Advertisment

Lok Sabha Election 2024 Phase 2 Voting highlights: তীব্র দাবদাহের মধ্যে শেষ দ্বিতীয় দফার ভোটগ্রহণ, বাংলায় ভোট পড়ল ৭১.৮৪ শতাংশ

Lok Sabha Elections 2024 Live Updates: পশ্চিমবঙ্গ-সহ আজ দেশের ১৩ রাজ্যের ৮৯ আসনে ভোটগ্রহণ শুরু। গত ১৯ এপ্রিল দেশে প্রথম দফার লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। আগামী ১ জুন হবে শেষ দফার ভোটগ্রহণ। আগামী ৪ জুন ভোটের ফল ঘোষণা হবে। আজ দ্বিতীয় দফাতেও নির্বাচন উত্তরবঙ্গেই। উত্তরবঙ্গের দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আজ নির্বাচন। এই তিন কেন্দ্রে মোতায়েন মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরাও। দ্বিতীয় দফায় রায়গঞ্জেই সবচেয়ে বেশি পরিমাণ আধাসেনা মোতায়েন কমিশনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Elections 2024 Phase 2 Live Updates: দ্বিতীয় দফা লোকসভা নির্বাচন

তীব্র দাবদাহে মোটের উপর শান্তিতেই মিটল দ্বিতীয় দফার ভোট, বাংলায় ভোটের হার ৭১.৮৪ শতাংশ

Lok Sabha Polls 2024 Phase 2 Updates: দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা আসনে আজ দ্বিতীয় দফার ভোট পর্ব বিকেল ৬টা শেষ হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৬% এবং উত্তরপ্রদেশে সবচেয়ে কম ভোট পড়েছে ৫২%

Advertisment

কমিশনের তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৩ লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭১.৮৪ শতাংশ। বালুরঘাটে ভোট পড়েছে ৭২.৩০ শতাংশ, দার্জিলিঙে ৭১.৪১ শতাংশ এবং রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ। পাশাপাশি অসমে ৭০.৬৬%, বিহারে ৫৩.০৩%, ছত্তিশগড়ে ৭২.১৩%, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২%, কর্ণাটকে ৬৩.৯০%, কেরলে ৬৩.৯৭%, মধ্যপ্রদেশে ৫৪.৪২%, মহারাষ্ট্রে ৫৩.৫৬%, ৫৩%। মণিপুরে ৭৬ %, রাজস্থানে ৫৯.১৯%, ত্রিপুরায় ৭৬.২৩%, উত্তর প্রদেশে ৫২.৬৪% ভোট পড়েছে।

দিল্লি দখলের লড়াইয়ের দ্বিতীয় পর্বে দেশের একাধিক রাজ্যের সঙ্গেই আজ লোকসভা নির্বাচন বাংলাতেও। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে ভোট। আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলতে শুরু করে। বিশেষ করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে ঝামেলা-গন্ডগোলের অভিযোগ মেলে। ভোট-পর্বে অশান্তির খবর মিলেছে রায়গঞ্জ থেকেও।

উত্তরবঙ্গের (North Bengal) এই তিন কেন্দ্রে আজ মোতায়েন মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরাও। দ্বিতীয় দফায় রায়গঞ্জেই সবচেয়ে বেশি পরিমাণ আধাসেনা মোতায়েন কমিশনের। বালুরঘাটের গঙ্গারামপুরে তৃণমূলের বিরুদ্ধে 'নাকা চেকিংয়ের' অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পতিরামের একটি বুথে ভোট পর্ব চলাকালীন তৃণমূল কর্মীদের সঙ্গে অশান্তিতে জড়াতে দেখা গিয়েছে সুকান্ত মজুমদারকে।

ভোটের সুরক্ষায় দার্জিলিঙে মোতায়েন ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force), বালুরঘাটে রয়েছে ৭৩ কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে সবচেয়ে বেশি ১১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভোটের সুরক্ষায়। তিনটি কেন্দ্রেই প্রায় ১৩ হাজার রাজ্য পুলিশের কর্মীও ভোটের কাজে মোতায়েন রয়েছেন।

দার্জিলিং:

যে তিনটি কেন্দ্রে আজ ভোট হচ্ছে তার মধ্যে পাহাড়নগরী দার্জিলিঙেই রয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ। দার্জিলিঙের ৭৩৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। গোটা পাহাড়ের ভোট অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি রয়েছে। সেই সঙ্গে পাহাড়ের রাস্তায় টহল রাজ্য পুলিশের কর্মীদেরও।

রায়গঞ্জ:

