Lok Sabha Election 2024 results-Dilip Ghosh: কেন্দ্র পাল্টাতেই ঘোল খেলেন দিলীপ! প্রচারে যতই ঝড় তুলুন, কার্যক্ষেত্রে তাঁর সেই প্রতাপ দাগ কাটতে পারল না। বর্ধমান দুর্গাপুরের ভোটাররা ফিরেই তাকালেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দিকে। এবার আর লোকসভায় পা রাখা হল না দিলীপ ঘোষের।
বেলা তিনটে পর্যন্ত দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ১ লক্ষ ৩৬ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। এই ট্রেন্ড দেখেই বোঝা যাচ্ছে যে এই কেন্দ্র থেকে দিলীপ ঘোষের ঘুরে দাঁড়ানো প্রায় অনিশ্চিত। দিলীপকে ধরাশায়ী করে বিজয়রথ দৌড়াচ্ছেন তৃণমূলের কীর্তি আজাদ।
আজ সকালেও দিলীপ ঘোষকে বেশ কনফিডেন্ট দেখাচ্ছিল। সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনিই জিতছেন। তবে এবারের নির্বাচনে দিলীপ ঘোষ আর শেষ হাসি হাসতে পারবেন বলে মনে হয় না। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সম্ভবত এবারের লোকসভা ভোটে জয়ী হচ্ছেন তৃণমূলের কীর্তি আজাদ।
আরও পড়ুন- Lok Sabha Election Results 2024-West Bengal: মমতার ভরসা, অভিষেকের সেনাপতিত্বেই আস্থা বাংলার, সাফল্যের নেপথ্যে এই ৫ কারণ
গতবার এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করেছিল বিজেপি। তিনি এই কেন্দ্র থেকে জয়ও পেয়েছিলেন। তবে এবার আলুওয়ালিয়াকে বিজেপি নিয়ে যায় আসানসোলে। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে তুলে এনে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। এবার আর ভাগ্য বোধ হয় সাথে ছিল না দিলীপের। আসানসোলেও প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে হার প্রায় নিশ্চিত আলুওয়ালিয়ার।
আরও পড়ুন- Lok Sabha Election 2024 Result-West Bengal: ধোপেই টিকল না সন্দেশখালি কিংবা দুর্নীতি ইস্যু, মমতা ম্যাজিকে খড়কুটোর মতো উড়ল মোদীর গ্যারান্টি