/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Srijan-Bhattacharya-1.jpg)
Srijan Bhattacharya: যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
CPM-Srijan Bhattacharya: যাদবপুর পুনরুদ্ধারে এবারে বাম-বাজি CPM-এর তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। প্রচারে বেরিয়ে গোটা যাদবপুর লোকসভা কেন্দ্র চষে ফেলছেন সৃজন। শনিবার বারুইপুরে প্রচারে এসেছিলেন প্রাক্তন SFI রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। জনসংযোগের মাঝেই তিনি মুখ খুললেন প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিকে নিয়ে।
কেন্দ্রের শাসকদলকে বিঁধে এদিন সৃজন বলেন, "BJP হারবে, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার। একেক দফা ভোট হচ্ছে, আর BJP-র উপর চাপ বাড়ছে। মোদী গ্যারান্টি দিয়ে শুরু করেছিলেন, এখন আবার হিন্দু-মুসলমানে নেমে এসেছেন। আম্বানি-আদানিকেও ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। নির্বাচনে BJP হারছে। কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে।"
আরও পড়ুন- Rachana Banerjee: ‘ওরে বাপরে বাপ!’ লোকাল ট্রেনে উঠেই বললেন রচনা, জিতলে ফের উঠবেন? উত্তরে যা বললেন…
রাজ্যের শাসকদলকেও একহাত নিয়েছেন এই তরুণ বাম নেতা। তিনি বলেন, "ওরা পাঁচিলে বসে জল মাপছে। এরকম কিছু দলকে ধরে BJP বাঁচাতে চাইবে। তাতে লাভ হবে না। আমরা বাকিরা সবাই মিলে BJP-কে কেন্দ্র থেকে সাফ করে দেব, তৃণমূলকে রাজ্যে হাফ করে দেব।"
যাদবপুর লোকসভা কেন্দ্রে লাল ঝান্ডা ওড়াতে এবার বামেদের ভরসা তরুণ নেতা সৃজন ভট্টাচার্য। এই কেন্দ্রে সৃজনের প্রতিপক্ষ প্রার্থী রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। সায়নীও ফি দিন দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে ঝড় তুলছেন। অন্যদিকে, যাদবপুরে এবারে BJP- টিকিটে লড়ছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। তিনিও দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যাদবপুরের আওতাধীন বিধানসভা কেন্দ্রগুলি ধরে ধরে প্রচার সারছেন।