Lok Sabha Polls 2024 Phase 5 Live Updates: অন্যান্য দফার মতোই পঞ্চম দফার ভোটের শেষে সব রাজ্যকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। বিকেল ৫ টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে ৭৬.৯০ % , বনগাঁ ৭৫.৭৩ %, ব্যারাকপুর - ৬৮.৮৪ %, হুগলি - ৭৪.১৭ % , হাওড়া ৬৮.৮৪ %, শ্রীরামপুর - ৭১.১৮ %, উলুবেড়িয়ায় ৭৪.৫০ % ভোট পড়েছে। অন্যদিকে বিহারে ৫২.৩৫শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫৪.২১ শতাংশ, ঝাড়খণ্ডে ৬১.৯০ শতাংশ, লাদাখে ৬৭.১৫ শতাংশ, মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ, ওড়িশায় ৬০.৫৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৫.৮০ শতাংশ ভোট পড়েছে।
বিক্ষিপ্ত হিংসা আর অশান্তির মাঝেই শেষ হল পঞ্চম দফার ভোট। দেশের ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে আজ ছিল লোকসভা নির্বাচন। আজ এরাজ্যেরও ৭টি কেন্দ্রে বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, উলুবেড়িয়া ও আরামবাগে ছিল ভোট। সকাল থেকে মানুষের মধ্যে ভোট ঘিরে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে। রাজ্যের প্রায় প্রতিটি বুথে সকাল থেকেই ছিল মানুষের দীর্ঘ লাইন।
দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ শেষে ৩৮০টি আসনে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। আজ পঞ্চম দফার শেষে মোট ৪২৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বাকি দুই দফায় ১১৪টি আসনে ভোট হবে।
-
May 20, 2024 17:57 ISTরাজ্যে কোথায় কত ভোট?
বিকেল ৫ টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে ৭৬.৯০ % , বনগাঁ ৭৫.৭৩ %, ব্যারাকপুর - ৬৮.৮৪ %, হুগলি - ৭৪.১৭ % , হাওড়া ৬৮.৮৪ %, শ্রীরামপুর - ৭১.১৮ %, উলুবেড়িয়া - ৭৪.৫০ % ৷
-
May 20, 2024 17:49 ISTপঞ্চম দফাতেই ভোটদানে এগিয়ে বাংলা
বিকেল ৫টা পর্যন্ত ৫৬ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৩% এবং মহারাষ্ট্রে সবচেয়ে কম ৪৮.৬৬% ভোট পড়েছে
-
May 20, 2024 17:37 ISTভোট দিতে দুবাই থেকে মুম্বই এলেন ভাইযান
অভিনেতা সলমন খান ভোট দিতে দুবাই থেকে মুম্বই এসে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
#WATCH | Actor Salman Khan arrives at a polling centre in Mumbai to cast his vote for the fifth phase of #LokSabhaElection2024 pic.twitter.com/rZWXpEFMMO
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 17:30 ISTঝাড়গ্রামের সভা থেকে মমতাকে হুঙ্কার ছুঁড়লেন মোদী
ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে হুঙ্কার ছুঁড়লেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,"টিএমসি বাংলাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে... শিল্প থেকে শুরু করে পরিকাঠামো, টিএমসি বাংলার সবকিছু ধ্বংস করছে। আপনার একটি ভোটই পারে তৃণমূলের অপকর্মের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিতে"।
-
May 20, 2024 16:41 ISTবিকাল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ % ভোট
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল তিনটে পর্যন্ত গড় ভোটের হার ৪৭.৫৩ শতাংশ
-
May 20, 2024 16:30 ISTরাজ্যে তিনটে পর্যন্ত ভোটের পরিসংখ্যান
দুপুর ৩টে পর্যন্ত বনগাঁয় ৬১.৮৩ শতাংশ, হুগলিতে ৬৫.০১ শতাংশ, ব্যারাকপুরে ৫৫.৩৪ শতাংশ, হাওড়ায় ৫৮.৮১ শতাংশ, উলুবেড়িয়ায় ৬৬.৪৫ শতাংশ এবং শ্রীরামপুরে ৬৩.০৫ শতাংশ ভোট পড়েছে।
