Lok Sabha Election 2024: ভোট গণনার আগের দিন ফের ভোট বাংলায়। সোমবার বারাসত লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচন। এই দুই বুথেই গত শনিবার সপ্তম দফার ভোটের দিন অনিয়মের অভিযোগ উঠেছিল। তারই জেরে এই দুটি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল কমিশন।
ভোটগ্রহণের প্রক্রিয়ায় যে কোনওরকমের অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে নির্বাচন কমিশন। প্রয়োজন মনে করলে পুননির্বাচনের নির্দেশ দেওয়া হয়। এবার সপ্তম দফা তথা শেষ পর্বের নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। কোথাও ভুয়ো ভোটার কোথাও আবার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে। কোথাও বুথ জ্যামের অভিযোগ ওঠে।
শেষ পর্বের ভোটগ্রহণ ছিল বারাসাত ও মথুরাপুর কেন্দ্রেও। বারাসতের কদম্বগাছি সরদারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে গত শনিবার ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ জমা পড়ে কমিশনে। আজ কমিশনের নির্দেশে কদম্বগাছির এই বুথটিতে পুনর্নির্বাচন অবশ্য বেশ শান্তিপূর্ণ।
একদিকে কেন্দ্রীয় বাহিনীর কড়া সুরক্ষা বলয় অন্যদিকে রাজ্য পুলিশের কর্মীরাও সুষ্ঠু ভোট পরিচালনায় যথোপযুক্ত পদক্ষেপ করেছেন। এদিন সকালের দিকে বুথে ঘুরে গিয়েছেন এই কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। এদিনের পুনর্নির্বাচন নিয়ে শাসকদল তৃণমূল কিংবা বাম-বিজেপি কোনও পক্ষের তরফেই অনিয়মের অভিযোগ ওঠেনি।
অন্যদিকে, সোমবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপের অদ্দিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ স্কুলের ২৬ নম্বর বুথেও পুনর্নির্বাচন হয়।
এবারের লোকসভা নির্বাচনের ফল গণনা হবে আগামিকাল অর্থাৎ ৪ জুন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটা অংশ এবারের লোকসভা নির্বাচন নিয়ে এক্সিট পোল প্রকাশ করেছে। বেশ কিছু এক্সিট পোলে পুনরায় মোদী সরকারের ক্ষমতায় ফেরার কথা বলা হচ্ছে। কিছু এক্সিট পোল আবার ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার কথা বলছে। যদিও এক্সিট পোলে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা।