Advertisment

Lok Sabha Election 2024 Phase 7 Highlights: অশান্তি 'সপ্তমে', বাংলায় ভোট হিংসার 'ট্র্যাডিশন' অব্যাহত, অবরুদ্ধ সন্দেশখালি

Lok Sabha Elections 2024 Final Voting Live Updates: শনিবার দেশজুড়ে মোট ৫৭ আসনে লোকসভা নির্বাচন। সপ্তম তথা শেষ পর্বের নির্বাচনে এরাজ্যেরও ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ। আজ ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, বারাসত কেন্দ্রে আজ ভোটগ্রহণ। দেড় মাস ধরে এবারের লোকসভা নির্বাচন চলেছে। আজ সপ্তম তথা শেষ পর্বের নির্বাচন হল। আগামী ৪ জুন লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 tmc Sheikh Shahjahan Sandeshkhali sarberia

অবরুদ্ধ সন্দেশখালি- এক্সপ্রেস হবি-শশী ঘোষ

India General Elections 2024 Phase 7 Updates: শেষ হল লোকসভা ভোটপর্ব। সকাল থেকে সপ্তম তথা শেষ পর্বের লোকসভা ভোটে বাংলার দিকে দিকে অশান্তির ছবি। ভোটে হিংসার পুরনো ট্র্যাডিশন আজ ফের সামনে এল। কোথাও হাতাহারি আবার কোথাও ভুয়ো ভোটারের দাপট, কোথাও আবার বাইক বাহিনীর তাণ্ডব, বাদ গেল না কিছুই। সপ্তম দফার ভোটেও বাংলায় ঝড়ল রক্ত। কিছুতেই রোখা গেল না ভোটসন্ত্রাস। বদলানো না বাংলার সেই চেনা ছবি। সব মিলিয়ে বাংলার ভোটে ফের একবার অশান্তির পুরনো ছবি সামনে এল শনিবারের বারবেলায়।

Advertisment

আজই শেষ লোকসভা নির্বাচন ২০২৪। আগামী মঙ্গলবার ৪ জুন ভোটের ফল গণনা। বারাণসী কেন্দ্রে আজই ভাগ্য নির্ধারণ হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলাতেও একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ছিল নির্বাচন। সপ্তম দফাতেই এরাজ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসঙ্গে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ ছিল।

mamata vote
ভোট দিলেন মমতা বন্দোপাধ্যায়। ছবি-পার্থ পাল

নির্বাচনের শুরু থেকেই অশান্তি ভাঙড়ে। ISF-তৃণমূলে দফায় দফায় সংঘর্ষে এলাকায় চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। হিংসার ছবি সন্দেশখালিতেও। সেখানেও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াতে দেখা যায় গ্রামবাসীদের। একইভাবে শহর কলকাতারও বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় বিরোধী প্রার্থীদের। পাশাপাশি বরাহনগর উপনির্বাচনে সকাল থেকে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ে।

  • Jun 01, 2024 18:06 IST
    শেষ দফায় রাজ্যে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৯ শতাংশ

    শেষ দফায় রাজ্যে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.৮৯ শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ভোট পড়েছে ৭১.৮০ %, বসিরহাট ৭৬.৫৬ %, ডায়মন্ড হারবার ৭২.৮৭ %, দমদম ৬৭.৬০ %, যাদবপুর ৭.০.৪১ %, জয়নগর ৭৩.৪৪ %, কলকাতা দক্ষিণ ৬০.৮৮ %, কলকাতা উত্তর ৫৯.২৩ %, মথুরাপুর ৭৪.১৩ % ৷ বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৬৬.৭০% ৷



  • Jun 01, 2024 18:03 IST
    অবরুদ্ধ সন্দেশখালির বাসন্তি হাইওয়ে

    বয়ারমারিতে ধুন্ধুমার সন্দেশখালীর বাসন্তি হাইওয়ে অবরোধ। চুচুরার মোড় বয়ার মারিতে মহিলাদের রাস্তা অবরোধ করে। অভিযোগ ৬ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। এর আগে তৃণমূলের বাইক বাহিনী বিজেপির বুথ ক্যাম্পে হামলা চালিয়ে। দফায় দফায় চলেছে ইট বৃষ্টি। তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অবরোধ চলছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ( রিপোর্ট- জয়প্রকাশ দাস )

    এক্সপ্রেস ফটো শশী ঘোষ



  • Jun 01, 2024 18:02 IST
    শেষ পর্বে বিকেল ৫টা পর্যন্ত ৫৮.৩৪ শতাংশ ভোট, বাংলায় বাম্পার ভোট

    শেষ পর্বে বিকেল ৫টা পর্যন্ত ৫৮.৩৪ শতাংশ ভোট, বাংলায় বাম্পার ভোট। কোথায় কত ভোট একনজরে-

    বিহার -- ৪৮.৮৬%

    চণ্ডীগড় -- ৬২.৮০%

    হিমাচল প্রদেশ -- ৬৬.৫৬%

    পাঞ্জাব -- ৫৫.২০%

    ঝাড়খণ্ড -- ৬৭.৯৫%

    ওড়িশা -- ৬২.৪৬%

    উত্তরপ্রদেশ -- ৫৪.০০%

    পশ্চিমবঙ্গ -- ৬৯.৮৯%



  • Jun 01, 2024 17:37 IST
    I.N.D.I.A- জোট ২৯৫টি আসন পাবে, দাবি মল্লিকার্জুন খাড়গের

    I.N.D.I.A- জোট ২৯৫টি আসন পাবে, দাবি মল্লিকার্জুন খাড়গের

    লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন বিরোধী জোট I.N.D.I.A অন্তত ২৯৫ টি আসনে জয়ী হচ্ছে।



  • Jun 01, 2024 17:00 IST
    ভোট দিলেন আত্মবিশ্বাসী মমতা

    শেষ দফার ভোটে শেষ লগ্নে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দোপাধ্যায়, ভোট দিয়ে দেখালেন ‘ভিক্ট্রি’ সাইনও।



  • Jun 01, 2024 16:24 IST
    ভাঙ্গরের সাতুলিয়া বুথের সকালের অশান্তির পর স্বাভাবিক ভোটগ্রহণ

    ভাঙ্গরের সাতুলিয়া বুথের সামনে সকালে বোমা বাজি চলেছিল। দুপুর থেকে স্বাভাবিকভাবে বুথে চলছে ভোটগ্রহণ।

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

    এক্সপ্রেস ফটো- শশী ঘোষ



  • Jun 01, 2024 16:09 IST
    বিকেল তিনটে পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৫৮.৪৬ %

    একনজরে কোথায় কত ভোট?

    দমদম- ৫৩.০৬ শতাংশ

    বারাসাত- ৫৯. ৬৯ শতাংশ

    বসিরহাট- ৬৬. ৭৬ শতাংশ

    জয়নগর- ৬২. ২৪ শতাংশ

    মথুরাপুর - ৬৩.৬৬ শতাংশ

    ডায়মণ্ডহারবার - ৬১.০৮ শতাংশ

    যাদবপুর- ৫৬.৪৯ শতাংশ

    কলকাতা দক্ষিণ- ৫০.৬১ শতাংশ

    কলকাতা উত্তর - ৫১. ২২ শতাংশ

    বরাহনগর উপনির্বাচনে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে- ৫৩.৪০ শতাংশ



  • Jun 01, 2024 16:05 IST
    বিকেল তিনটে পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ৫৮.৪৬ %

    একনজরে কোথায় কত ভোট?

    দমদম- ৫৩.০৬ শতাংশ

    বারাসাত- ৫৯. ৬৯ শতাংশ

    বসিরহাট- ৬৬. ৭৬ শতাংশ

    জয়নগর- ৬২. ২৪ শতাংশ

    মথুরাপুর - ৬৩.৬৬ শতাংশ

    ডায়মণ্ডহারবার - ৬১.০৮ শতাংশ

    যাদবপুর- ৫৬.৪৯ শতাংশ

    কলকাতা দক্ষিণ- ৫০.৬১ শতাংশ

    কলকাতা উত্তর - ৫১. ২২ শতাংশ

    বরাহনগর উপনির্বাচনে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে- ৫৩.৪০ শতাংশ



  • Jun 01, 2024 16:00 IST
    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৭ শতাংশ

    ৫৭টি আসনে শেষ পর্বের লড়াই, বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৭ শতাংশ।

    বিহার- ৪২.৯৫ %

    চণ্ডীগড়-৫২.৬১ %

    হিমাচল প্রদেশ-৫৮.৪১ %

    ঝাড়খণ্ড-৬০.১৪ %

    ওড়িশা-৪৯.৭৭ %

    পাঞ্জাব-৪৬.৩৮ %

    উত্তরপ্রদেশ-৪৬.৩৮ %

    পশ্চিমবঙ্গ-৫৮.৪৬ %



  • Jun 01, 2024 15:57 IST
    বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৭ শতাংশ

