Advertisment

Post Poll Violence in Bengal: ভোট-পর্ব মিটতেই বাংলার দিকে দিকে হিংসার আগুন! শাসকদলকে দুষেই সোচ্চার BJP

Post Poll Violence in West Bengal: গত মঙ্গলবারই লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এরাজ্যে গতবারের চেয়ে আসন সংখ্যা কমেছে বিজেপির। তবে শাসকদল তৃণমূল একধাক্কায় ২২ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৯-এ। গেরুয়া দল এবারের লোকসভা ভোটে এরাজ্যে থেকে ১২টি আসনে জয় পেয়েছে। কংগ্রেস জিতেছে একটি আসনে, বামেরা এবারেও খাতা খুলতে পারেনি। তবে ভোট-পর্ব মিটতেই ফের একবার রাজ্যের দিকে দিকে অশান্তি, গন্ডগোলের ছবি সামনে আসছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election results 2024 Post Poll Violence in Bengal Bjp Tmc

Post Poll Violence in Bengal: ব্যারাকপুরে আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তভ বাগচি।

Post Poll Violence: লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই রাজ্যের দিকে দিকে হিংসা-অশান্তির ছবি সামনে আসছে। ভোট পরবর্তী হিংসায় জেলায়-জেলায় হামলা, ভাঙচুরের অভিযোগ উঠছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করছে জোড়াফুল।

Advertisment

ভোট-পর্ব মিটতেই হিংসার আগুন ব্যারাকপুরে। ব্যারাকপুরের ২৪ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর বাড়িতে বেপরোয়াভাবে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যারাকপুরের এবারের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও বিজেপি নেতা কৌস্তভ বাগচি গিয়েছিলেন আক্রান্ত পরিবারটির পাশে দাঁড়াতে। অর্জুন সিং পরে নিজের এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করে সেই খবর জানিয়েছেন।

লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জায়গায়-জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারুইপুরে দলীয় কার্যালয়ে আক্রান্ত কর্মী-সমর্থকদের থাকার জন্য শিবির খোলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে দলের কর্মীদের উপর হামলা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার।

আরও পড়ুন- West Bengal Election Results 2024: বিরোধী ভোট ভাগ করেই ১৯ কেন্দ্রে সবুজ সুনামি! বাকি দশে একশোয় ১০০ তৃণমূল 

তিনি জানিয়েছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি ঘরছাড়াদের ঘরে ফেরাতে প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত ৭০-৮০ জন বিজেপি কর্মী আপাতত আশ্রয় নিয়েছেন বারুইপুরের দলীয় কার্যালয়ে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে শাসকদল।

আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনাতেই রাজপুর সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দলে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ওয়ার্ডের মোট ১২ টি বুথের ৯টিতেই জয় পেয়েছে বিজেপি। ওয়ার্ডের সব কটি বুথ মিলিয়ে একশোরও বেশি ভোটে এগিয়ে রয়েছে গেরুয়া দল। তারই জেরে এই হামলা বলে অভিযোগ পদ্ম শিবিরের। এই ঘটনাতেও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

tmc bjp West Bengal Post Poll Violence in Bengal loksabha election 2024
Advertisment