Advertisment

Suvendu Adhikari-Sukanta Majumdar: 'এখনই দিল্লি আসুন', 'চাকরি' যাচ্ছে শুভেন্দু-সুকান্তদের? তড়িঘড়ি ডেকে কী বলবেন মোদী, শাহরা?

Lok Sabha Election Results 2024: এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। গতবারের লোকসভা ভোটের নিরিখে যে ফল নেহাতই খারাপ। এদিকে সর্বভারতীয় ভাবেও বিজেপি এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহদের এখন NDA-র শরিক দলগুলির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। বুধবার বিকেলে দিল্লিতে NDA-র বৈঠক হয়েছে। সেই বৈঠকে NDA-র প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছেন। তবে শরিক দলগুলি মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে বিজেপির ওপর।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 suvendu sukanta and other bjp leaders are going to delhi

Suvendu Adhikari- Sukanta Majumdar: শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

Lok Sabha Election 2024 Results-West Bengal: আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে BJP। এবারের লোকসভা নির্বাচনে বঙ্গে কার্যত ভরাডুবি গেরুয়া দলের। রাজ্যে প্রচারে এসে অমিত শাহ, শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারের ৩৫ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। যার ধারে কাছেও পৌঁছাতে পারেনি পদ্ম শিবির। ভোটের ফল প্রকাশের পর এবার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের দিল্লি ডেকেছেন BJP-র শীর্ষ নেতৃত্ব।

Advertisment

রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতেই দিল্লির বিমান ধরছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। এরা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে যে ১২ জন বিজেপির প্রার্থী জিতেছেন তাঁদেরকেও দিল্লিতে ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে দিল্লিতে যাবেন এ রাজ্য থেকে বিজেপির দুই রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এবং শমীক ভট্টাচার্য।

গেরুয়া দল সূত্রে জানা গিয়েছে, বঙ্গে বিজেপির শোচনীয় ফল নিয়ে শুভেন্দু, সুকান্তদের সঙ্গে কথা বলবেন মোদী, শাহ, নাড্ডারা। তৃণমূলের বিরুদ্ধে হাতে-গরম একগুচ্ছ ইস্যু নিয়ে এবারের ভোটে প্রতিবাদের ঝড় তুলেছিল বিজেপি। লোকসভা ভোটের আগে থেকেই রাজ্যজুড়ে তুমুল প্রতিবাদ-আন্দোলন চোখে পড়েছিল।

আরও পড়ুন- World University Ranking: চমকে যাবেনই! পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ! কলকাতা ও যাদবপুরের স্থান কত জানেন?

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বরাবর এব্যাপারে পাশে ছিল দলের বঙ্গ ব্রিগেডের। লোকসভা নির্বাচনের প্রচারেও বাংলায় পালা করে এসেছেন মোদী, শাহ, নাড্ডারা। মোটের উপর বিজেপির জাতীয়স্তরের তাবড় নেতারা ভোটের প্রচারে বাংলাযর মাটি কামড়ে পড়েছিলেন। সেই সঙ্গে রাজ্যজুড়ে প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সুনামি তুলেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতারা।

আরও পড়ুন- Digha: এখবরে ভ্রমণপিপাসুদের মনে সুনামি বইবে! মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? জানুন ঝটপট

এত তোড়জোড় সত্ত্বেও এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ১২টি আসনে জয় পেয়েছে বিজেপি। গতবারের লোকসভা ভোটের নিরিখে যে ফল নেহাতই খারাপ। এদিকে সর্বভারতীয় ভাবেও বিজেপি এবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণেই নরেন্দ্র মোদী, অমিত শাহদের এখন NDA-র শরিক দলগুলির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। বুধবার বিকেলে দিল্লিতে NDA-র বৈঠক হয়েছে। সেই বৈঠকে NDA-র প্রধান নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে সবাই মেনে নিয়েছেন। তবে শরিক দলগুলি মন্ত্রিত্বের জন্য চাপ দিচ্ছে বিজেপির ওপর।

আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!

tmc bjp West Bengal modi Suvendu Adhikari Sukanta Majumder loksabha election 2024
Advertisment