    ৫৭টি আসনে শেষ পর্বের লড়াই, বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৭ শতাংশ।

    বিহার- ৪২.৯৫ %

    চণ্ডীগড়-৫২.৬১ %

    হিমাচল প্রদেশ-৫৮.৪১ %

    ঝাড়খণ্ড-৬০.১৪ %

    ওড়িশা-৪৯.৭৭ %

    পাঞ্জাব-৪৬.৩৮ %

    উত্তরপ্রদেশ-৪৬.৩৮ %

    পশ্চিমবঙ্গ-৫৮.৪৬ %



  • Jun 01, 2024 15:55 IST
    বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ ভাঙার অভিযোগ

    দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের গাড়ি ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷



  • Jun 01, 2024 15:41 IST
    ভোট দিলেন অভিনেতা দেব

    সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিলেন অভিনেতা দেব। দুপুর ৩টে নাগাদ ভোট দেন তিনি ৷



  • Jun 01, 2024 15:32 IST
    বরাহনগরে বিজেপি দলীয় কার্যালয় ভাংচুর

    বরাহনগরে বিজেপি দলীয় কার্যালয় ভাংচুর। ঘটনাস্থলে বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পাশাপাশি মারধর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনায় মারাত্মক জখম হয়েছেন বেশ কয়েকজন। চূড়ান্ত উত্তেজনা বরাহনগরে।



  • Jun 01, 2024 15:23 IST
    চেনা ছবি ফিরল সন্দেশখালিতে

    সন্দেশখালির বয়ারমারিতে ভোটদানে বাধার অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিনা দোষে ৫ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ রেখা পাত্রের।



  • Jun 01, 2024 15:20 IST
    শেখ শাজাহানের বাইক বাহিনীর দাপট সন্দেশখালিতে

    সন্দেশখালিতে শেখ শাজাহানের বাইক বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ, উত্তপ্ত এলাকা। ভোটের দিন সকালেই হামলার অভিযোগ। 'পুলিশ মমতার কেনা গোলাম', অভিযোগ বিজেপি প্রার্থী রেখা পাত্রের। পাশাপাশি রেখা পাত্র তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এনেছেন। বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষাকেন্দ্রের ৯৮ নম্বর বুথে ইভিএম মেশিনে তৃণমূল কালি দিয়ে বিশেষ চিহ্ন একে দিয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ।



  • Jun 01, 2024 15:17 IST
    শেখ শাজাহানের বাইক বাহিনীর দাপট সন্দেশখালিতে

    সন্দেশখালিতে শেখ শাজাহানের বাইক বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ, উত্তপ্ত এলাকা। ভোটের দিন সকালেই হামলার অভিযোগ। 'পুলিশ মমতার কেনা গোলাম', অভিযোগ বিজেপি প্রার্থী রেখা পাত্রের। পাশাপাশি রেখা পাত্র তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ এনেছেন। বসিরহাট লোকসভার উত্তর মামুদপুর শিশু শিক্ষাকেন্দ্রের ৯৮ নম্বর বুথে ইভিএম মেশিনে তৃণমূল কালি দিয়ে বিশেষ চিহ্ন একে দিয়েছে বলে দাবি করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ।



  • Jun 01, 2024 14:59 IST
    ভোট দিয়েই বাহিনীর ভূমিকার অসন্তোষ প্রকাশ সৃজনের

    ভোট দিয়েই বাহিনীর ভূমিকার অসন্তোষ প্রকাশ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজনের কথায়, সন্ত্রাস উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুব একটা সন্তোষজনক নয় ।



  • Jun 01, 2024 14:57 IST
    ভোট দিলেন ফিরহাদ হাকিম

    চেতলা গার্লস স্কুলে পরিবারের সঙ্গে ভোট দিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম ৷



  • Jun 01, 2024 14:47 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:46 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:45 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:43 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:23 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:22 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:22 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:21 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:20 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:18 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:18 IST
    আজ জবাব দেওয়ার দিন: অভিষেক

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:17 IST
    সবাইকে ভোট দেওয়া আবেদন অভিষেকের

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:17 IST
    সবাইকে ভোট দেওয়া আবেদন অভিষেকের

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:16 IST
    সবাইকে ভোট দেওয়া আবেদন অভিষেকের

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:16 IST
    সবাইকে ভোট দেওয়া আবেদন অভিষেকের

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:15 IST
    সবাইকে ভোট দেওয়া আবেদন অভিষেকের

