India General Elections 2024 Updates: দেশজুড়ে আজ শেষ হল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024 Phase 6 voting)। দেশের ৭ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮ কেন্দ্রে আজ ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিক্ষিপ্ত অশান্তি-সংঘর্ষের মধ্যেই বাংলার আটটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ভোটদানে সকল রাজ্যকে টেক্কা দিয়েছে বাংলা। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ রাজ্যের ৮টি কেন্দ্রে বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঘাটাল, তমলুক, কাঁথি, ঝাড়গ্রামে ইতিমধ্যেই শেষ হয়েছে ভোটপর্ব। নিরাপত্তায় মোতায়েন ৯১৯ কোম্পানি বাহিনী
শুরু থেকে শান্তিতে ভোট হলেও বেলা যত বাড়তে থাকে ততই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। গড়বেতা-কেশপুরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। আজ ভোটের লড়াইয়ে ছিলেন একাধিক হেভিওয়েট প্রার্থী। বাড়তি নজর ছিল অধিকারী গড় পূর্ব মেদিনীপুর। এই জেলায় আজ ভাগ্য নির্ধারণ হয় BJP-র অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay), সৌমেন্দু অধিকারীর। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াইয়ে দেবাংশু ভট্টাচার্য। বামেদের হয়ে এই কেন্দ্র থেকে লড়াইয়ে সায়ন বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, কাঁথি থেকে BJP-র টিকিটে লড়াইয়ে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী। নজরে বিষ্ণুপুর কেন্দ্রও। মুখোমুখি লড়াইয়ে প্রাক্তন স্বামী-স্ত্রী সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল। মেদিনীপুরে জুন-অগ্নিমিত্রার হাড্ডাহাড্ডি লড়াই। হাইভোল্টেজ কেন্দ্র ঘাটালে এবারেও তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছেন দেব। তারকা অভিনেতা লড়ছেন একদা তাঁরই সতীর্থ BJP-র হিরণের বিরুদ্ধে। কেশপুরে আজ ষষ্ঠ দফার বারে বারে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। রাস্তায় আগুন জ্বালিয়ে ও হাতে বাঁশ নিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধাযের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
-
May 25, 2024 17:50 ISTবিকেল ৫টা পর্যন্ত বাংলায় মোট ভোটের হার
বিকেল ৫টা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়েছে ৭৭.৯৯ শতাংশ ৷ এর মধ্যে বাঁকুড়ায় ৭৬.৭৯ শতাংশ বিষ্ণুপুরে ৮১.৪৭ শতাংশ, ঘাটালে ৭৮.৯২শতাংশ, ঝাড়গ্রামে ৭৯.৬৮শতাংশ, কাঁথিতে ৭৫৬৬ শতাংশ, মেদিনীপুরে ৭৭.৫৭শতাংশ, পুরুলিয়ায় ৭৪.০৯শতাংশ, তমলুকে ৭৯.৭৯ শতাংশ ভোট পড়েছে।
-
May 25, 2024 17:45 ISTবিকাল ৫টা পর্যন্ত গড় ভোটের হার ৫৭ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৫৭.৭০ শতাংশ। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৭৭.৯৯ শতাংশ ভোট পড়েছে, যেখানে জম্মু ও কাশ্মীরে সবচেয়ে কম ৫১৩৫ শতাংশ ভোট পড়েছে। দিল্লির ভোটের হার ৫৩.৭৩ শতাংশ, বিহারে ৫২.২৪ শতাংশ, ঝাড়খণ্ডে ৬১.৪১ শতাংশ, উত্তর প্রদেশে ৫২.০২ শতাংশ, ওড়িশায় ৫৯.৬০ শতাংশ এবং হরিয়ানায় ৫৫.৯৩ শতাংশ ভোট পড়েছে।
-
May 25, 2024 17:35 ISTঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার
প্রণত টুডুর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার। তিনি বলেন, 'বিজেপি নেতা-নেত্রীদের চরিত্র আজ ফের সামনে এসেছে'। পাশাপাশি মহিলা তৃণমূল সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপিকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা।
-
May 25, 2024 17:35 ISTঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার
টুডুর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার। তিনি বলেন, 'বিজেপি নেতা-নেত্রীদের চরিত্র আজ ফের সামনে এসেছে'। পাশাপাশি মহিলা তৃণমূল সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপিকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা।
-
May 25, 2024 17:03 ISTতৃণমূল নর্দমার কীট, নিষিদ্ধ করা উচিৎ ছিল কমিশনের: শুভেন্দু
