Apr 19, 2024 17:57 ISTবাংলায় ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ এবং বিহারে ৪৬.৩২ শতাংশ, বিকাল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে?
আন্দামান ও নিকোবর: ৫৬.৮৭%
অরুণাচল প্রদেশ: ৬৩.২৬%
অসম : ৭০.৭৭.%
বিহার: ৪৬.৩২%
ছত্তিশগড়: ৬৩.৪১%
জম্মু ও কাশ্মীর: ৬৫.০৮%
লাক্ষাদ্বীপ: ৫৯.০২%
মধ্যপ্রদেশ: ৬৩.২৫%
মহারাষ্ট্র: ৫৪.৮৫%
মণিপুর: ৬৭.৪৫%
মেঘালয়: ৬৯.৯১%
মিজোরাম: ৫২.৬২%
নাগাল্যান্ড: ৫৫.৭৫%
পুদুচেরি: ৭২.৮৪%
রাজস্থান: ৫০.২৭%
সিকিম: ৬৭.৫৮%
তামিলনাড়ু: ৬২.০২%
ত্রিপুরা: ৭৬.১০%
উত্তরপ্রদেশ: ৫৭.৫৪%
উত্তরাখণ্ড: ৫৩.৫৬%
বাংলা: ৭৭.৫৭%
-
Apr 19, 2024 16:26 ISTউদয়নকে ঘিরে বিক্ষোভ মহিলাদের
শুক্রবার ভোটপর্বের মাঝে ভেটাগুড়ির পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷ কিন্তু, তিনি একলাকায় পৌঁছতেই শুরু হয় বচসা। উদয়ন দেখেই বচসায় জড়ান গ্রামের স্থানীয় মহিলারা। বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামীকে গ্রেফতারিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিক্ষোভ দানা বাঁধে। স্থানীয়দের দাবি, উদয়ন গুহর নির্দেশেই বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী নিরঞ্জন বর্মণকে গ্রেফতার করা হয়েছে। তিনি মানসিক ভাবে অসুস্থ৷ তবে যথাসময় পরবর্তীকালে অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
-
Apr 19, 2024 15:47 ISTদুপুর ৩টে পর্যন্ত ভোটের হার
তিন কেন্দ্রের ৬৬ শতাংশের উপর ভোট
বেলা ৩টে পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে
ভোটের হার…
কোচবিহার- ৬৫.৫৪%
আলিপুরদুয়ার- ৬৬.২৩%
জলপাইগুড়ি- ৬৭.২৮%
গড় ভোটের হার- ৬৬.৩৪%
-
Apr 19, 2024 14:28 ISTতিন কেন্দ্রের ৫০ শতাংশের উপর ভোট
বেলা ১টা পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে
ভোটের হার…
কোচবিহার- ৫০.৬৯%
আলিপুরদুয়ার- ৫১.৫৮%
জলপাইগুড়ি- ৫০.৬৫%
গড় ভোটের হার- ৫০.৯৬%
-
Apr 19, 2024 13:08 ISTভোট উৎসব
ভেটাগুড়ি চৌপাঠী হাইস্কুলে ভোট দিয়ে হাতের কালি দেখাচ্ছেন তিন বৃদ্ধা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
Apr 19, 2024 13:07 ISTভোট উৎসব
ভেটাগুড়ি চৌপাঠী হাইস্কুলে ভোট দিয়ে হাতের কালি দেখাচ্ছেন তিন বৃদ্ধা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
-
Apr 19, 2024 12:40 ISTরাজভবনে পিস-রুম
ঘোষণা করলেও কমিশনের নির্দেশে শুক্রবার কোচবিহারে যেতে পারেননি রাজ্যপাল। শেষপর্যন্ত প্রথমপর্বের ভোটের দিন রাজভবনেই পিস রুম খোলা হয়েছে। লোকসভা নির্বাচনের প্রক্রিয়ায় কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ সরাসরি ফোন করে রাজভবনে অভিযোগ জানাতে পারবেন। এই পিস রুম ২৪ ঘণ্টা খোলা থাকছে। পড়ুন বিস্তারিত
-
Apr 19, 2024 12:06 ISTভোটের হার
বেলা ১১টা পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটের হার...
