lok sabha election 2024: গতকালই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। তারপরের দিন থেকেই প্রচারে ঝড় তুলেছেন ডান-বাম প্রার্থীরা। ওয়াকিবহাল মহলের একাংশের মত, জনতা জনার্দনের মন পেতে প্রচারে প্রার্থীরাও দুরন্ত সব 'স্ট্র্যাটেজি' নিচ্ছেন। কেউ-কেউ পথের ধারে দাঁড়ানো মায়ের কোল থেকে দুধের শিশু তুলে নিয়ে আদরে ভরাচ্ছেন। কেউ আবার বয়স্কদের দেখলেই সটান পায়ে পড়ে ঢুপ করে সারছেন প্রণাম। অনেকে হাতজোড় করে একগাল হাসি নিয়ে দোকান-বাজার ঘুরে সারছেন প্রচার।
রবিবার সকালে জমাটি প্রচারে যাদবপুর লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর দক্ষিণ বিধানসভার জগদীশপুর থেকে বামেদের রবিবাসরীয় প্রচার শুরু হয়। এদিন সৃজন পায়ে হেঁটে ঘোরেন এলাকা। হাত মেলান পথ চলতি মানুষের সঙ্গে। কখনও চায়ের দোকান কখনও আবার বাজারে ঢুকে মানুষের সঙ্গে হাতে মিলিয়ে জনসংযোগ সারেন তিনি। বৈকন্ঠপুর মোড়ে চলে রোড শো।
এদিন যাদবপুরের আজাদগড় বাজারে ভোটের প্রচারে বেরিয়েছিলেন এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও (Sayani Ghosh)। আজাদগড় বাজার চত্বরে পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে প্রচার সারেন সায়নী।
আরও পড়ুন- Dilip Ghosh on TMC: ‘কেন্দ্র বঞ্চনা করলে ওদের এত বাড়ি-গাড়ি হল কী করে’, তৃণমূলকে ‘দুচ্ছাই’ দিলীপের!
বাঁকুড়ায় এবারও BJP-র প্রার্থী সুভাষ সরকার (Subhash Sarkar)। রবিবার সকালে বাঁকুড়া ধলডাঙা সবজি বাজারে কৃষকদের সঙ্গে কথা বলে প্রচার সারেন সুভাষ সরকার। পায়ে হেঁটে এলাকা ঘুরে জনসংযোগ সারতে দেখা যায় তাঁকে।
ভোটে তপ্ত ঘাটালও (Ghatal)। এবার এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী দেবের (Dev) বিরুদ্ধে বিজেপির বাজি অভিনেতা হিরণ (Hiran)। দুই টলিউড (Tollywood) অভিনেতার লড়াই দেখতে মুখিয়ে পশ্চিম মেদিনীপুরের এই এলাকা। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে পুরোদমে ভোটের প্রচারে নেমে পড়েছেন হিরণ।