Advertisment

Lok Sabha Election 2024 Phase 5 Highlights: পঞ্চম দফাতেও বিরাট টেক্কা, 'ফার্স্টবয়' বাংলা, সাত কেন্দ্রে ভোটের হার চমকে দেবে

Lok Sabha Elections 2024 Live Updates: পঞ্চম দফার ভোটে আজ লড়াইয়ে একাধিক হেভিওয়েট প্রার্থী। এরাজ্যের ৭ কেন্দ্রে আজ নির্বাচন। নজরে অর্জুন সিং, পার্থ ভৌমিক, দীপ্সিতা ধর, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রচনা ব্যানার্জি, লকেট চ্যাটার্জি, প্রসূন বন্দ্যোপাধ্যয়ের মতো প্রার্থীরা। উল্টোদিকে, জাতীস্তরে আজ ভাগ্য নির্ধারণ রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, পীযূষ গোয়েলদের মতো প্রার্থীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 thakurnagar matua community on caa, লোকসভা নির্বাচন ২০২৪ সিএএ মতুয়া ঠাকুরনগর

Lok Sabha Election 2024 Phase 5: ভোটের হারের নিরিখে সব রাজ্যকে টেক্কা, পঞ্চম দফায় ফের শীর্ষে বাংলা

Lok Sabha Polls 2024 Phase 5 Live Updates: অন্যান্য দফার মতোই পঞ্চম দফার ভোটের শেষে সব রাজ্যকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলা। বিকেল ৫ টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে ৭৬.৯০ % , বনগাঁ ৭৫.৭৩ %, ব্যারাকপুর - ৬৮.৮৪ %, হুগলি - ৭৪.১৭ % , হাওড়া ৬৮.৮৪ %, শ্রীরামপুর - ৭১.১৮ %, উলুবেড়িয়ায় ৭৪.৫০ % ভোট পড়েছে। অন্যদিকে বিহারে ৫২.৩৫শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৫৪.২১ শতাংশ, ঝাড়খণ্ডে ৬১.৯০ শতাংশ, লাদাখে ৬৭.১৫ শতাংশ, মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ, ওড়িশায় ৬০.৫৫ শতাংশ, উত্তরপ্রদেশে ৫৫.৮০ শতাংশ ভোট পড়েছে।

Advertisment

বিক্ষিপ্ত হিংসা আর অশান্তির মাঝেই শেষ হল পঞ্চম দফার ভোট। দেশের ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে আজ ছিল লোকসভা নির্বাচন। আজ এরাজ্যেরও ৭টি কেন্দ্রে বনগাঁ, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, উলুবেড়িয়া ও আরামবাগে ছিল ভোট। সকাল থেকে মানুষের মধ্যে ভোট ঘিরে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ে। রাজ্যের প্রায় প্রতিটি বুথে সকাল থেকেই ছিল মানুষের দীর্ঘ লাইন।

দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ শেষে ৩৮০টি আসনে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। আজ পঞ্চম দফার শেষে মোট ৪২৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বাকি দুই দফায় ১১৪টি আসনে ভোট হবে।

  • May 20, 2024 17:57 IST
    রাজ্যে কোথায় কত ভোট?

    বিকেল ৫ টা পর্যন্ত সাত কেন্দ্রে মোট ভোট পড়েছে ৭৩ শতাংশ ৷ যার মধ্যে আরামবাগে ৭৬.৯০ % , বনগাঁ ৭৫.৭৩ %, ব্যারাকপুর - ৬৮.৮৪ %, হুগলি - ৭৪.১৭ % , হাওড়া ৬৮.৮৪ %, শ্রীরামপুর - ৭১.১৮ %, উলুবেড়িয়া - ৭৪.৫০ % ৷



  • May 20, 2024 17:49 IST
    পঞ্চম দফাতেই ভোটদানে এগিয়ে বাংলা

    বিকেল ৫টা পর্যন্ত ৫৬ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৩% এবং মহারাষ্ট্রে সবচেয়ে কম ৪৮.৬৬% ভোট পড়েছে



