Advertisment

Suvendu Adhikari On Mamata: ভবানীপুরে পিছিয়ে মমতা, নন্দীগ্রামে এগিয়ে বিজেপি! পরিসংখ্যান তুলে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে এক ট্যুইটের মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে মমতাকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sandeshkhali case investigation sheikh shahjahan enforcement directorate suvendu adhikari bengal minister, সন্দেশখালি মামলার তদন্ত শেখ শাহজাহান মমতার দুই মন্ত্রী ইডি শুভেন্দু অধিকারী

Mamata Banerjee-Suvendu Adhikari: মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী।

lok sabha election results 2024: লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই বিজেপির রাজ্য নেতৃত্বকে বারে বারে দলের হেভিওয়েট প্রার্থীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। ফলাফলের নিরিখে রাজ্যে ৪২ আসনের মধ্যে ২৯টিতে জয়ী হয়েছে শাসকদল। অন্যদিকে মাত্র ১২টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন ।

Advertisment

ভোটের ফলাফলের পরই তা নিয়ে পর্যালোচনায় বসেছে সব দলই এবার ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই ভাল ব্যবধানে বিজেপির এগিয়ে থাকা নিয়েই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে এক ট্যুইটের মাধ্যমে পরিসংখ্যান তুলে ধরে মমতাকে নিশানা করেছেন। শুভেন্দু যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভার আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি তে - ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ বেশ অনেকটাই পিছিয়ে তৃণমূল। ভাল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি।

আরও পড়ুন : < Soham Chakraborty: ‘জনপ্রতিনিধি হিসেবে কাজটা ঠিক হয়নি’, দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহম >

এক্স হ্যান্ডলে শুভেন্দু লিখেছেন, "দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না…! কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হওয়া লোকসভা নির্বাচনে আমি নিজে যে নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ভোট দিয়েছি ও আমার পরিবারের সদস্যরা কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে ভোট দিয়েছেন তার ফলাফল তুলে ধরলাম।"

তাতে দেখা যাচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলের বুথে ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৩৮০টি ভোট, তৃণমূল পেয়েছে ১৯৮টি ভোট। ব্যবধান যেখানে ১৮২ ভোটের।

আরও পড়ুন : < Mamata Banerjee: ভোট মিটতেই ফের ময়দানে মুখ্যমন্ত্রী! বাড়িতে ডেকে আজ কী বলবেন সাংসদদের? >

কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের প্রভাত কুমার কলেজের বুথের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু ট্যুইট করেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৫০৫টি ভোট। তৃণমূল পেয়েছে ৪৩২টি ভোট যেখানে ব্যবধান ৭৩ ভোটের।

এর পাশাপাশি ২০২২ সালের পৌর নির্বাচনের কথা মনে করিয়ে মমতা আক্রমণ করেছেন শুভেন্দু। তিনি লিখেছেন, দলদাস রাজ্য নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ও চটি চাটা পুলিশের পাহারায় ২০২২ সালের পৌর নির্বাচন করিয়ে মাননীয়া বড় গলায় বলেছিলেন যে নিজের বুথে জিততে পারে না ! এই বিষয়ে মমতার এবার পর্যালোচনা করে দেখার দরকার বলেও উল্লেখ করেন শুভেন্দু।

উল্লেখ্য, ২০২১ সালের নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে শুভেন্দুর জয়ের ব্যবধান ছিল ১৯৫৬ ভোটের। এবারের লোকসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে সেই ব্যবধান বেড়ে হয়েছে ৮২০০।

Suvendu Adhikari tmc bjp loksabha election 2024 Mamata Banerjee
Advertisment