    "আজ, আমি আমার ভোটের অধিকার প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করেছি। আমি আপনাকে আপনার ভোট দিতে এবং আপনার কণ্ঠস্বর শোনানোর জন্য অনুরোধ করছি। সমস্ত বঞ্চনা, শূন্য প্রতিশ্রুতি, মিথ্যা, বেদনা এবং ঘৃণার জন্য, আজ আপনার জবাব দেওয়ার দিন।" এক্স হ্যান্ডলে লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।



  • Jun 01, 2024 14:06 IST
    CPM-এর ক্যাম্প অফিস ভাঙচুর

    যাদবপুরে সিপিএমের ৬টি ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের ঘটনা। এমনকী বেশ কয়েকজন সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। তবে তৃণমূল দাবি করেছে, সিপিএমের কর্মীরা তাঁদেরও মারধর করেছে। তাঁদেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি। যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, যেখানে যেখানে তাঁদের ক্যাম্প অফিস ভাঙা হয়েছে সেখানে নতুন করে ক্যাম্প অফিস তাঁরা তৈরি করেছেন।



  • Jun 01, 2024 13:52 IST
    একনজরে দেখে নিন রাজ্যের চিত্র

    সপ্তম দফা নির্বাচনে রাজ্যে দুপুর ১ টা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৪৫.০৭ শতাংশ ৷ যার মধ্যে বারাসতে ৪৭.৪৯%, বসিরহাট ৫০.৮৯ %, ডায়মন্ড হারবার ৪৭.৩৩ %, দমদম ৪১.০৯ %, যাদবপুর ৪৩.২০৫ %, জয়নগর ৪৮.২৭%, কলকাতা দক্ষিণ ৩৯.৭০ %, কলকাতা উত্তর ৩৯. ৪৮%, মথুরাপুর ৪৭.০৩ % ৷ বরানগর বিধানসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ ৷



  • Jun 01, 2024 13:51 IST
    কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৪০.০৯ শতাংশ ভোট পড়েছে

    কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৪০.০৯ শতাংশ ভোট পড়েছে। বিহারে ৩৫.৬৫ %, হিমাচল প্রদেশে ৪৮.৬৫ %, ঝাড়খণ্ডে ৪৬.৮০%, ওড়িশায় ৩৭.৬৪%, পাঞ্জাবে ৩৭.৮০%, উত্তর প্রদেশে ৩৯.৩১%, পশ্চিমবঙ্গে ৪৫.০৭%, চণ্ডীগড়ে ৪০.১৪% ভোট রেকর্ড করা হয়েছে।



  • Jun 01, 2024 13:41 IST
    ভোট দিলে হাত-পা কেটে নেওয়ার হুমকি

    ভাঙ্গরের হাতিশালায় দফায় দফায় অশান্তি, ভোটের দিন নলমুড়িতে মারাত্মক অভিযোগ। ভোট দিলে হাত-পা কেটে নেওয়ার হুমকি। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে



  • Jun 01, 2024 13:36 IST
    ভোট না দিলে আমাদের অভিযোগ করার অধিকারও নেই: আয়ুষ্মান খুরানা

    অভিনেতা আয়ুষ্মান খুরানা চণ্ডীগড়ের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। মিডিয়ার সাথে কথা বলার সময় তিনি বলেন, 'আমি আমার ভোট দিতে, আমার অধিকার প্রয়োগ করতে আমার শহরে এসেছি... এবার মুম্বইয়ে ভোটের হার খুবই কম হয়েছে। আমাদের সকলের ভোট দেওয়া উচিত... যদি আমরা ভোট না দিই তাহলে আমাদের অভিযোগ করার অধিকারও নেই।



  • Jun 01, 2024 13:34 IST
    আজই ইণ্ডিয়া জোটের বৈঠক, রওনা দিলেন রাঘব চাড্ডা

    পাঞ্জাবে ভোট দেওয়ার পর আজ দিল্লি পৌঁছেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। আজ অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অংশ নেবেন। সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আজ মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতাদের একটি বৈঠক ডাকা হয়েছে। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং দলের পক্ষ থেকে আমরা সবাই সেই বৈঠকে অংশ নেব।



  • Jun 01, 2024 13:31 IST
    তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে পাথর ছোঁড়ার ঘটনা, মাথায় আঘাত সাংবাদিকের

    জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে ক্যানিংয়ে টিএমসি এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাথর ছোঁড়ার ঘটনায় আহত হয়েছেন এক সাংবাদিক। জানা গিয়েছে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তাকে চিকিৎসার জন্য কলকাতায় রেফার করা হয়েছে।



