Advertisment

Lok Sabha Election Schedule 2024 Bengal:বাংলায় ৭ দফায় ভোট, কবে কোন কেন্দ্রে নির্বাচন? ভোট গণনা কবে?

Lok Sabha Election 2024 Schedule: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গতবারেও অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনও এরাজ্যে ৭ দফাতেই হয়েছিল। এবারও পশ্চিমবঙ্গে সেই ৭ দফাতেই লোকসভা ভোট হতে চলেছে। এদিকে, রাজ্যে ভোটের দফা নিয়ে শুরু থেকেই আপত্তি তুলেছিল শাসকদল তৃণমূল। তবে বিরোধীরা কমিশনের এই ৭ দফায় ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Schedule

ECI Lok Sabha Election 2024: দুর্গম বুথগুলোয় ভোটার সংখ্যা হাতেগোনা। (ফাইল ছবি)

Election Commission of India, Lok Sabha Election Schedule: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে প্রথম দফার ভোট। পশ্চিমবঙ্গে এবারও ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেরবার অর্থাৎ ২০১৯ সালেও এরাজ্যে ৭ দফাতেই লোকসভা ভোট হয়েছিল। এবারেও সেই ৭ দফাতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের।

Advertisment

এবছর ভোটের একাধিক দফা-ইস্যু নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল রাজ্যের শাসকদল তৃণমূলের (TMC)। এমনকী রাজ্যে সফররত জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের কাছেও ভোটের দফা নিয়ে আপত্তি তুলেছিল শাসকদল তৃণমূল। তবে শেষমেশ সব দিক বিবেচনা করেই ফের একবার ৭ দফায় লোকসভা ভোটের ঘোষণা কমিশনের।

আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট শুরু। ওই দিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লোকসভা নির্বাচন হবে। রাজ্য়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আগামী ২৬ এপ্রিল। ওই দিন ভোটগ্রহণ রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিঙে।

তৃতীয় দফার ভোট আগামী ৭ মে। ওই দিন ভোটগ্রহণ মালদহ দক্ষিণ, মালদহ উত্তর, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। বাংলায় চতুর্থ দফার ভোটগ্রহণ আগামী ১৩ মে। ওই দিন ভোটগ্রহণ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে।

আরও পড়ুন- Lok Sabha Election Schedule 2024 Updates: দেশজুড়ে ভোটপার্বণ ৭ দফায়, কবে কোথায়? গণনা কবে? জানুন বিস্তারিত

আগামী ২০ মে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ওই দিন ভোটগ্রহণ হবে বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, বারাকপুর, শ্রীরামপুরে। আগামী ২৫ মে রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। ওই দিন তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন আগামী ১ জুন। ওই দিন ভোটগ্রহণ দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর কেন্দ্রে ভোটগ্রহণ।

এরই পাশাপাশি রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৭ মে তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের সঙ্গেই এরাজ্যের ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও একেবারে শেষ দফার লোকসভা নির্বাচনের অর্থাৎ ১ জুন বরাহনগর কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Lok Sabha Election Schedule 2024 Bengal Lok Sabha Election Schedule 2024 West Bengal loksabha election 2024
Advertisment