  • May 20, 2024 17:37 IST
    ভোট দিতে দুবাই থেকে মুম্বই এলেন ভাইযান

    অভিনেতা সলমন খান ভোট দিতে দুবাই থেকে মুম্বই এসে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।



  • May 20, 2024 17:30 IST
    ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে হুঙ্কার ছুঁড়লেন মোদী

    ঝাড়গ্রামের সভা থেকে মমতাকে হুঙ্কার ছুঁড়লেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,"টিএমসি বাংলাকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে... শিল্প থেকে শুরু করে পরিকাঠামো, টিএমসি বাংলার সবকিছু ধ্বংস করছে। আপনার একটি ভোটই পারে তৃণমূলের অপকর্মের বিরুদ্ধে শক্তিশালী জবাব দিতে"।



  • May 20, 2024 16:41 IST
    বিকাল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ % ভোট

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল তিনটে পর্যন্ত গড় ভোটের হার ৪৭.৫৩ শতাংশ



  • May 20, 2024 16:30 IST
    রাজ্যে তিনটে পর্যন্ত ভোটের পরিসংখ্যান

    দুপুর ৩টে পর্যন্ত বনগাঁয় ৬১.৮৩ শতাংশ, হুগলিতে ৬৫.০১ শতাংশ, ব্যারাকপুরে ৫৫.৩৪ শতাংশ, হাওড়ায় ৫৮.৮১ শতাংশ, উলুবেড়িয়ায় ৬৬.৪৫ শতাংশ এবং শ্রীরামপুরে ৬৩.০৫ শতাংশ ভোট পড়েছে।



  • May 20, 2024 16:26 IST
    ভোট দিলেন শাহরুখ খান-রণবীর কাপুর

    পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন কিং খান। এই সময়, অভিনেতা নীল টি-শার্ট এবং ডেনিম জিন্স পরা অবস্থায় ক্যামেরার সামনে নিজেকে ধরা দিলেন।



  • May 20, 2024 16:19 IST
    বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার এক নজরে

    বিহার – ৪৫.৩৩ শতাংশ

    জম্মু ও কাশ্মীর – ৪৪.৯০ শতাংশ

    ঝাড়খণ্ড – ৫৩.৯০ শতাংশ

    লাদাখ – ৬১.২৬ শতাংশ

    মহারাষ্ট্র – ৩৮.৩৩শতাংশ

    ওড়িশা – ৪৮.৯৫ শতাংশ

    উত্তরপ্রদেশ – ৪৭.৫৫ শতাংশ

    পশ্চিমবঙ্গ – ৬২.৭২ শতাংশ



  • May 20, 2024 16:15 IST
    ধনেখালিতে অসীমা পাত্রকে চোর বলে কটাক্ষ লকেটের, পাল্টা গুণ্ডাগিরি অভিযোগ তৃণমূলের

    ভোটের মাঝেই উত্তপ্ত হুগলির ধনেখালি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল নেত্রী অসীমা পাত্র। লকেটের বিরুদ্ধে আনলেন 'গুণ্ডাগিরির' অভিযোগ



  • May 20, 2024 16:11 IST
    চন্দননগরে লকেটকে ঘিরে ফের বিক্ষোভ

    ধনেখালির পর এবার চন্দননগর, হুগলিতে দফায় দফায় লকেটকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ১৭৮ ও ১৭৯ নম্বর বুথে যেতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়



  • May 20, 2024 16:08 IST
    ধনেখালিতে অসীমা পাত্রকে চোর বলে কটাক্ষ লকেটের, পাল্টা গুণ্ডাগিরি অভিযোগ তৃণমূলের

    ভোটের মাঝেই উত্তপ্ত হুগলির ধনেখালি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল নেত্রী অসীমা পাত্র। লকেটের বিরুদ্ধে আনলেন 'গুণ্ডাগিরির' অভিযোগ



  • May 20, 2024 16:06 IST
    বিকাল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ % ভোট

    নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল তিনটে পর্যন্ত গড় ভোটের হার ৪৭.৫৩ শতাংশ