-
May 20, 2024 16:26 ISTভোট দিলেন শাহরুখ খান-রণবীর কাপুর
পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কিং খান। এই সময়, অভিনেতা নীল টি-শার্ট এবং ডেনিম জিন্স পরা অবস্থায় ক্যামেরার সামনে নিজেকে ধরা দিলেন।
-
May 20, 2024 16:19 ISTবিকেল তিনটে পর্যন্ত ভোটের হার এক নজরে
বিহার – ৪৫.৩৩ শতাংশ
জম্মু ও কাশ্মীর – ৪৪.৯০ শতাংশ
ঝাড়খণ্ড – ৫৩.৯০ শতাংশ
লাদাখ – ৬১.২৬ শতাংশ
মহারাষ্ট্র – ৩৮.৩৩শতাংশ
ওড়িশা – ৪৮.৯৫ শতাংশ
উত্তরপ্রদেশ – ৪৭.৫৫ শতাংশ
পশ্চিমবঙ্গ – ৬২.৭২ শতাংশ
-
May 20, 2024 16:15 ISTধনেখালিতে অসীমা পাত্রকে চোর বলে কটাক্ষ লকেটের, পাল্টা গুণ্ডাগিরি অভিযোগ তৃণমূলের
ভোটের মাঝেই উত্তপ্ত হুগলির ধনেখালি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল নেত্রী অসীমা পাত্র। লকেটের বিরুদ্ধে আনলেন 'গুণ্ডাগিরির' অভিযোগ
-
May 20, 2024 16:11 ISTচন্দননগরে লকেটকে ঘিরে ফের বিক্ষোভ
ধনেখালির পর এবার চন্দননগর, হুগলিতে দফায় দফায় লকেটকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়
-
May 20, 2024 16:08 ISTধনেখালিতে অসীমা পাত্রকে চোর বলে কটাক্ষ লকেটের, পাল্টা গুণ্ডাগিরি অভিযোগ তৃণমূলের
ভোটের মাঝেই উত্তপ্ত হুগলির ধনেখালি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল নেত্রী অসীমা পাত্র। লকেটের বিরুদ্ধে আনলেন 'গুণ্ডাগিরির' অভিযোগ
-
May 20, 2024 16:06 ISTবিকাল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ % ভোট
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল তিনটে পর্যন্ত গড় ভোটের হার ৪৭.৫৩ শতাংশ
-
May 20, 2024 16:04 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 16:04 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 16:04 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 16:03 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 16:02 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 16:02 ISTবচসায় জড়ালেন অর্জুন সিং
ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।
-
May 20, 2024 15:52 ISTরায়বেরেলিতে কংগ্রেসকে হুমকির অভিযোগ, কমিশনে অভিযোগ দায়ের রাহুল গান্ধীর
বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে হুমকি অভিযোগ পেয়েই আসরে নামেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। রায়বেরেলির একটি ভোটকেন্দ্রে হুমকির ঘটনার পরই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা।
-
May 20, 2024 15:49 ISTবনগাঁর গয়েশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী
বনগাঁর গয়েশপুরে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ।
-
May 20, 2024 15:37 ISTউলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বচসা, হুগলিতে তৃণমূল প্রার্থীকে দেখেই 'জয় শ্রী রাম স্লোগান'
উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি তৃণমূল সমর্থকদের। পুলিশের সামনেই তৃণমূল কর্মীকে তাকে লাঞ্ছনা করেন বলে অভিযোগ। অভিযোগ, বুথ থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ জানাতে গেলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। হাতাহাতি বেধে যায় প্রার্থীর সঙ্গে। এদিকে হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
-
May 20, 2024 14:38 ISTভোট বন্ধ বেলুড়ে