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই ভোটে স্পর্শকাতর বুথের সংখ্যা ২১০টি। গত পঞ্চায়েত নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় হিংসার ছবি সামনে এসেছিল। সেই কারণেই আজ দিনভর বাড়তি নজর ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, চোপড়ার মতো এলাকাগুলিতে। দিকে-দিকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারির পাশাপাশি ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালনে রাজ্য পুলিশের কর্মীরাও।

বালুরঘাট:

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের ১৯২টি বুথকে এবার লোকসভা নির্বাচনে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বালুরঘাট কেন্দ্রের গেরুয়া দলের বাজি রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর প্রতিপক্ষ হিসেবে তৃণমূল এবার প্রার্থী করেছে পোড়খাওয়া প্রবীণ রাজনীতিবিদ বিপ্লব মিত্রকে। বামেদের হয়ে এই কেন্দ্র থেকে লড়াই করছেন RSP-র জয়দেব সিদ্ধান্ত।

  • Apr 26, 2024 18:25 IST
    বিকেল ৫টা পর্যন্ত বাংলার তিন আসনে ভোটের হার

    বিকেল ৫টা পর্যন্ত ত্রিপুরা, মণিপুরে সবচেয়ে বেশি ভোট পড়েছে ৭৬% এবং উত্তরপ্রদেশে সবচেয়ে কম ভোট পড়েছে ৫২%

    বিকেল ৫টা পর্যন্ত ৩ কেন্দ্রে ভোট পড়ল ৭১.৮৪ শতাংশ। বালুরঘাটে ভোট পড়েছে ৭২.৩০ শতাংশ, দার্জিলিঙে ৭১.৪১ শতাংশ এবং রায়গঞ্জে ৭১.৮৭ শতাংশ।

    বিকাল ৫টা পর্যন্ত অসমে ৭০.৬৬%, বিহারে ৫৩.০৩%, ছত্তিশগড়ে ৭২.১৩%, জম্মু ও কাশ্মীরে ৬৭.২২%, কর্ণাটকে ৬৩.৯০%, কেরলে ৬৩.৯৭%, মধ্যপ্রদেশে ৫৪.৪২%, মহারাষ্ট্রে ৫৩.৫৬%, ৫৩%। মণিপুরে ৭৬ %, রাজস্থানে ৫৯.১৯%, ত্রিপুরায় ৭৬.২৩%, উত্তর প্রদেশে ৫২.৬৪% এবং বাংলায় ৭১.৮৪% ভোট পড়েছে।



  • Apr 26, 2024 17:12 IST
    দ্বিতীয় দফার ভোটগ্রহণ কেমন হল, দেখুন লাইভ বিশ্লেষণ

    দ্বিতীয় দফার ভোটগ্রহণ নিয়ে দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ বিশ্লেষণ



  • Apr 26, 2024 16:08 IST
    দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার

    লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে গড়ে প্রায় ৬০.৬০ শতাংশ ভোট পড়েছে। বালুরঘাট ৫৯.৫৩ শতাংশ, দার্জিলিং ৬১.৯৭ শতাংশ, ও রায়গঞ্জে ভোট পড়েছে ৬০.২০ শতাংশ।



  • Apr 26, 2024 14:45 IST
    দুপুর ১টা পর্যন্ত ভোটের হার কত?

    লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়ল। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৪৭.৩ শতাংশ। বালুরঘাট ৪৪.৯৩ শতাংশ, দার্জিলিং ৪৯.০৯ শতাংশ, রায়গঞ্জে ৪৭.৫৬ শতাংশ ভোট পড়েছে।



  • Apr 26, 2024 12:16 IST
    ভোট দিলেন দীপা দাশমুন্সি

    রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটার প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী দীপা দাশমুন্সি। এদিন সকালে মহেন্দ্রগঞ্জে নিজের বাড়ির কাছের বুথে ভোট দিলেন কংগ্রেস নেত্রী। এদিন ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। EVM-এ ভোট বাতিল করে দিয়ে ফের পুরনো পদ্ধতিতে নির্বাচনের পথে ফেরার দাবির কথা শোনা গিয়েছে তাঁর মুখে।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Apr 26, 2024 10:56 IST
    কংগ্রেস প্রার্থীকে দেখেই 'জয় বাংলা' স্লোগান