  • May 20, 2024 16:04 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 16:04 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 16:04 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 16:03 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 16:02 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 16:02 IST
    বচসায় জড়ালেন অর্জুন সিং

    ভোটের মাঝেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। বচসায় জড়ালেন অর্জুন সিং।



  • May 20, 2024 15:52 IST
    রায়বেরেলিতে কংগ্রেসকে হুমকির অভিযোগ, কমিশনে অভিযোগ দায়ের রাহুল গান্ধীর

    বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে হুমকি অভিযোগ পেয়েই আসরে নামেন কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। রায়বেরেলির একটি ভোটকেন্দ্রে হুমকির ঘটনার পরই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা।



  • May 20, 2024 15:49 IST
    বনগাঁর গয়েশপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী

    বনগাঁর গয়েশপুরে বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ।



  • May 20, 2024 15:37 IST
    উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থীকে ঘিরে বচসা, হুগলিতে তৃণমূল প্রার্থীকে দেখেই 'জয় শ্রী রাম স্লোগান'

    উলুবেড়িয়ায় কংগ্রেস প্রার্থী আজহার মল্লিকের সঙ্গে হাতাহাতি তৃণমূল সমর্থকদের। পুলিশের সামনেই তৃণমূল কর্মীকে তাকে লাঞ্ছনা করেন বলে অভিযোগ। অভিযোগ, বুথ থেকে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ জানাতে গেলে তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। হাতাহাতি বেধে যায় প্রার্থীর সঙ্গে। এদিকে হুগলির গোঘাটে তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।



  • May 20, 2024 14:38 IST
    ভোট বন্ধ বেলুড়ে

    হিসেবে গরমিল হচ্ছে EVM-এ। এমন অভিযোগ তুললেন খোদ তৃণমূলের এজেন্টের। যার জেরে প্রায় এক ঘন্টা বন্ধ থাকল ভোট। বেলুড়ে সোহনলাল গার্লস স্কুলের ১৫০নম্বর বুথের এই ঘটনার পরই তৎপর হয় কমিশন। সাফ জানানো হয় কোনভাবেই ভোট বন্ধ রাখা যাবে না। এরপর ফের শুরু হয় ভোটগ্রহণ।



  • May 20, 2024 14:19 IST
    অনশনে মমতাবালা ঠাকুরের মেয়ে

    ঘরছাড়া করায় অনশনে মমতাবালা ঠাকুরের কন্যা।



  • May 20, 2024 14:19 IST
    অনশনে মমতাবালা ঠাকুরের মেয়ে

    ঘরছাড়া করায় অনশনে মমতাবালা ঠাকুরের কন্যা।



  • May 20, 2024 14:17 IST
    বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের

    হুগলি লোকসভা কেন্দ্রের বৈঁচিগ্রামমের একটি বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।



  • May 20, 2024 14:17 IST
    বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের

    হুগলি লোকসভা কেন্দ্রের বৈঁচিগ্রামমের একটি বুথে আলো না থাকায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।



  • May 20, 2024 14:11 IST
    রাজ্যে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার-৪৮.৪১ শতাংশ

    আরামবাগে ভোট পড়েছে ৫৫.৩৭ শতাংশ

    বনগাঁয় ভোট পড়েছে ৪৪.১৫ শতাংশ

    ব্যারাকপুরে ভোট পড়েছে ৪২.৪৭ শতাংশ

    হুগলিতে ভোট পড়েছে ৫০.৫০ শতাংশ

    হাওড়ায় ভোট পড়েছে ৪৪.৪৭ শতাংশ

    শ্রীরামপুরে ভোট পড়েছে - ৪৭.৭৫ শতাংশ

    উলুবেড়িয়ায় ভোটের হার ৫২.৭৯ শতাংশ ৷

    সাতটি কেন্দ্রের মধ্যে ভোটদানে এগিয়ে রয়েছে আরামবাগ ৷



  • May 20, 2024 14:04 IST
    হাজারের বেশি অভিযোগ কমিশনে

    বাংলার সাত লোকসভা কেন্দ্র মিলিয়ে দুপুর ১টা পর্যন্ত কমিশনের কাছে ১৩৯৯টি অভিযোগ জমা পড়েছে। সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম।