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়ে ভোটের শেষবেলায় হুঙ্কার ছোঁড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, যে দল আদালতের রায় মানে না, বাংলাদেশ থেকে স্লোগান ধার নিয়ে চলে সেটা আবার কোন দল নাক? তৃণমূল একটা নোংরা, ছোটলোক। দিলীপ ঘোষের গলা নকল করে ছাড়ে। এই ধরণের একটা দলকে নিষিদ্ধ করা উচিৎ ছিল বলেই তোপ দাগের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
-
May 25, 2024 16:54 ISTঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার
প্রণত টুডুর বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদার। তিনি বলেন, 'বিজেপি নেতা-নেত্রীদের চরিত্র আজ ফের সামনে এসেছে'। পাশাপাশি মহিলা তৃণমূল সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপিকে সমূলে উৎখাতের ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক বীরবাহা হাঁসদা।
-
May 25, 2024 16:16 ISTধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, 'অ্যাকশন টেকেন' রিপোর্ট চাইল কমিশন
ভোটের 'ষষ্ঠীপুজো', ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ভাংচুর করা হল সংবাদ মাধ্যমের গাড়ি। ঘটনাস্থলে কিউআর টিম। ইটবৃষ্টির মুখে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী। আরও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিল কমিশন। পাশাপাশি চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট।
-
May 25, 2024 16:08 ISTধর্ণায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ময়নার বৃন্দাবনচক গ্রামে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা গৌতম গুরুকে নজরবন্দী করল পুলিশ। সেই খবর পেয়ে তার বাড়িতে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশের সাথে দীর্ঘ সময় কথা বলেন তিনি।
-
May 25, 2024 15:54 ISTতিনটে পর্যন্ত বাংলায় ভোটের হার ৭০ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে বিকেল ৩টে পর্যন্ত ভোটের গড় হার ৪৯.২০ শতাংশ। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ৭০.১৯ শতাংশ ভোট পড়েছে, যেখানে উত্তর প্রদেশে সর্বনিম্ন ৪৩.৯৫ শতাংশ ভোট পড়েছে৷ দিল্লির ভোটের হার ৪৪.৫৮ শতাংশ, বিহারে ৪৫.২১ শতাংশ ভোট পড়েছে, ঝাড়খণ্ডে ৫৪.৩৪ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৪১ শতাংশ, ওড়িশায় ৪৮.৪৪ শতাংশ এবং হরিয়ানায় ৪৬.২৬ শতাংশ ভোট পড়েছে।
-
May 25, 2024 14:46 ISTধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, 'অ্যাকশন টেকেন' রিপোর্ট চাইল কমিশন
ভোটের 'ষষ্ঠীপুজো', ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ভাংচুর করা হল সংবাদ মাধ্যমের গাড়ি। ঘটনাস্থলে কিউআর টিম। ইটবৃষ্টির মুখে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী। আরও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিল কমিশন। পাশাপাশি চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট।
-
May 25, 2024 14:45 ISTধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, 'অ্যাকশন টেকেন' রিপোর্ট চাইল কমিশন
ভোটের 'ষষ্ঠীপুজো', ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ভাংচুর করা হল সংবাদ মাধ্যমের গাড়ি। ঘটনাস্থলে কিউআর টিম। ইটবৃষ্টির মুখে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী। আরও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিল কমিশন। পাশাপাশি চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট
-
May 25, 2024 14:45 ISTধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন
ভোটের 'ষষ্ঠীপুজো', ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ভাংচুর করা হল সংবাদ মাধ্যমের গাড়ি। ঘটনাস্থলে কিউআর টিম। ইটবৃষ্টির মুখে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী। আরও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিল কমিশন। পাশাপাশি চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট
-
May 25, 2024 14:43 ISTধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়,ঝাড়গ্রামকে সন্দেশখালি বানানোর অভিযোগ