কোচবিহার- ৩৩.৬৩%
আলিপুরদুয়ার- ৩৫.২০%
জলপাইগুড়ি- ৩১.৯৫%
গড় ভোটের হার- ৩৩.৫৬%
-
Apr 19, 2024 11:49 ISTউদয়নকে খোলাছুট দেওয়া উচিত হয়নি: নিশীথ
"তৃণমূল বিভিন্ন জায়গায় সন্ত্রাসের চেষ্টা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ দেখিয়েছেন। তৃণমূলের গুন্ডারা আমাদের বুথ এজেন্ট, পোলিং এজেন্টদের ভয় দেখাচ্ছে। গত পঞ্চায়েত, পুরভোটে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবার তার প্রতিবাদ হচ্ছে। যেখানে গুন্ডারা সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। সেখানেই প্রতিবাদ হচ্ছে। উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। কমিশনে একথাটা বারবার বলেছিলাম। উদয়ন গুহু যেখানেই যাচ্ছেন উসকানিকূলক বার্তা দিচ্ছেন। উদয়ন গুহর মতো সমাজবিরোধীকে খোলাছুট দেওয়া হয়েছে।"
-
Apr 19, 2024 10:29 ISTভোট দিলেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী
শুরু হয়ে গেল লোকসভা ভোট। শুক্রবার সকালে নিজের বাড়ির এলাকার বুথে ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়।
-
Apr 19, 2024 09:55 ISTচূড়ান্ত উত্তেজনা শীতলকুচিতে
ভোটের সকালে তুমুল উত্তেজনা কোচবিহারের শীতলকুচিতে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। লাঠি, বাঁশ নিয়ে গিয়ে হামলার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে শাসকদল। যদিও তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
-
Apr 19, 2024 09:45 ISTতৃণমূলের অস্থায়ী কার্যালয়ে আগুন
অস্থায়ী কার্যালয়ে আগুন। তুফানগঞ্জের বড়কোদালি ১ নং পঞ্চায়েতের হরিরহাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির বিরুদ্ধে তাঁদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও শাসকদলের তোলা এই অভিযোগ অস্বীকতার করেছে বিজেপি।
-
Apr 19, 2024 09:39 ISTবিজেপি নেতার বাড়ির দরজায় বোমা
দিনহাটায় বিজেপি বুথ সভাপতির বাড়ির দরজার ঠিক সামনে বোমা পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সেই ঘটনা বিজেপি নেতৃত্বের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়। পরে পুলিশ ওই বিজেপি নেতার বাড়িতে যায়। পড়ে থাকা সেই তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাতে কিংবা ভোরের দিকে তাঁর বাড়িতে বোমা ফেলেছে বলে অভিযোগ বিজেপি নেতার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
-
Apr 19, 2024 09:08 ISTবিজেপি নেতার বাড়ি ভাঙচুর
যত কাণ্ড কোচবিহারে। শুক্রবার সকাল থেকে কোচবিহার লোকসভা কেন্দ্রেরে বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা সামনে আসে। কোচবিহারের ১৮ নং ওয়ার্ডে এক বিজেপি নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার শাসকদলের।
-
Apr 19, 2024 08:50 ISTদিনহাটায় আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি
দিনহাটায় বাড়ির কাছেই আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন আহত তৃণমূল নেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উদয়নের।
-
Apr 19, 2024 07:53 ISTমোদীর বার্তা
চলছে প্রথমপর্বের ভোট। বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এক্স হ্যান্ডেলে বাংলায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, 'প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে আর, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ!'
2024 লোকসভা নির্বাচন শুরু হল আজ ! 21 টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে যে নির্বাচন হচ্ছে আজ, তার ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোটদানের । বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। সর্বোপরি, প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে…
— Narendra Modi (@narendramodi) April 19, 2024 -
Apr 19, 2024 07:48 ISTকমলনাথের আশা
ভোটাধিকার প্রয়োগ করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। ছিন্দওয়াড়া থেকে এবার হাত প্রতীকে প্রার্থী কমলনাথ-পুত্র নকুলনাথ। কমলনাথ বলেন, 'আমার বিশ্বাস যে মানুষ সত্যের পক্ষে এবার ভোট দেবেন।'
#WATCH | Chhindwara | Congress leader & former Madhya Pradesh CM Kamal Nath says, "I have full faith in the people of Chhindwara. I have full hope that they will stand by the truth."
— ANI (@ANI) April 19, 2024
His son and Congress leader Nakul Nath is contesting from the Chhindwara Lok Sabha seat… pic.twitter.com/2La3i41ZoI -
Apr 19, 2024 07:44 ISTলাইনে ভোটাররা
কোচবিহারের দিনহাটার ২ নং ব্লকের দুর্গানগর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ভোটের লাইনে ভোটাররা। এক্সপ্রেস ফটো পার্থ পাল
-
Apr 19, 2024 07:36 ISTসিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু
কোচবিহারের মাথাভাঙায় ভোটের ডিউটিতে অস্বাভাবিক মৃত্যু হল মিলেস কুমার নীলু (৪২) নামে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
-
Apr 19, 2024 07:33 ISTপ্রথম পর্বের ভোটে নজরে তামিলনাড়ু
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯টি আসনে ভোটগ্রহণ চলছে। গতবার এ রাজ্যে খাতাই খুলতে পারেনি বিজেপি। ফলে দেখার এ বার কী হয়।
-
Apr 19, 2024 07:20 ISTজলপাইগুড়িতে ভোটের হাল
জলপাইগুড়িতে ১৯০৪টি বুথে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে মোট ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩ জনের ভোটাধিকার প্রয়োগের কথা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ৭৫ কোম্পানি।
-
Apr 19, 2024 07:18 ISTভোটের আলিপুরদুয়ার
আলিপুরদুয়ারে ১৮৬৭টি বুথে ভোট দেওয়ার কথা ৮ লক্ষ ৮৯ হাজার ১৯ জন পুরুষ এবং ৮ লক্ষ ৮৪ হাজার ৮৭১ জন মহিলা ভোটারের। সুরক্ষায় রয়েছে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
-
Apr 19, 2024 07:17 ISTকোচবিহারে 'মহারণ'
কোচবিহারে ২০৪৩টি বুথে ভোট গ্রহণ চলছে। কোচবিহারে ভোটাধিকার প্রয়োগ করার কথা ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন মহিলা ভোটারের। নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
-
Apr 19, 2024 07:09 ISTশুরু লোকসভা ভোটের প্রথম-পর্ব
ভোটযুদ্ধ শুরু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে। প্রথম দফায় ১৭টি রাজ্য ও ৪ কেন্দ্র শাসিত আঞ্চলে ভোট হবে মোট ১০২টি লোকসভা আসনে। এর মধ্যে রয়েছে বাংলার তিন আসন- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি।