Advertisment

Amit Malviya: 'হিংসা-অত্যাচার সত্ত্বেও বাংলায় ৯০ আসনে এগিয়ে BJP', মমতাকে বিঁধলেন মালব্য

Amit Malviya-Lok Sabha Election 2024 Results: ২০১৯ এর হিসাব ধরলে এবারের লোকসভা ভোটে বাংলাতেও বিজেপির আসন সংখ্যা কমেছে। ১৮ থেকে কমে এবার ১২টি আ,নে জয় পেয়েছেন পদ্ম প্রার্থীরা। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হিসেব ধরলে এবারের নির্বাচনে বিজেপির ফল ভালো হয়েছে। এমনটাই দাবি করে কিছু পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন BJP-র আইটি সেলের প্রধান অমিত মালব্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 results west bengal bjp amit malviya tmc mamata banerjee

Mamata Banerjee-Amit Malviya: মমতা ব্যানার্জি ও অমিত মালব্য।

Amit Malviya-Lok Sabha Election 2024 Results: ২০১৯ এর হিসাব ধরলে এবারের লোকসভা ভোটে বাংলাতেও বিজেপির আসন সংখ্যা কমেছে। ১৮ থেকে কমে এবার ১২টি আ,নে জয় পেয়েছেন পদ্ম প্রার্থীরা। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হিসেব ধরলে এবারের নির্বাচনে বিজেপির ফল ভালো হয়েছে। এমনটাই দাবি করে কিছু পরিসংখ্যান তুলে ধরে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন BJP-র আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Advertisment

এক্স হ্যান্ডলের ওই পোস্টে তিনি লিখেছেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ৭৭ আসনে জয় পেয়েছিল। ভোট পরবর্তী অকথ্য হিংসার পরেও বিজেপি ২০২৪ সালের নির্বাচনে ৯০ টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে।"

২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে এবারের ভোটে এরাজ্যে তৃণমূলের ভোট কমেছে বলে দাবি করেছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে এ প্রসঙ্গে তিনি লিখেছেন, "২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ২৪-এ বিজেপি তার ভোট ধরে রাখতে পেরেছে। তবে তৃণমূলের ভোট কমেছে। একুশের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল ৪৮.২%। একুশের ভোটে ২.৮৯ কোটি ভোটার তৃণমূলকে ভোট দিয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে তৃণমূলের ভোট ৪৫.৭%-এ নেমে গেছে। ২.৭৬ কোটি ভোটার ওদের ভোট দিয়েছেন।"

আরও পড়ুন- Dilip Ghosh: ‘জেতা আসনে হারাতে প্ল্যানিং’, ভয়ঙ্কর অভিযোগে বঙ্গ BJP-তে আগুন ধরালেন দিলীপ!

আরও পড়ুন- TMC: তৃণমূল নেতাকে খুনের ‘চক্রান্ত’ দলেরই যুব নেতার? আগুনে অভিযোগ ঘিরে উত্তপ্ত রায়না

তৃণমূল সুপ্রিমোর নাকের ডগায় বিজেপির ভোট বেড়েছে বলে দাবি করেছেন মালব্য। এপ্রসঙ্গে তিনি লিখেছেন, "২০২১-এর তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোন থেকে বিজেপি ৫ শতাংশ ভোট বাড়িয়েছে। এটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সবচেয়ে বেশি চিন্তা করা উচিত।"

tmc bjp Mamata Banerjee West Bengal amit malviya loksabha election 2024
Advertisment