ভোটের 'ষষ্ঠীপুজো', ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থী প্রণত টুডুর গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে জখম হন তার নিরাপত্তা রক্ষী। ভাংচুর করা হল সংবাদ মাধ্যমের গাড়ি। ঘটনাস্থলে কিউআর টিম। ইটবৃষ্টির মুখে পালিয়ে বাঁচলেন বিজেপি প্রার্থী।
-
May 25, 2024 14:24 ISTহাড়গোড় ভাঙা'-র হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
'হাড়গোড় ভাঙা'-র হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, প্রাক্তন বিচারপতির গলায় এই ধরণের কথা শুনে রীতিমত চমকে উঠেছেন তৃণমূলের নেতারাও। পালটা সরব হয়েছে শাসকদলও। ভোটের সকালে বুথ পরিদর্শনে গিয়ে 'চাকরি চোর' স্লোগানের পাশাপাশি তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয়। প্রথমে শান্ত থাকলেও বিক্ষোভের মাঝে মেজাজ হারান তিনি। অভিজিৎ বাবু বলেন, ' বিক্ষোভ দেখালে ভাঙা হবে হাড়গোড়'। অভিজিৎ-র এমন হুঁশিয়ারি তাঁর ঔদ্ধত্যের পরিচয় বলেই সুর চড়িয়েছে তৃণমূল।
-
May 25, 2024 14:16 ISTবিজেপির এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ অগ্নিমিত্রার
মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী, অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন বিজেপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
#WATCH | Paschim Medinipur, West Bengal | BJP candidate from Medinipur Lok Sabha seat, Agnimitra Paul alleges that BJP polling agents are not being allowed inside polling booths in Keshiary as voting is underway in the parliamentary constituency
— ANI (@ANI) May 25, 2024
“Are you not seeing that our… pic.twitter.com/CREGf4awJa -
May 25, 2024 13:51 ISTনন্দীগ্রামে উত্তেজনা
নন্দীগ্রামের বাবুখানবাড় এলাকাকায় ভোটারদের রাস্তায় ধরে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ৭ জন। ২ জনের আঘাত গুরুতর। আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এলাকায় ব্যাপক উত্তেজন।
-
May 25, 2024 13:49 ISTদেখে নিন রাজ্যের কোন কেন্দ্রে কত ভোট?
দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৫৪.৮০ শতাংশ। এর মধ্যে বাঁকুড়ায় ৫৪.২১%, বিষ্ণুপুরে ৫৮.৬৪%, ঘাটালে ৫৭.৩১%, ঝাড়গ্রামে ৫৬.৯৫%, কাঁথিতে ৫১.৬৬%, মেদিনীপুরে ৫১.৫৭%, পুরুলিয়ায় ৫০.৩৪% এবং তমলুকে ৫৭.৬৪% ভোট পড়েছে।
-
May 25, 2024 13:47 ISTষষ্ঠ দফায় ৫৮টি আসনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১৩ শতাংশ
লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপে ৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৩৯ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছে। বিহারে ৩৬.৪৮%, হরিয়ানায় ৩৬.৪৮%, জম্মু-কাশ্মীরে ৩৫.২২ %, ঝাড়খণ্ডে ৪২.৫৪%, দিল্লিতে ৩৪.৩৭%, ওড়িশায় ৩৫.৬৯%, উত্তরপ্রদেশে ৩৭.২৩%, পশ্চিমবঙ্গে ৫৪.৮০% ভোট পড়েছে।
-
May 25, 2024 13:44 ISTমমতার বিরুদ্ধে পদক্ষেপ নিন প্রধান বিচারপতি
সম্প্রতি ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের নির্দেশ মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতার এই পদক্ষেপের বিরুদ্ধে প্রধানবিচারপতি এবং রাষ্ট্রপতির ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ জানান শুভেন্দু।
#WATCH | Leader of Opposition in West Bengal Assembly and BJP leader Suvendu Adhikari says, "I am demanding from the Chief Justice of the Supreme Court and the President that action should be taken against Mamata Banerjee. She is attacking the higher judiciary and saying that she… https://t.co/5aROZsYdS0 pic.twitter.com/7sF744do4w
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 13:38 ISTহিরণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
কেশপুরের উত্তপ্ত পরিস্থিতি। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। আজ তিনি এই বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আগুন জ্বলছে কেশপুরে। হিরণ নিজেই গোটা সন্ত্রাসের জন্য দায়ী। গতকাল সারারাত কেশপুরে ঘুরে টাকা বিলিয়েছে হিরণ।’
-
May 25, 2024 13:18 ISTভোটারদের নির্দিষ্ট জায়গায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে
খণ্ডঘোষ বিধানসভার ১৩৪ নম্বর বুথে গৈতানপুর শ্রী শ্রী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা । ভোটারদের নির্দিষ্ট জায়গায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে । খবর পেয়েই বুথে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী সহ অফিসাররা । সেখানেই মোতায়ন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী ব্যাপক মাত্রায়। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ওই বুথে ভোট করাচ্ছে।
-
May 25, 2024 13:02 ISTউত্তপ্ত ঘাটাল, হিরণকে ঘিরে বিক্ষোভ
ষষ্ঠ দফার ভোটের বারে বারে শিরোনামে ঘাটাল। বারে বারে এই কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। দেখুন ভিডিও
#WATCH | West Bengal: BJP candidate from Ghatal Lok Sabha seat, Hiran Chatterjee was stopped by a group of protestors in Ghatal, Paschim Medinipur. pic.twitter.com/eQwsuSpVxw
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 13:00 ISTরাঁচিতে পরিবারের সঙ্গে ভোট দিয়েছেন এম এস ধোনি
ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এমএস ধোনি। ষষ্ঠ দফায় ভোট দিতে রাঁচির একটি ভোটকেন্দ্রে পৌঁছেছেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত রয়েছেন পরিবারর অন্যান্য সদস্যরাও।
#WATCH | Jharkhand: Former Indian Captain MS Dhoni arrives at a polling station in Ranchi, to cast his vote for the sixth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/W5QQsIu90C
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 12:50 ISTভোটারদের নির্দিষ্ট জায়গায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে
খণ্ডঘোষ বিধানসভার ১৩৪ নম্বর বুথে গৈতানপুর শ্রী শ্রী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা । ভোটারদের নির্দিষ্ট জায়গায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে । খবর পেয়েই বুথে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী সহ অফিসাররা । সেখানেই মোতায়ন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী ব্যাপক মাত্রায়। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ওই বুথে ভোট করাচ্ছে।
-
May 25, 2024 12:46 ISTচোরেদের এনার্জি ভাইপো ব্যানার্জি', ভোট দিয়ে একী বললেন শুভেন্দু?
নন্দীগ্রামে নন্দনায়েকবাড় বুথে ভোট দিয়ে খোশমেজাজে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপরই তিনি অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে বলেন, চোরেদের এনার্জি, ভাইপো ব্যানার্জী'। দেখুন ভিডিও
-
May 25, 2024 12:42 ISTবিজেপির বিরুদ্ধে অবাধে ছাপ্পার অভিযোগ
নন্দীগ্রাম ১ নং ব্লকের সোনাচূড়া অঞ্চলের একটি বুথে অবাধে চলছে ছাপ্পা ভোট। এমনই অভিযোগে ঝড় তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় একটি ফুটেজও প্রকাশ করেছেন দেবাংশু।
-
May 25, 2024 12:36 ISTSC-ST এবং OBC সংরক্ষণ নিয়ে ইন্ডিয়া জোটকে নিশানা মোদীর
পাটনায় জনসভা থেকে ইন্ডিয়া জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, বিহার SC-ST এবং OBC সংরক্ষণের জন্য দীর্ঘ লড়াই করেছে। আরজেডি, কংগ্রেস এবং বিরোধী জোটের দলগুলি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আমাদের সংবিধান বলছে ভারতে ধর্মের ভিত্তিতে কোন সংরক্ষণ থাকবে না। বাবা সাহেব আম্বেদকর বলতেন ধর্মের ভিত্তিতে কোনো সংরক্ষণ হবে না। কিন্তু, আরজেডি এবং কংগ্রেস ধর্মের ভিত্তিতে তাদের নির্দিষ্ট ভোটব্যাঙ্কে সংরক্ষণ দিতে চায়। SC-ST এবং OBC-দের অধিকার কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হয়েছে'।
-
May 25, 2024 12:12 ISTবিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতে হামলা
ঝালদায় বুথ পরিদর্শনের সময় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর গাড়িতে হামলার অভিযোগ।
-
May 25, 2024 12:04 ISTবাংলার কোথায় কত ভোট?