  • May 20, 2024 13:52 IST
    দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৭৩ শতাংশ

    দেশের ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৩৬ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে।

    বিহার - ৩৪.৬২ শতাংশ

    জম্মু ও কাশ্মীর - ৩৪.৭৯ শতাংশ

    ঝাড়খণ্ড - ৪১.৮৯ শতাংশ

    লাদাখ - ৫২.০২ শতাংশ

    মহারাষ্ট্র - ২৭.৭৮ শতাংশ

    ওড়িশা - ৩৫.৩১ শতাংশ

    উত্তরপ্রদেশ - ৩৯.৫৫ শতাংশ

    পশ্চিমবঙ্গ - ৪৮.৪১ শতাংশ



  • May 20, 2024 13:49 IST
    কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর

    পঞ্চম দফার ভোটে সকাল থেকে হিংসার ছবি সামনে এসেছে। এবার ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর করা হয়। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান তোলেন।



  • May 20, 2024 13:33 IST
    ভোট দিলেন হৃতিক রোশন



  • May 20, 2024 13:30 IST
    মুষ্টিমেয় দুর্নীতিবাজ...' বিজেডিকে নিশানা প্রধানমন্ত্রী মোদীর

    ওড়িশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'ওড়িশার খারাপ পরিস্থিতির জন্য দায়ী এই BJD সরকার। বিজেডির ক্ষুদ্র কর্মীরাও এখন কোটিপতি হয়ে গেছে।



  • May 20, 2024 13:28 IST
    হাওড়ায় সংঘর্ষ

    পঞ্চম দফার ভোটের সময় হাওড়ার উলুবেড়িয়া এবং সালকিয়াতেও সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। গোলমালে উলুবেড়িয়ায় স্থানীয় বিজেপি নেতার ভাগ্নে আক্রান্ত হয়েছে, সালকিয়ায় সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করা হয় বলেই অভিযোগ।



  • May 20, 2024 13:23 IST
    ভোট দিলেন নওশাদ সিদ্দিকী

    ফুরফুরায় নিজের কেন্দ্রে ভোট দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।



  • May 20, 2024 13:18 IST
    ভোট দিলেন ক্রিকেটের ইশ্বর

    প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচীন টেন্ডুলকার এবং তাঁর ছেলে অর্জুন টেন্ডুলকার মুম্বইয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।



  • May 20, 2024 13:16 IST
    ভোট দিলেন অভিনেতা অনুপম খের

    মুম্বইয়ে ভোট দিয়েছেন অভিনেতা অনুপম খের। ভোট দেওয়ার পর তিনি বলেন, 'আজ গণতন্ত্রের মহান উৎসব। আমাদের সবার উচিত ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য আমাদের সরকারকে নির্বাচিত করা'।



  • May 20, 2024 13:14 IST
    রায়বেরেলিতে ভোট কেন্দ্রে পৌঁছেছেন রাহুল গান্ধী

    লোকসভা নির্বাচনের পঞ্চম দফার সময় সোমবার রায়বেরেলি পৌঁছেছেন রাহুল গান্ধী। রায়বেরেলিতে পৌঁছে প্রথমে পিপলেশ্বর হনুমান মন্দিরে প্রার্থনা করেন। এর পরে তিনি রায়বেরেলির একটি ভোটকেন্দ্রে পৌঁছে যান এবং খবর নেন। আমরা আপনাকে বলি যে রাহুল দিল্লির ভোটার হলেও তিনি রায়বেরেলি আসন থেকে কংগ্রেস প্রার্থী। এই আসনে তিনি বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



  • May 20, 2024 13:08 IST
    মুম্বইয়ে ভোট দিলেন দীপিকা-রণবীর

    মুম্বইয়ে ভোট দিলেন দীপিকা-রণবীর।



  • May 20, 2024 13:02 IST
    ধনেখালিতে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে লকেট

