Advertisment

Sandeshkhali Agitation: ভোটের শেষ দফায় রণক্ষেত্র সন্দেশখালি! ভাঙচুর-ইটবৃষ্টি, মাথা ফাটল মহিলার

Sandeshkhali: শনিবার সকালেও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্দেশখালির দক্ষিণ খুলনা এলাকায়। সেখানে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এক তৃণমূলকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মারধরের জেরে তাঁর মাথা ফেটে যায়। ভোট দিতে গেলে তাঁকে বিজেপি কর্মীরা মারধর করেন বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Sandeshkhali Agitation Bjp Tmc Clash

Sandeshkhali: ভোটের শেষ পর্বে অশান্তির স্রোত সন্দেশখালিতে। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

Lok Sabha Election 2024-Sandeshkhali: রণক্ষেত্র সন্দেশখালির আগরহাটি। ভোটারদের বাধা, হামলা, ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তি ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, RAF-এর বিশাল বাহিনী নামানো হয় এলাকায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় গ্রামবাসীদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পাল্টা পুলিশের বিরুদ্ধেও ওঠে ইট ছোড়ার অভিযোগ। মাথা ফাটে এক গ্রামবাসীর।

Advertisment

ভোটের শেষ দফায় অব্যাহত হিংসার ট্র্যাডিশন। শেষ পর্বের ভোটের দিন রণক্ষেত্র সন্দেশখালি। তুমুল অশান্তি দ্বীপাঞ্চলের দিকে দিকে। আগরহাটিতে ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, শাসানি দেওয়ার অভিযোগ ওঠে।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বাইক বাহিনী হামলা চালিয়েছে এলাকায়। তাদের মারধর করা হয়েছে। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে এলাকা ফাঁকা করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে।

আরও পড়ুন- Sayani Ghosh: শিবভক্ত সায়নী! শেষ দফার নির্বাচনে অগাধ ভক্তি-অসীম শ্রদ্ধায় বিশেষ পুজো

এদিকে, এদিন ইটের ঘায়ে মাথা ফেটেছে এক মহিলার। আরও কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে দাবি স্থানীয়দের। পুলিশের বিরুদ্ধেই ইট ছোড়ার অভিযোগ তাঁদের। এলাকার এক মহিলার অভিযোগ, "শাহজাহান শেখের বাহিনী গোটা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। পুলিশকে জানিয়েও কোনও সুরাহা মিলছে না। উল্টে পুলিশ আমাদের উপরেই হামলা করছে।"

আরও পড়ুন- Baranagar Assembly By Elections 2024: চরম অশান্তি বরানগর উপনির্বাচনেও, তেড়ে গিয়ে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ

আরও পড়ুন- Bhangar: ‘ভোট দিলে হাত-পা কেটে নেব’, মারাত্মক হুমকিতে ‘ঘরবন্দি’ ভোটাররা, অশান্তির আগুন ভাঙড়ে

এদিন, সন্দেশখালির বয়ারমারিতেও চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা এক পুলিশ আধিকারিককে তীব্র ভর্ৎসনা করতে দেখা যায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে।

আরও পড়ুন- Diamond Harbour: CPM প্রার্থীকে দেখে তাঁরই এজেন্টের প্রশ্ন ‘আপনি কে?’, ডায়মন্ড হারবারে তাজ্জব কাণ্ড ধরলেন প্রতীকূর!

tmc bjp Sandeshkhali loksabha election 2024
Advertisment