Advertisment

Lok Sabha Election 2024 Phase 3 Updates: বিকেল ৫টা পর্যন্ত চার কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৭৪ শতাংশ

Lok Sabha Elections 2024 Updates: আজ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৩টি আসনে নির্বাচন। পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রে আজ লোকসভা ভোট। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন। এর আগে প্রথম দফার নির্বাচন হয়েছিল গত ১৯ এপ্রিল। ওই দিন দেশজুড়ে মোট ১০২টি কেন্দ্রে ভোট হয়। এরপর দ্বিতীয় পর্বের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ২৬ এপ্রিল। ওই দিন দেশজুড়ে ৮৮টি লোকসভা আসনে ভোট হয়েছিল। আজ পালা তৃতীয় দফার। দেশের ১০ রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলের এই লোকসভা ভোটে আজ মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Elections 2024 Phase 3 Live Updates: রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ

Lok Sabha Election 2024 Live Updates: মুর্শিদাবাদের একটি বুথে ভোটারদের ছবি। এক্সপ্রেস ফটো

Lok Sabha Polls 2024 Phase 3 Live Updates: বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই রাজ্যের চার কেন্দ্রে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। গোটা দেশের সঙ্গেই তৃতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024 Phase 3 ) আজ বাংলাতেও। লোকসভায় এরাজ্যের চারটি কেন্দ্রে হল ভোটগ্রহণ। একইসঙ্গে বিধানসভার উপনির্বাচনও একটি আসনে। ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত চোখে পড়লেও বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় অশান্তি-গন্ডগোল এড়ানো গেল না।

Advertisment

মালদা ও মুর্শিদাবাদের দুই কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন। উত্তর ও দক্ষিণ মালদার পাশাপাশি আজ লোকসভা ভোট মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রেও। সেই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন (Bhagabangola By-Election 2024) । আজ ভোটের সকাল থেকে বারবার অশান্তির খবর মিলেছে মুর্শিদাবাদ থেকে। কোথাও ভোটারদের বুথে যেতে বাধার অভিযোগ সামনে এসেছে, কোথাও আবার বিরোধী দলের এজেন্টদের মারধরের অভিযোগও উঠেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ তুলেছে বিরোধীরা।

জঙ্গিপুরের একটি বুথে বিজেপি প্রার্থীর সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তৃণমূলের এক নেতার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটে। প্রার্থীর সঙ্গে এই গন্ডগোল ঘিরেও তুমুল উত্তেজনা তৈরি হয়।

publive-image
ভোট দিলেন দক্ষিণ মালদা লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।

মুর্শিদাবাদ লোসকভা কেন্দ্রে বাম-কংগ্রেস সমর্থিত CPM প্রার্থী মহম্মদ সেলিম (Md Selim)। বামেদের সেলিমের বিরুদ্ধে এই কেন্দ্রে শাসকদল তৃণমূলের বাজি বিদায়ী সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। অন্যদিকে, BJP-র হয়ে এই কেন্দ্রে লড়ছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gouri shankar Ghosh)। আজ সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে দিকে ঘুরছেন সেলিম। যেখান থেকেই অভিযোগ আসছে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন সিপিএম রাজ্য সম্পাদক।

publive-image
ভোট দিলেন দক্ষিণ মালদা লোকসভার BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।

ভোটপর্বে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি মালদার দুটি কেন্দ্রেও। মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রতীকে লড়ছেন প্রাক্তন IPS অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ছেন গণি পরিবারের সদস্য ইশা খান চৌধুরী (Isha Khan Choudhury)। এই কেন্দ্রে BJP-র বাজি বিদায়ী সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)।

মালদা দক্ষিণে (Maldaha Dakshin) তৃণমূল প্রার্থী শাহনাজ আলি রাইহান, BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী (Sreerupa Mitra Chaudhury) ও কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম।

চার কেন্দ্রে লোকসভা নির্বাচন ছাড়াও আজ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মুর্শিদাবাদের ভগবানগোলা উপনির্বাচনে (Bhagabangola By-Election) শাসকদল তৃণমূলের প্রার্থী রিয়াত হোসেন সরকার, BJP প্রার্থী ভাস্কর সরকার। বামেদের সমর্থনে ভগবানগোলায় কংগ্রেসের প্রার্থী আঞ্জু বিবি।

  • May 07, 2024 19:38 IST
    বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ

    বিকেল ৫টা পর্যন্ত মালদা উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ। জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৭৬.৪৯ শতাংশ। কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে মোট ভোটদানের হার ৭৩.৯৩ শতাংশ।



  • May 07, 2024 17:23 IST
    জিয়াগঞ্জে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিং

    মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সস্ত্রীক ভোট দিলেন বলিউড গায়ক অরিজিৎ সিং।



  • May 07, 2024 17:17 IST
    দুপুর তিনটে পর্যন্ত চার কেন্দ্রে ৬৩.১১ শতাংশ ভোট পড়ল

    দুপুর ৩টে পর্যন্ত মালদা উত্তরে ভোট পড়েছে ৬১.৫০ শতাংশ। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৬২.৯০ শতাংশ। জঙ্গিপুরে ভোট ৬২.৫৭ শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়েছে ৬৫.৪০ শতাংশ। কমিশন জানিয়েছে, দুপুর ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে মোট ভোটদানের হার ৬৩.১১ শতাংশ।



  • May 07, 2024 17:15 IST
    কমিশনে জমা পড়ল ৩৬১টি অভিযোগ

    তৃতীয় দফায় চার কেন্দ্র মিলিয়ে বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ২১৭টি। যার মধ্যে সিপিএমের অভিযোগ সব থেকে বেশি ১৫৩টি।



  • May 07, 2024 12:22 IST
    সকাল ১১টা পর্যন্ত ৩২.৮২% ভোটদান

    রাজ্যের চার কেন্দ্রের লোকসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ৩২.৮২% ভোট পড়েছে।

    মুর্শিদাবাদ- ৩২.৭২%

    জঙ্গিপুর- ৩৩.৮১%

    মালদা উত্তর- ৩১.৭৩%

    মালদা দক্ষিণ- ৩৩.০৯%



  • May 07, 2024 12:18 IST
    একই বুথে ভোটদান আবু হাসেন-মৌসম-ইশার

    মালদার কোতুয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন রাজ্যসভায় তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূর। 'দক্ষিণ মালদা কেন্দ্রে গনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে', মন্তব্য মৌসমের। এদিন একই সঙ্গে ওই একই বুথে ভোট দিলেন গত চারবারের এক টানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তাঁর ছেলে তথা বাম কংগ্রেসের এবারের প্রার্থী ঈশা খান চৌধুরী।

    ছবি: মধুমিতা দে।

    ছবি: মধুমিতা দে।

    ছবি: মধুমিতা দে।



  • May 07, 2024 12:06 IST
    ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

    পুরাতন মালদা ব্লকের ব্লকের ১৬-র ১৮ নম্বর বুথে সেন্ট্রাল ফোর্স এবং প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির। প্রার্থীর অভিযোগ, দু'দিন আগেই প্রচার শেষ হয়ে গেলেও বিজেপি প্রার্থীর ফ্ল্যাগ, ফেস্টুন লাগানো টোটো করে ভোটারদেরকে ভোটগ্রহণ গ্রহণ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ প্রার্থীর। বিএসএফের ডিজিকে ফোনে অভিযোগ প্রার্থীর।



  • May 07, 2024 12:03 IST
    TMC কর্মীদের 'মারধর'

    বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের রতুয়া ১ নম্বর ব্লকের হলদিবাড়ি এবং চাঁদ মনি বুথে। এই দুটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দেয় শাসকদল, এমনই অভিযোগ।



  • May 07, 2024 11:58 IST
    চলছে ভোট, কলাবাগানে CPM এজেন্ট

    ভোটের মুর্শিদাবাদের দিকে দিকে অশান্তি-গন্ডগোল। রানিনগরের ৩৪ নং বুথে সিপিএমের এক এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রাণভয়ে পালিয়ে কলাবাগানে লুকিয়ে ছিলেন ওই যুবক। পরে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম গিয়ে তাঁকে উদ্ধার করে ফের বুথে নিয়ে আসেন।



  • May 07, 2024 11:23 IST
    সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৮৫%

    রাজ্যের চার কেন্দ্রের লোকসভা নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ১৫.৮৫%ভোট পড়েছে।

    মুর্শিদাবাদ- ১৪.৮৭%

    জঙ্গিপুর- ১৬.৯৫%

    মালদা উত্তর- ১৫.৩৩%

    মালদা দক্ষিণ- ১৬.০৩%



  • May 07, 2024 11:21 IST
    তৃতীয় দফার ভোটে শ'য়ে-শ'য়ে অভিযোগ

    তৃতীয় দফার লোকসভা ভোটেও অশান্তি এড়ানো গেল না। মঙ্গলবার ভোট শুরুর পর থেকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে ভুড়ি-ভুড়ি অভিযোগ জমা পড়েছে। কমিশনের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগের সমাধানও করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযোগ এখনও পর্যন্ত করেছে সিপিএম। লাল দলের তরফে এখনও পর্যন্ত ৭৩টি অভিযোগ জমা কমিশনে। কংগ্রেস ১২টি অভিযোগ করেছে। অন্যদিকে বিজেপি ২টি ও রাজ্যের শাসকদলের তরফে কমিশনে এখনও পর্যন্ত ২টি অভিযোগ করা হয়েছে।



  • May 07, 2024 11:17 IST
    সেলিম শুনলেন 'গো ব্যাক স্লোগান'

    দফায় দফায় উত্তেজনা মুর্শিদাবাদের ভোটে। লোচনপুরের একটি বুথে গিয়েছিলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এলাকার তৃণমূলকর্মীরা তাঁকে দেখেই তোলেন গো ব্যাক স্লোগান। পুলিশের সামনেই প্রবল উত্তজেনা তৈরি হয়।



  • May 07, 2024 11:15 IST
    সেলিম শুনলেন 'গো ব্যাক স্লোগান'

    দফায় দফায় উত্তেজনা মুর্শিদাবাদের ভোটে। লোচনপুরের একটি বুথে গিয়েছিলেন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। এলাকার তৃণমূলকর্মীরা তাঁকে দেখেই তোলেন গো ব্যাক স্লোগান। পুলিশের সামনেই প্রবল উত্তজেনা তৈরি হয়।



  • May 07, 2024 11:11 IST
    পুলিশকর্মীকে ধমক BJP প্রার্থীর

    নির্বাচন চলাকালীন চূড়ান্ত উত্তেজনা মালদার ইংরেজবাজারে। ঝলঝলিয়া শিশু নিকেতনের ৯১ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধেই। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এক পুলিশকর্মীকে ধমক দিতেও দেখা গেল তাঁকে।



  • May 07, 2024 10:02 IST
    ভুয়ো এজেন্ট' ধরলেন সেলিম

    এবার ভুয়ো এজেন্ট ধরলেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। গোপীনাথপুরের একটি বুথের ঘটনা। ওই বুথে সিপিএমের এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছোন সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তারপর ওই বুথ থেকেই ভুয়ো এজেন্ট ধরেন সেলিম। এরপর ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।



  • May 07, 2024 09:26 IST
    BJP প্রার্থীর সঙ্গে হাতাহাতি TMC নেতার

    লোকসভা কেন্দ্রের নীলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ নম্বর বুথে উত্তেজনা। রঘুনাথগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের সঙ্গে BJP প্রার্থী ধনঞ্জয় ঘোষের হাতাহাতি হয়। তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানান বিজেপি প্রার্থী। অন্যদিকে তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে ঢুকে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন।



  • May 07, 2024 09:25 IST
    ভোটারদের মারধর-হুমকি

    ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের রানিনগরে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ শঙ্কিত ভোটারদের। এই অভিযোগ পেয়েই এলাকায় গিয়ে পৌঁছোন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।



  • May 07, 2024 09:19 IST
    BJP প্রার্থীর সঙ্গে হাতাহাতি TMC নেতার

    জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নীলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ নম্বর বুথে উত্তেজনা। রঘুনাথগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের সঙ্গে BJP প্রার্থী ধনঞ্জয় ঘোষের হাতাহাতি হয়। তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানান বিজেপি প্রার্থী। অন্যদিকে তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে ঢুকে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন।



  • May 07, 2024 09:19 IST
    BJP প্রার্থীর সঙ্গে হাতাহাতি TMC নেতার

    লোকসভা কেন্দ্রের নীলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ নম্বর বুথে উত্তেজনা। রঘুনাথগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষের সঙ্গে BJP প্রার্থী ধনঞ্জয় ঘোষের হাতাহাতি হয়। তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবি জানান বিজেপি প্রার্থী। অন্যদিকে তৃণমূল নেতার অভিযোগ, বিজেপি প্রার্থী বুথে ঢুকে ভোট প্রভাবিত করার চেষ্টা করছিলেন।



  • May 07, 2024 08:55 IST
    বোমাবাজি হরিহরপাড়ায়

    মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমাবাজি। ধরমপুর অঞ্চল কংগ্রেস সভাপতি মেকাইল হোসেনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের।



  • May 07, 2024 08:42 IST
    আজ সেলিমের 'অগ্নিপরীক্ষা'!

    তৃতীয় দফার লোকসভা নির্বাচনে আজ ভাগ্য নির্ধারণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। মুর্শিদাবাদ কেন্দ্রে এবার কংগ্রেসের সমর্থন নিয়ে লড়ছেন সেলিম। তাঁর প্রতিপক্ষ প্রার্থী বিদায়ী সাংসদ তৃণমূলের আবু তাহের খান। বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন গৌরীশঙ্কর ঘোষ।



  • May 07, 2024 08:41 IST
    এজেন্ট নিয়ে বুথে সেলিম

    CPM-এর এক এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মোস্তাকিম শেখ নামে ওই সিপিএম কর্মী আরও মারধরের ভয়ে বুথের পাশে কলাবাগানে গিয়ে আশ্রয় নেন। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। পরে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে নিয়ে ফের বুথে ঢোকেন সেলিম।



  • May 07, 2024 07:26 IST
    CPM-এর এজেন্টকে বেধড়ক 'মার'

    মুর্শিদাবাদের গুধিয়ায় CPM-এর এক এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে এক CPM কর্মীকেও মারধর ও তাঁর বাইক ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। বুথ থেকে মাত্র ১০০ মিটার দূরে এই ঘটনা ঘটলেও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখা মেলেনি বলেই দাবি। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ সিপিএমের। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের।



  • May 07, 2024 07:21 IST
    এজেন্টদের ভয় দেখাচ্ছে দুষ্কৃতীরা: সেলিম

    তৃতীয় দফার লোকসভা ভোট শুরু। সকাল-সকাল হুমকির অভিযোগ মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিমের। তিনি বলেন, "তেঁতুলিয়া, ডোমকল, লোচনপুরে পোলিং এজেন্টজের বুথে ঢুকতে বাধা, হুমকির মুখে পড়তে হয়েছে। আমরা পুলিশে জানিয়েছি। QRT টিমকেও জানিয়েছি। এলাকারই কিছু দুষ্কৃতী রিভলবার দেখিয়ে পোলিং এজেন্টদের ভয় দেখানোর চেষ্টা করছিল। ২-৩টি জায়গা থেকে এমন অভিযোগ এসেছে।"



  • May 07, 2024 06:41 IST
    ভোট শুরুর আগেই 'বোমাবাজি'-'গুলি'

    মুর্শিদাবাদের ডোমকলে ভোট শুরুর আগেই চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকার বেশ কিছু কংগ্রেস সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ। এমনকী ভয় দেখাতে গুলি চালানো হয়ে বলেও অভিযোগ মিলেছে। তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।



West Bengal Lok Sabha Phase 3 Polling Lok Sabha Election 2024 Phase 3 loksabha election 2024
Advertisment