Lok Sabha Election 2024-Abhishek Banerjee: ভোট গণনার আগে এবার দলের নেতা-কর্মী ও প্রার্থীদের ভার্চুয়াল বৈঠকে বেনজির সতর্কবার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। লোকসভা ভোট শেষ হতেই বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে যেসব কাটাছেঁড়া হচ্ছে, তাতেও নেতা-কর্মী ও প্রার্থীদের কান না দিতে কার্যত নির্দেশ দিয়েছেন অভিষেক।
দেড় মাস ধরে চলেছে লোকসভা নির্বাচন। আগামিকাল ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় নানা সম্ভাবনার কথা জানানো হচ্ছে। সর্বভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম যে এক্সিট পোল প্রকাশ করেছে তাতে আবারও কেন্দ্রে মোদী সরকার আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে।। কোনও কোনও এক্সিট পোলে আবার ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার কথা বলা হচ্ছে।
বাংলা নিয়ে একাধিক এক্সিট পোল এখন বেশ চর্চায়। কোনও এক্সিট পোলে তৃণমূলকে এগিয়ে রাখা হচ্ছে কোনওটায় আবার বিজেপিকে। সব মিলিয়ে এক্সিট পোল নিয়ে এখন জোরদার জল্পনা-চর্চা চলছে বঙ্গ রাজনীতিতেও।
আরও পড়ুন- Lok Sabha Election 2024: গণনার আগের দিন আজ ফের ভোট বাংলায়, কোন কোন কেন্দ্রে সোমবার নির্বাচন?
ভোটের ফল প্রকাশের আগে এই ধরনের বুথ ফেরত সমীক্ষায় কর্মীদের কান না দিতে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই দলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকে এক্সিট পোল নিয়ে অতিরিক্ত আলোচনার দরকার নেই বলে সকলকে জানিয়ে দিয়েছেন অভিষেক।। এক্সিট পোলে যে যাই বলুক বাংলায় তৃণমূল ভালো ফল করবে বলে কর্মীদের আশ্বাসও দিয়েছেন তিনি।
ভোট গণনার দিন গণনা কেন্দ্রে দলের কাউন্টিং এজেন্টদের পুরো মাত্রায় সক্রিয় থাকতে নির্দেশ দিয়েছেন অভিষেক। ভোটের সম্পূর্ণ ফল বেরোনো না পর্যন্ত এজেন্টদের গণনা কেন্দ্র ছাড়তে নিষেধ করেছেন তিনি। ভোট গণনাকেন্দ্রে দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের সঙ্গে সম্পূর্ণ রকমের সহযোগিতারও নির্দেশ দিয়েছেন অভিষেক।
আরও পড়ুন- বাড়িতেই ব্যবসা, পাশে সরকার! অল্প দিনেই মোটা টাকা আয়ের অভাবনীয় পথ খুলে গেল…
এপ্রসঙ্গে বলতে গিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোটের ফলাফল ঘোষণার পর্বেরও উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মী ও প্রার্থীদের নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সব ধরনের প্রচেষ্টা নিতে কার্যত নির্দেশ দিয়েছেন দলের প্রধান সেনাপতি।