সকাল ১১টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৩৬.৮৮ শতাংশ। এর মধ্যে বাঁকুড়ায় ৩৫.৮৪%, বিষ্ণুপুরে ২৭.৯৮%, ঘাটালে ৩৯.২১%, ঝাড়গ্রামে ৩৮.২৪%, কাঁথিতে ৩৮.০৩%, মেদিনীপুরে ৩৪.৪১%, পুরুলিয়ায় ৩৩.১৬% এবং তমলুকে ৩৮.০৫% ভোট পড়েছে।
-
May 25, 2024 12:03 ISTকোথায় কত ভোট?
ইসিআই জানিয়েছে যে সকাল ১১ টা পর্যন্ত ২৫.৭৬ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১টা পর্যন্ত, বিহারে ২৩.৬৭ শতাংশ , হরিয়ানায় ২২.০৯ শতাংশ, জম্মু-কাশীরে ২৩.১১শতাংশ, ঝাড়খণ্ডে ২৭.৮০শতাংশ, দিল্লিতে ২১.৬৯শতাংশ টি, ওডিশায় ২১.৩০শতাংশ, উত্তর প্রদেশে ২৭.০৬টি এবং পশ্চিমবঙ্গে ৩৬.৮৮ শতাংশ ভোট পড়েছে।
-
May 25, 2024 11:59 IST১১ টা পর্যন্ত ৫৮ আসনে গড় ভোটের হার
ষষ্ঠ দফায় ৫৮ আসনে এখনও পর্যন্ত ভোটের হার ২৫.৭৬% অনন্তনাগ-রাজৌরিতে প্রথম ৪ ঘন্টায় দুর্দান্ত ভোট।
-
May 25, 2024 11:57 ISTভোট দিলেন শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে নন্দনায়েকবাড় বুথে ভোট দিয়ে খোশমেজাজে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
এক্সপ্রেস ফটো শশী ঘোষ
-
May 25, 2024 11:47 ISTকেশপুরকে পাকিস্তান বানিয়েছেন মমতা: হিরণ
কেশপুরে বিক্ষোভের মুখে হিরণ চট্টোপাধ্যায়। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। এরপরই মমতাকে নিশানা করে হিরণ বলেন, 'কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।
-
May 25, 2024 11:44 ISTবিজেপি প্রার্থী অগ্নিমিত্রের কনভয় আটকালো পুলিশ
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় উত্তপ্ত বাংলা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রের কনভয় আটকালো পুলিশ। ধুন্ধুমার কাণ্ড, দেখুন ভিডিও।
#WATCH | Kharagpur, West Bengal: Police stop the convoy of BJP Lok Sabha candidate from Medinipur, Agnimitra Paul at Kismat Angua in Bonpura village. pic.twitter.com/QbXS3AkzyD
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 11:40 ISTচণ্ডীগড়ে ভোট দিলেন কপিল দেব
লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় চণ্ডীগড়ে ভোট দিয়ে কী বললেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক?
#WATCH | After casting his vote for the #LokSabhaElections2024 , former Indian Cricketer Kapil Dev says "I feel very happy that we are under democracy. The important thing is to pick the right people for your constituency...What we can do is more important than what the govt can… pic.twitter.com/Cl0XAb71Aq
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 11:38 ISTমানুষ পরিবর্তন চায়: কানহাইয়া কুমার
-
May 25, 2024 11:34 ISTভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দিল্লির একটি ভোটকেন্দ্রে পরিবারের সঙ্গে ভোট দিলেন আপ সুপ্রিমো।
#WATCH | Delhi CM Arvind Kejriwal along with his family members arrives at a polling booth in Delhi to cast their votes for the sixth phase of #LokSabhaElections2024 pic.twitter.com/ehRhq9eQVm
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 11:24 ISTইভিএম নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, আমরা একদিন জবাব দেব: সিইসি রাজীব কুমার
ইসিআই এবং ইভিএমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, 'সন্দেহের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে'।
#WATCH | On cases filed in the Supreme Court against ECI and EVMs, Chief Election Commissioner Rajiv Kumar says, "...An attempt is being made to create an atmosphere of doubt, one day we will tell everyone about it and will reveal how people are misled. Due to this, our voting is… pic.twitter.com/GgEY6u7Eam
— ANI (@ANI) May 25, 2024 -
May 25, 2024 11:22 ISTঅশান্ত নন্দীগ্রাম, কী বলছেন ভোটাররা?
ভোটের মাত্র ২ দিন আগেই অশান্ত হয়ে উঠে নন্দীগ্রাম। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোটের দিন কী বললেন সেখানকার ভোটাররা?
-
May 25, 2024 11:20 ISTবাধার মুখে পড়ে কী বললেন হিরণ?
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে কী বললেন ঘাটালের বিজেপির প্রার্থী?
-
May 25, 2024 11:19 ISTপুলিশি সন্ত্রাসের অভিযোগ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।
-
May 25, 2024 11:17 ISTপোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ
দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। সিপিএমের ২ জন পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে।
তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, হলদিয়ায় সিপিএমের ২ জন পোলিং এজেন্টকে অপহরণ করেছেন তৃণমূল। নির্বাচন কমিশনের কর্মীরা ছবি তুললেও, কিছুই করছেন না। অবজার্ভারও নিষ্ক্রিয়।
-
May 25, 2024 11:14 ISTসারা দেশে খুব ভালো ভোট হচ্ছে, জম্মু ও কাশ্মীর রেকর্ড ভোটের সাক্ষ্মী থেকেছে- রাজীব কুমার
৯৫ বছর বয়সি বাবার সঙ্গে ভোট দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। তিনি বলেন, 'আমার বাবা ৯৫ বছর বয়সেও তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। ভোটারদের অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করা উচিত'। একই সঙ্গে তিনি বলেন, 'সারা দেশে খুব ভালো ভোট হচ্ছে, জম্মু ও কাশ্মীর রেকর্ড ভোটের সাক্ষ্মী থেকেছে'।
-
May 25, 2024 11:10 ISTইন্ডিয়া জোট পাবে তিনশো'র বেশি আসন
আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, 'নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমি সংবিধানকে শক্তিশালী করতে, গণতন্ত্র রক্ষা করতে এবং স্বৈরাচারের অবসান ঘটাতে ভোট দেওয়ার জন্য ভারতের জনগণের কাছে হাত জোড় করে আবেদন করব। পাশাপাশি তিনি বলেন, ইন্ডিয়া জোট পাবে তিনশো'র বেশি আসন।
-
May 25, 2024 11:08 ISTদেশের স্বার্থে কাজ করবেন রাহুল, পূরণ করবেন রাজীব গান্ধীর স্বপ্ন
রবার্ট বঢরা ভোট দেওয়ার পরে, বলেন- 'দেশের স্বার্থে কাজ করবেন রাহুল, পূরণ করবেন রাজীব গান্ধীর স্বপ্ন'। পাশাপাশি তিনি সকলকে বাইরে বেরিয়ে ভোট দানের আবেদন জানিয়েছেন।
#WATCH | Delhi: After casting his vote, Robert Vadra says, '...Everyone should come out and cast their vote and give one chance to the INDIA alliance..."
— ANI (@ANI) May 25, 2024
When asked about the PM face of the INDIA alliance, he says, "The alliance will choose that. I know that Rahul will work in… pic.twitter.com/cUXh4OO6dF -
May 25, 2024 11:03 ISTসৌমেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ
কাঁথির অর্জুনপুরে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর কাছে নালিশ সৌমেন্দুর।
-
May 25, 2024 11:01 ISTভোটারদের প্রভাবিত করার অভিযোগ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে
বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বিজেপির দাবি তৃণমূলের লোগো লাগিয়ে বুথে বুথে ঘুরছেন তিনি। যদিও সুজাতার দাবি কোথাও কোন বিধি ভঙ্গ হয় নি।
-
May 25, 2024 10:30 ISTনন্দীগ্রামের ভোট-পর্বের টুকরো ছবি
নন্দীগ্রামের সাইদখালীতে ভোটগ্রহণ চলছে নির্বিঘ্নেই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ।
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
-
May 25, 2024 10:26 ISTমাকে সঙ্গে নিয়ে ভোট BJP প্রার্থীর
ভোট দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার সকালে পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি বুথে মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
-
May 25, 2024 10:19 ISTভোটারদের 'মারধর' আধাসেনার
নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়ায় নিরীহ ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এক বৃদ্ধের। উঠেছে এমনও অভিযোগ। গড়চক্রবেড়িয়ার ২৩৫ নম্বর বুথে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে।