Dilip Ghosh-BJP: আবারও স্বমহিমায় দিলীপ ঘোষ। লোকসভা ভোটে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে নাম না করে ফের একবার দলের রাজ্য নেতৃত্বকেই নিশানা দিলীপ ঘোষের। কটাক্ষের সুরে দিলীপ বললেন, "হারা আসন জেতার জন্য প্ল্যানিং করা হয়। এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে।"
মেদিনীপুর থেকে তুলে এনে এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। তবে নির্বাচনে জয় পাননি দিলীপ। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হয়েছেন।
উনিশের লোকসভা নির্বাচনের চেয়ে এবারের ভোটে বাংলায় বিজেপির আসন সংখ্যা কমেছে। দলের খারাপ পারফরম্যান্সের জেন্য নাম না করে নেতৃত্বকেই নিশানা করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, "লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে। এখন তো জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে। মেদিনীপুরে লড়তে দেওয়া হলো না। রেজাল্ট দেখা গিয়েছে। আমাদের এত সাংসদ, বিধায়ক ছিলেন। তাহলে ভোট কেন কমল? পার্টির প্রতিষ্ঠিত নেতাদের হারানোর জন্য পাঠানো হয়েছিল?"
আরও পড়ুন- Travel: পাহাড়ি গ্রামের চিত্তাকর্ষক শোভায় মন মোহিত হবে! বর্ষায় উত্তরবঙ্গ বেড়ানোর সেরা ঠিকানা এটিই
এবারের নির্বাচনে মেদিনীপুর থেকে তাঁকে তুলে এনে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছিল দল। এই ব্যাপারটি নিয়ে এখনও ক্ষুব্ধ দিলীপ ঘোষ। তিনি বলেন, "আমি আমার লোকসভায় সময় দিয়েছিলাম। গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরেই দিয়েছিলাম। টাকা পয়সা সব দিয়েছি। সেখান থেকে আমাকে লড়তে দেওয়া হয়নি। তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে।"
আরও পড়ুন- TMC: তৃণমূল নেতাকে খুনের ‘চক্রান্ত’ দলেরই যুব নেতার? আগুনে অভিযোগ ঘিরে উত্তপ্ত রায়না