    কংগ্রেস প্রার্থীকে দেখেই 'জয় বাংলা' স্লোগান রায়গঞ্জে। গোয়ালপোখরের একটি বুথে গিয়েছিলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)। সেই বুথটি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির বাড়ির কাছে। এদিন ভিক্টর সেখানে পৌঁছোতেই তাঁকে ঘিরে ধরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করেন তৃণমূলকর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী বলেন, "জয় বাংলা বাংলাদেশের স্লোগান। শেখ মুজিবর রহমান এই স্লোগান দিতেন। মুখ্যমন্ত্রী এই স্লোগান এখানে দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন।"



  • Apr 26, 2024 10:42 IST
    ইটাহারে ভোটারদের হুমকি তৃণমূলের: সুকান্ত

    এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখিয়ে হয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, "বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। কয়েকটি জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ এসেছে। গঙ্গারামপুরে বিজেপির এজেন্টের উপর হামলা হয়েছে। তপনের একটি এলাকায় স্থানীয় তৃণমূল নেতারা টাকা বিলি করেছেন। ইটাহারে হিন্দু ভোটারদের ভয় দেখানো হচ্ছে। সেখানকার বিধায়ক মোশারফের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।"



  • Apr 26, 2024 09:46 IST
    তৃণমূলকর্মীর দিকে তেড়ে গেলেন সুকান্ত

    বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত পতিরামের একটি বুথে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ভোট পর্ব চলাকালীন সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুথের কাছেই তৃণমূলকর্মীরা তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দিতে শুরু করেন। আঙুল উঁচিয়ে এক তৃণমূলকর্মীদর দিকে তেড়ে যেতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। পুলিশের সঙ্গে তাঁর তুমুল বচসা শুরু হয়ে যায়। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।



  • Apr 26, 2024 09:17 IST
    EVM বিকল

    EVM বিকল থাকার জেরে সাময়িকভাবে ভোট বন্ধ দার্জিলিং লোকসভা কেন্দ্রের ফাঁসিদেওয়ার ১৬৩ নম্বর বুথে। ভোটকেন্দ্রের বাইরের মাঠে বসে আছেন ভোটাররা। দ্রুত EVM বদল করে নয়া মেশিন এনে ভোট প্রক্রিয়া চালুর দাবি ভোটারদের।

    বুথের বাইরে মাঠে বসে রয়েছেন ভোটাররা।



  • Apr 26, 2024 09:14 IST
    ভোটের আবহে BJP কর্মীর রহস্যমৃত্যু

    দ্বিতীয় দফার ভোটের আবহেই পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। বাড়ি ময়নার বাকচার গোড়ামহল গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের।

    পড়ুন বিস্তারিত



  • Apr 26, 2024 09:13 IST
    ভোটের আবহে BJP কর্মীর রহস্যমৃত্যু

    দ্বিতীয় দফার ভোটের আবহেই পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল। মৃত যুবকের নাম দীনবন্ধু মিদ্যা। বাড়ি ময়নার বাকচার গোড়ামহল গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের।



  • Apr 26, 2024 08:52 IST
    ভোটারদের বাধা আধাসেনার: তৃণমূল

    বালুরঘাটের ভোট প্রক্রিয়ায় একগুচ্ছ অনিয়ম-অভিযোগ তৃণমূলের। মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের সঙ্গে ঝামেলা পাকাচ্ছে আধাসেনা, এমনই অভিযোগ তৃণমূল মুখপাত্র রিজু দত্তের। বালুরঘাটের বিভিন্ন কেন্দ্রে ইভিএম কাজ করছে না বলেও অভিযোগ এনেছে শাসকদল। তৃণমূল আজ ভোটের সকাল থেকে এমনই একগুচ্ছ অনিয়মের নালিশ জানিয়ে নির্বাচন কমিশনে ৬০টি অভিযোগ জানিয়েছে।



  • Apr 26, 2024 08:44 IST
    ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সুকান্তর

    বালুরঘাটে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। সঠিকভাবে এরিয়া ডমিনেশন না হওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুকান্ত মজুমদারের। গঙ্গারামপুরের নাড়ুই বুথে বাধার অভিযোগ। সেখানে এক বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।



  • Apr 26, 2024 08:37 IST
    ভোটের সুরক্ষায় CRPF-এর মহিলা ইউনিট

    রায়গঞ্জের করোনেশন হাইস্কুলে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। এই স্কুলের বুথে CRPF-এর মহিলা ইউনিটের কর্মীরা সুরক্ষার দায়িত্বে রয়েছেন। তাঁদের কড়া নজরদারিতে নজরদারিতে চলছে ভোটগ্রহণ।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

    এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।



  • Apr 26, 2024 07:50 IST
    ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

    রাজস্থানের ঝালাওয়াড়ে ভোট দিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। রাজস্থানের ১৩ আসনে লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ভোট চলছে।