  • Jun 01, 2024 12:41 IST
    দক্ষিণ কলকাতায় ভুয়ো ভোটার, সিপিএম প্রার্থীর মারাত্মক অভিযোগ

    পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম । তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ আনেন সিপিএম প্রার্থী।



  • Jun 01, 2024 12:35 IST
    সন্দেশখালীর 'বাঘ' শাহজাহানের বুথে চলছে ভোট গ্রহণ

    সন্দেশখালীর সরবেড়িয়াতে শেখ শাহজাহানের বুথে চলছে ভোট গ্রহণ।

    এক্সপ্রেস ফটো শশী ঘোষ



  • Jun 01, 2024 12:24 IST
    সন্দেশখালিতে উত্তেজনা, মাথা ফাটল বিজেপি কর্মীর

    সন্দেশখালিতে ধুন্ধুমার পরিস্থিতি। মাথা ফাটল বিজেপি কর্মীর। বয়রামাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে তৃণমূলের বিক্ষোভ



  • Jun 01, 2024 12:16 IST
    গাঙ্গুলি বাগানে সিপিএমের ক্যাম্প অফিস ভাংচুর

    যাদবপুরের গাঙ্গুলি বাগানে সিপিএমের ক্যাম্প অফিস ভাংচুরের অভিযোগ, ঘটনাস্থলে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মারধর করা হয়েছে সিপিএম কর্মী সমর্থকদের। মহিলা কর্মীকেও রেয়াত করা হয়নি বলে অভিযোগ।



  • Jun 01, 2024 12:15 IST
    সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ

    বরাহনগর উপনির্বাচনে সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ। চোর স্লোগান দেওয়ার হয় তাঁকে ঘিরে। ভোটারদের ভয় দেখানোর জন্যই তৃণমূল এই ধরণের কাজ করছে দাবি সজল ঘোষের।



  • Jun 01, 2024 12:04 IST
    সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ

    বরাহনগর উপনির্বাচনে সজল ঘোষকে ঘিরে বিক্ষোভ। চোর স্লোগান দেওয়ার হয় তাঁকে ঘিরে। ভোটারদের ভয় দেখানোর জন্যই তৃণমূল এই ধরণের কাজ করছে দাবি সজল ঘোষের।



  • Jun 01, 2024 12:02 IST
    মাত্র আড়াই ঘন্টায় ১৪৫০টি অভিযোগ

    মাত্র আড়াই ঘন্টায় ১৪৫০টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এর মধ্যে সিএমএস পোর্টালে জমা পড়া অভিযোগের সংখ্যা ৩০৭টি । যার মধ্যে বিজেপির তরফে জমা টি, সিপিএমের তরফে ১৪২ টি ও কংগ্রেস ৯টি । ডায়মন্ড হারবারে ১৮৩টি অভিযোগ জমা পড়েছে । সি-ভিজিল অ্যাপে জমা পড়া অভিযোগের সংখ্যা ১২৮টি ও এনজিআর‌এসে জমা পড়া অভিযোগ ১০১৫টি । দমদমে ৪৭৩টি ও ডায়মন্ড হারবারে ৪৬৩টি ৷



  • Jun 01, 2024 11:58 IST
    উদ্ধার ২২ লক্ষ টাকার জাল নোট

    সপ্তম দফার ভোটের দিন সকালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ২২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। আটক ৮। ভোট চলাকালীন এত বিপূল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।



  • Jun 01, 2024 11:55 IST
    সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২৮.১০ শতাংশ

    সপ্তম দফা নির্বাচনে রাজ্যে বেলা ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২৮.১০ শতাংশ ৷

    বারাসতে ২৭.৮৬ শতাংশ।

    বসিরহাট ৩২.৫৭ শতাংশ

    ডায়মন্ড হারবার ৩১.৫১ শতাংশ

    দমদম ২৪.৮৩ শতাংশ

    যাদবপুর ২৬.৫৯ শতাংশ

    জয়নগর ৩০.২৫ শতাংশ,

    কলকাতা দক্ষিণ ২৪.০২ শতাংশ

    কলকাতা উত্তর ২৪.০২ শতাংশ ,

    মথুরাপুর ৩০.৫০শতাংশ



tmc bjp abhishek banerjee CPIM Sougata Roy Sayani Ghosh Tapash Ray loksabha election 2024 Sudip Banerjee srijan bhattacharya
Advertisment