হিসেবে গরমিল হচ্ছে EVM-এ। এমন অভিযোগ তুললেন খোদ তৃণমূলের এজেন্টের। যার জেরে প্রায় এক ঘন্টা বন্ধ থাকল ভোট। বেলুড়ে সোহনলাল গার্লস স্কুলের ১৫০নম্বর বুথের এই ঘটনার পরই তৎপর হয় কমিশন। সাফ জানানো হয় কোনভাবেই ভোট বন্ধ রাখা যাবে না। এরপর ফের শুরু হয় ভোটগ্রহণ।
-
May 20, 2024 14:19 ISTঅনশনে মমতাবালা ঠাকুরের মেয়ে
ঘরছাড়া করায় অনশনে মমতাবালা ঠাকুরের কন্যা।
-
May 20, 2024 14:19 ISTঅনশনে মমতাবালা ঠাকুরের মেয়ে
ঘরছাড়া করায় অনশনে মমতাবালা ঠাকুরের কন্যা।
-
May 20, 2024 14:17 ISTবুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের
হুগলি লোকসভা কেন্দ্রের বৈঁচিগ্রামমের একটি বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
-
May 20, 2024 14:17 ISTবুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের
হুগলি লোকসভা কেন্দ্রের বৈঁচিগ্রামমের একটি বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
-
May 20, 2024 14:11 ISTরাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-৪৮.৪১ শতাংশ
আরামবাগে ভোট পড়েছে ৫৫.৩৭ শতাংশ
বনগাঁয় ভোট পড়েছে ৪৪.১৫ শতাংশ
ব্যারাকপুরে ভোট পড়েছে ৪২.৪৭ শতাংশ
হুগলিতে ভোট পড়েছে ৫০.৫০ শতাংশ
হাওড়ায় ভোট পড়েছে ৪৪.৪৭ শতাংশ
শ্রীরামপুরে ভোট পড়েছে - ৪৭.৭৫ শতাংশ
উলুবেড়িয়ায় ভোটের হার ৫২.৭৯ শতাংশ ৷
সাতটি কেন্দ্রের মধ্যে ভোটদানে এগিয়ে রয়েছে আরামবাগ ৷
-
May 20, 2024 14:04 ISTহাজারের বেশি অভিযোগ কমিশনে
বাংলার সাত লোকসভা কেন্দ্র মিলিয়ে দুপুর ১টা পর্যন্ত কমিশনের কাছে ১৩৯৯টি অভিযোগ জমা পড়েছে। সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম।
-
May 20, 2024 13:52 ISTদুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৭৩ শতাংশ
দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৩৬ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে।
বিহার - ৩৪.৬২ শতাংশ
জম্মু ও কাশ্মীর - ৩৪.৭৯ শতাংশ
ঝাড়খণ্ড - ৪১.৮৯ শতাংশ
লাদাখ - ৫২.০২ শতাংশ
মহারাষ্ট্র - ২৭.৭৮ শতাংশ
ওড়িশা - ৩৫.৩১ শতাংশ
উত্তরপ্রদেশ - ৩৯.৫৫ শতাংশ
পশ্চিমবঙ্গ - ৪৮.৪১ শতাংশ
-
May 20, 2024 13:49 ISTকৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর
পঞ্চম দফার ভোটে সকাল থেকে হিংসার ছবি সামনে এসেছে। এবার ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর করা হয়। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান তোলেন।
-
May 20, 2024 13:33 ISTভোট দিলেন হৃতিক রোশন
-
May 20, 2024 13:30 ISTমুষ্টিমেয় দুর্নীতিবাজ...' বিজেডিকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর
ওড়িশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'ওড়িশার খারাপ পরিস্থিতির জন্য দায়ী এই BJD সরকার। বিজেডির ক্ষুদ্র কর্মীরাও এখন কোটিপতি হয়ে গেছে।
-
May 20, 2024 13:28 ISTহাওড়ায় সংঘর্ষ
পঞ্চম দফার ভোটের সময় হাওড়ার উলুবেড়িয়া এবং সালকিয়াতেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গোলমালে উলুবেড়িয়ায় স্থানীয় বিজেপি নেতার ভাগ্নে আক্রান্ত হয়েছে, সালকিয়ায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করা হয় বলেই অভিযোগ।
-
May 20, 2024 13:23 ISTভোট দিলেন নওশাদ সিদ্দিকী
ফুরফুরায় নিজের কেন্দ্রে ভোট দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।
-
May 20, 2024 13:18 ISTভোট দিলেন ক্রিকেটের ইশ্বর
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন টেন্ডুলকার এবং তাঁর ছেলে অর্জুন টেন্ডুলকার মুম্বইয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।
#WATCH | Former Indian Cricketer Sachin Tendulkar and his son cricketer Arjun Tendulkar cast their votes at a polling station in Mumbai.#LokSabhaElections2024 pic.twitter.com/fTuJrKqFqj
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 13:16 ISTভোট দিলেন অভিনেতা অনুপম খের
মুম্বইয়ে ভোট দিয়েছেন অভিনেতা অনুপম খের। ভোট দেওয়ার পর তিনি বলেন, 'আজ গণতন্ত্রের মহান উৎসব। আমাদের সবার উচিত ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য আমাদের সরকারকে নির্বাচিত করা'।
#WATCH | Mumbai: After casting his vote, actor Anupam Kher says, "Today is the festival of democracy and we should come out and vote to elect our government for the next 5 years..."#LokSabhaElections2024 pic.twitter.com/kx9c2bBpMT
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 13:14 ISTরায়বেরেলিতে ভোট কেন্দ্রে পৌঁছেছেন রাহুল গান্ধী
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার সময় সোমবার রায়বেরেলি পৌঁছেছেন রাহুল গান্ধী। রায়বেরেলিতে পৌঁছে প্রথমে পিপলেশ্বর হনুমান মন্দিরে প্রার্থনা করেন। এর পরে তিনি রায়বেরেলির একটি ভোটকেন্দ্রে পৌঁছে যান এবং খবর নেন। আমরা আপনাকে বলি যে রাহুল দিল্লির ভোটার হলেও তিনি রায়বেরেলি আসন থেকে কংগ্রেস প্রার্থী। এই আসনে তিনি বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
#WATCH | Uttar Pradesh: Congress MP and candidate from Raebareli, Rahul Gandhi offers prayers at the Pipaleshwar Hanuman Mandir in Raebareli pic.twitter.com/iU5iqtCFUo
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 13:08 ISTমুম্বইয়ে ভোট দিলেন দীপিকা-রণবীর
মুম্বইয়ে ভোট দিলেন দীপিকা-রণবীর।
#WATCH | Maharashtra: Actor Ranveer Singh arrives at a polling station in Mumbai to cast his vote for the fifth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/E0NXhLwBhI
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 13:02 ISTধনেখালিতে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে লকেট
হগলি লোকসভা কেন্দ্রের ধনেখালিতে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে 'চোর চোর, গো ব্যাক স্লোগান' উঠে। এদিকে এর প্রতিক্রিয়ায় লকেট বলেন,আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ তৃণমূলের লোকেদের।
-
May 20, 2024 12:55 ISTবনগাঁ লোকসভা আসনে ভোটারদের লম্বা লাইন
এক্সপ্রেস ফটো-শশী ঘোষ
-
May 20, 2024 12:53 ISTবারামুল্লা আসনে ভোটের লম্বা লাইন
-
May 20, 2024 12:50 ISTজাভেদ আখতার ও প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ভোট দিয়েছেন
লোকসভা নির্বাচনের ৫ম পর্বের ভোটগ্রহণ চলছে। এদিকে, গীতিকার জাভেদ আখতার এবং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি তাদের ভোট দিয়েছেন।
-
May 20, 2024 12:48 ISTঠাকুরনগরে ভোটারদের বিরাট লাইন
পঞ্চম দফার ভোটে ঠাকুরনগরের একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল মানুষ।
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
May 20, 2024 12:47 ISTরাজ্যের কোন আসনে কত ভোট?
সকাল ১১ টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুসারে
বনগাঁ: ৩১.৮১%
ব্যারাকপুর: ২৯.৯৯%
হাওড়া: ৩০.৮৯%
উলুবেড়িয়া: ৩৩.৯৮%
শ্রীরামপুর: ৩১.৭৪%
হুগলি: ৩৩.৭৮%
আরামবাগ: ৩৬.২১%
-
May 20, 2024 12:43 ISTভোট দিয়েছেন অভিনেতা অনিল কাপুর
ভোট দেওয়ার পর অভিনেতা অনিল কাপুর বলেন, 'আমি ভোট দিয়েছি। ভারতের সকল নাগরিকের ভোট দেওয়া উচিত'।
-
May 20, 2024 12:36 ISTভোট না দিলে আপনার অধিকার নেই: মনোজ বাজপেয়ী
গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে সকলকে দেশকে শক্তিশালী করতে ভোটদানের অধিকারের কথা মনে করিয়ে দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি বলেন, প্রত্যেকের ভোট দেওয়া উচিত। যদি আপনি ভোট না দেন, তাহলে আপনার কোনও অভিযোগ করারও কোন অধিকার নেই।
#WATCH | Mumbai: After casting his vote, actor Manoj Bajpayee says, "This is the biggest festival and everyone should vote as you will get this opportunity after 5 years. If you haven't voted then you have no right to complain..."#LokSabhaElections2024 pic.twitter.com/ECZH5TeBU8
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 12:32 ISTঠাকুরনগরে ভোটারদের বিরাট লাইন
পঞ্চম দফার ভোটে ঠাকুরনগরের একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল মানুষ।
এক্সপ্রেস ফটো- শশী ঘোষ
-
May 20, 2024 12:18 ISTলকেটের মারাত্মক অভিযোগ, উত্তাল হুগলি
পরিচয়পত্র ছাড়াই ভোটকেন্দ্রের বসে নিজেকে তৃণমূলের এজেন্ট বলে দাবি, লকেটের অভিযোগ ঘিরে উত্তাল হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এবং টিএমসি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর সামনে এসেছে ।
#WATCH पश्चिम बंगाल: हुगली लोकसभा क्षेत्र से भाजपा उम्मीदवार लॉकेट चटर्जी और TMC कार्यकर्ताओं के बीच कथित रूप से झड़प हुई।#LokSabhaElections2024 pic.twitter.com/x07WRYDcUG
— ANI_HindiNews (@AHindinews) May 20, 2024 -
May 20, 2024 12:11 ISTবদলের সুর মায়াবতীর গলায়
বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেন, 'আমি মনে করি এবার অবশ্যই কেন্দ্রে শাসক দলের পরিবর্তন হবে'।
#WATCH | On being asked if there will be a change in this election, former Uttar Pradesh CM and BSP chief Mayawati says "I am hopeful that there will be a change (in power) this time. I can sense that the public is silent and they are seeing all of this..."… pic.twitter.com/W9vOoPCG9s
— ANI (@ANI) May 20, 2024 -
May 20, 2024 12:09 ISTরাহুলের প্রার্থনা
রায়বেরেলির পিপালেশ্বর হনুমান মন্দিরে প্রার্থনা করলেন কংগ্রেস সাংসদ ও রায়বেরেলির প্রার্থী রাহুল গান্ধী। রায়বেরেলি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী।
#WATCH | Uttar Pradesh: Congress MP and candidate from Raebareli, Rahul Gandhi offers prayers at the Pipaleshwar Hanuman Mandir in Raebareli pic.twitter.com/iU5iqtCFUo
— ANI (@ANI) May 20, 2024