lok sabha election result 2024: ৭ লক্ষ ১০ হাজারের রেকর্ড ব্যাবধানে ডায়মণ্ডহারবার লোকসভা আসন থেকে জিতেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই অভিষেকেই আজ সন্ধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লি পাঠাচ্ছেন মমতা। প্রথমে জোটে থেকেও মাঝে আসন ভাগাভাগি নিয়ে মতের অমিল হওয়ায় বাংলায় একাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। এক্সিট পোলের যাবতীয় সমীক্ষা রিপোর্টকে তুড়ি মেড়ে উড়িয়ে বাংলায় দারুণ ফল করেছে তৃণমূল। ৪২ আসনের মধ্যে শাসক দল একাই ২৯টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি ১২, কংগ্রেস ১টি আসনে জয়ী হয়। এরপরই এক সাংবাদিক বৈঠকে মমতা মোদীকে নিশানা করে বলেন, ভোটের রায়ে মোদীর অহংকার চূর্ণ হয়েছে। পাশাপাশি তিনি মোদী সরকারের পদত্যাগেরও দাবি তোলেন। এদিকে আজই দিল্লিতে ইণ্ডিয়া জোটের বৈঠকে অভিষেককে পাঠানোর কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
আজই দিল্লিতে হতে চলেছে সরকার 'ভাঙা গড়ার' খেলা। আর সেই খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তৃণমূল। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তবে পিছিয়ে নেই ইণ্ডিয়া জোটও। সরকার গড়ার থেকে মাত্র ৩৯ আসন দূরে রয়েছে তারা। এবার খেলা ঘোরাতেই আসরে নামতে চলেছে তৃণমূল।
চলতি নির্বাচনের ফলাফল অনুসারে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিজেপি। যদিও এনডিএ জোট পেয়েছে ২৯৩ আসন। অন্যদিকে বিরোধী ইণ্ডিয়া ২৩৩ টি আসন জিতে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে। এখন মোদী সরকার গঠন করতে টিডিপি এবং জেডি(ইউ-এর শক্ত হাতের প্রয়োজন।
ঠিক এখানেই INDIA জোট NDA-কে 'কাঁটে কা টক্কর'দিতে পুরোপুরি তৈরি। এদিকে আজই দিল্লিতে এনডিএ-ইন্ডিয়া জোট দুটি পৃথক বৈঠকে বসতে চলেছে। সেখানে সরকার গঠনে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) সমস্ত দল বিজেপিকে আশ্বাস দিয়েছে যে তারা সরকার গঠনে বিজেপিকে সমর্থন করবে। বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া NDA বৈঠকে JDU, LJP, TDP, JDS এবং শিবসেনা অংশ নেবে। তথ্য অনুযায়ী, বিকেল চারটেয় এনডিএ-র সাংগঠনিক দলগুলির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এই বৈঠকে সরকার গঠন নিয়ে আলোচনা হবে।
একই সঙ্গে বিরোধী দল ইণ্ডিয়া জোটও এক বৈঠক করবে। সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-এসপি (এনসিপি-এসপি) প্রধান শরদ পাওয়ার মঙ্গলবার নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছিলেন যে আগামীকাল অর্থাৎ বুধবার দিল্লিতে একটি বৈঠক করবে ইণ্ডিয়া জোট। শিবসেনা এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, যারা এনডিএ-র অংশ, তারাও নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠনে তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। আজ দিল্লিতে NDA বৈঠকে যোগ দেবেন উভয় দলের নেতারা। মহারাষ্ট্রে শিবসেনা সাতটি এবং এনসিপি একটি আসনে জিতেছে।
তেলুগুদেসাম পার্টি (টিডিপি) জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। অপরদিকে জনতা দল ইউনাইটেড (জেডিইউ) জোটের তৃতীয় বৃহত্তম দল। জেডিইউ-এর বলেছেন, জনগণের সিদ্ধান্তই সর্বাগ্রে। এনডিএ-তে থাকাকালীন জেডিইউ বিজেপির সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রে এনডিএ সরকার গঠন করা হবে।
আরও পড়ুন : < Loksabha Elections Results 2024: সন্দেশখালি ইস্যুতে খেলা ঘোরালো বিজেপি, সবুজ ঝড়েও কীভাবে পেল এক্সট্রা মাইলেজ? >
লোক জনশক্তি পার্টি-রাম বিলাস প্রধান চিরাগ পাসওয়ানও বলেছেন যে তিনি কোনও পরিস্থিতিতেই এনডিএ ছাড়বেন না এবং বুধবার দিল্লিতে অনুষ্ঠিত এনডিএ বৈঠকে যোগ দেবেন। তিনি বলেন, 'আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাতে চাই যিনি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাঁর নেতৃত্বে তৃতীয়বারের মতো কেন্দ্রে সরকার গড়তে চলেছে এনডিএ। এনডিএ-র তৃতীয় মেয়াদ দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা তিনি দেশকে প্রতিশ্রুতি দিয়েছেন। এই সরকার উন্নয়ন সংক্রান্ত সব প্রতিশ্রুতি পূরণ করবে। আমাদের দল এবং সাংসদরা এনডিএ সরকারকে সমর্থন করবে'।
লোকসভা নির্বাচনের ফলাফলের পরে, বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে INDIA জোটের নেতারা বৈঠকে বসবেন। সেখানে উপস্থিত থাকার অভিষেক বন্দোপাধ্যায়েরও। বৈঠকে পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগের বিষয়েও এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে শুরু হয়েছে নতুন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। ঐতিহ্য অনুযায়ী, বৃহস্পতিবার নতুন সরকার গঠনের দাবি জানাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।