    হগলি লোকসভা কেন্দ্রের ধনেখালিতে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীকে দেখে 'চোর চোর, গো ব্যাক স্লোগান' উঠে। এদিকে এর প্রতিক্রিয়ায় লকেট বলেন,আসল জায়গায় পা দিয়েছি, তাই রাগ তৃণমূলের লোকেদের।



  • May 20, 2024 12:55 IST
    বনগাঁ লোকসভা আসনে ভোটারদের লম্বা লাইন

    এক্সপ্রেস ফটো-শশী ঘোষ



  • May 20, 2024 12:53 IST
    বারামুল্লা আসনে ভোটের লম্বা লাইন



  • May 20, 2024 12:50 IST
    জাভেদ আখতার ও প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি ভোট দিয়েছেন

    লোকসভা নির্বাচনের ৫ম পর্বের ভোটগ্রহণ চলছে। এদিকে, গীতিকার জাভেদ আখতার এবং প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি তাদের ভোট দিয়েছেন।



  • May 20, 2024 12:48 IST
    ঠাকুরনগরে ভোটারদের বিরাট লাইন

    পঞ্চম দফার ভোটে ঠাকুরনগরের একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল মানুষ।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • May 20, 2024 12:47 IST
    রাজ্যের কোন আসনে কত ভোট?

    সকাল ১১ টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুসারে

    বনগাঁ: ৩১.৮১%

    ব্যারাকপুর: ২৯.৯৯%

    হাওড়া: ৩০.৮৯%

    উলুবেড়িয়া: ৩৩.৯৮%

    শ্রীরামপুর: ৩১.৭৪%

    হুগলি: ৩৩.৭৮%

    আরামবাগ: ৩৬.২১%



  • May 20, 2024 12:43 IST
    ভোট দিয়েছেন অভিনেতা অনিল কাপুর

    ভোট দেওয়ার পর অভিনেতা অনিল কাপুর বলেন, 'আমি ভোট দিয়েছি। ভারতের সকল নাগরিকের ভোট দেওয়া উচিত'।



  • May 20, 2024 12:36 IST
    ভোট না দিলে আপনার অধিকার নেই: মনোজ বাজপেয়ী

    গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে সকলকে দেশকে শক্তিশালী করতে ভোটদানের অধিকারের কথা মনে করিয়ে দিলেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তিনি বলেন, প্রত্যেকের ভোট দেওয়া উচিত। যদি আপনি ভোট না দেন, তাহলে আপনার কোনও অভিযোগ করারও কোন অধিকার নেই।



  • May 20, 2024 12:32 IST
    ঠাকুরনগরে ভোটারদের বিরাট লাইন

    পঞ্চম দফার ভোটে ঠাকুরনগরের একাধিক বুথে ভোটারদের দীর্ঘ লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল মানুষ।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • May 20, 2024 12:18 IST
    লকেটের মারাত্মক অভিযোগ, উত্তাল হুগলি

    পরিচয়পত্র ছাড়াই ভোটকেন্দ্রের বসে নিজেকে তৃণমূলের এজেন্ট বলে দাবি, লকেটের অভিযোগ ঘিরে উত্তাল হুগলি। হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এবং টিএমসি কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর সামনে এসেছে ।



  • May 20, 2024 12:11 IST
    বদলের সুর মায়াবতীর গলায়

    বিএসপি সুপ্রিমো মায়াবতী বলেন, 'আমি মনে করি এবার অবশ্যই কেন্দ্রে শাসক দলের পরিবর্তন হবে'।



  • May 20, 2024 12:09 IST
    রাহুলের প্রার্থনা

    রায়বেরেলির পিপালেশ্বর হনুমান মন্দিরে প্রার্থনা করলেন কংগ্রেস সাংসদ ও রায়বেরেলির প্রার্থী রাহুল গান্ধী। রায়বেরেলি আসন থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন রাহুল গান্ধী।



Rachana Banerjee West Bengal Arjun Singh Locket Chatterjee Dipsita Dhar loksabha election 2024 Lok Sabha elections, fifth phase polling phase 5
Advertisment