  • Apr 26, 2024 07:41 IST
    তৃণমূল নেতার বিরুদ্ধে নাকাচেকিংয়ের অভিযোগ সুকান্তর

    বালুরঘাট লোকসভার অন্তর্গত গঙ্গারামপুরে অশান্তির খবর। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের অভিযোগ, 'গতকাল রাতে আমাদের বুথ সভাপতির বাড়িতে হামলাও হয়েছে। তাও সাহস করে তিনি বুথে বসেছেন। কুশমণ্ডীর একটি বুথে ইভিএম নম্বর মিলছে না। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে লিখিত নিয়েছিল, ওই ইভিএমের পরিবর্তে নতুন ইভিএম আনা হয়েছে। গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি, তাই ওখানে অশান্তি বেশি। তৃণমূল গুন্ডা আবার নাকা চেকিং লাগিয়েছে, কারা ভোট দিতে যাচ্ছেন। যাঁরা তৃণমূল ভোটার, তাঁদেরকেই যেতে দেওয়া হচ্ছে।'



  • Apr 26, 2024 07:37 IST
    নজরকাড়া লড়াই

    কেরলের তিরুবনন্তপুরম থেকে কংগ্রেসের শশী তারুর, মেরঠে এবারের বিজেপি প্রার্থী দূরদর্শনের 'রামায়ণ' ধারাবাহিকের মুখ্য অভিনেতা অরুণ গোভিল। উত্তরপ্রদেশের মথুরা থেকে পদ্ম প্রতীকে লড়ছেন হেমা মালিনী। ছত্তিশগড়ের রাজনন্দনগাঁওতে এবার কংগ্রেসের প্রার্থী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। কর্নাটকের বেঙ্গালুরু-দক্ষিণ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিজেপির তেজস্বী সূর্য।



  • Apr 26, 2024 07:31 IST
    ভোট নিয়ে সুধা মূর্তির বার্তা

    লেখfকe এবং সমাজসেবী সুধা মূর্তি বেঙ্গালুরুতে লোকসভা নির্বাচনে তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। বলেছেন, 'আমি সবাইকে বলতে চাই- ঘরে বসে না থেকে, বাইরে এসে ভোট দিন, আপনার নেতা নির্বাচন করুন। আমি সবসময় মনে করি যে গ্রামাঞ্চলের তুলনায় শহুরে মানুষ কম ভোট দেয়। আমি তরুণদের অনুরোধ করি বাইরে এসে ভোট দিতে।'



  • Apr 26, 2024 07:28 IST
    বাংলায় মোদীর বার্তা

    ভোট শুরুর আগেই এক্স হ্যান্ডেলে ভোটারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, 'আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর'!



  • Apr 26, 2024 07:27 IST
    বাংলায় মোদীর বার্তা

    ভোট শুরুর আগেই এক্স হ্যান্ডেলে ভোটারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখলেন, 'আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর'!



  • Apr 26, 2024 07:24 IST
    GNLF নেতার গাড়ি থেকে উদ্ধার প্রচুর টাকা

    ভোটের আগের রাতে জিএনএলএফ নেতার গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার। আটক করা হয়েছে ওই ব্যক্তি ও গাড়িটি। গাড়ি থেকে উদ্ধার ২ লক্ষ টাকা হয়েছে। রোহিনী গেটে নির্বাচন কমিশনের আধিকারিকরা জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালাতে একটি ব্যাগ উদ্ধার হয়। সেখান থেকেই উদ্ধার হয় টাকা।



  • Apr 26, 2024 07:11 IST
    রাহুল সহ মোদী মন্ত্রীরসভার একাধিক মন্ত্রীর ভাগ্য পরীক্ষা

    দ্বিতীয় দফার ভোটে ভাগ্য নির্ধারণ হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, লোকসভার স্পিকার ওম বিড়া সহ এক ঝাঁক তারকা প্রার্থীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্যপরীক্ষা হচ্ছে এই দফার ভোটে। রাহুল তাঁর পুরনো আসন, কেরলের ওয়েনাড় থেকে এ বারও ভোটে লড়ছেন। সেখানে তাঁর মূল লড়াই বাম জোট এলডিএফের সিপিআই প্রার্থী অ্যানি রাজার বিরুদ্ধে। তিনি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী।



  • Apr 26, 2024 07:09 IST
    শুরু দ্বিতীয়-দফার ভোট গ্রহণ

    দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে মোট ৮৮টি আসনে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটও লোকসভা কেন্দ্রেও।



tmc bjp CONGRESS CPIM West Bengal loksabha election 2024
Advertisment