Advertisment

Amit Shah: '৩৫টি আসনও পেতে পারি', কোন 'গোপন অঙ্কে' এই ব্যাখ্যা শাহের?

Amit Shah in Krishnanagar: জমে উঠেছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2204) লড়াই। ইতিমধ্যেই দুই পর্বের নির্বাচন মিটেছে। এবার পালা তৃতীয় দফার। আগামিকাল গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও তৃতীয় দফার লোকসভা ভোট। মঙ্গলবার নির্বাচন হবে উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok sabha elections 2024 Amit Shah krishnanagar

Amit Shah: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Lok Sabha Elections 2024: রাজ্যে আবারও লোকসভা ভোটের (Lok Sabha Polls 2024) প্রচারে এসে দলের ধুঁয়াধার পারফর্ম্যান্সের প্রত্যাশা শোনা গেল অমিত শাহের মুখে। এবারের নির্বাচনে এরাজ্যে ৩৫টি আসনও তাঁদের দল জিততে পারে বলে আশা প্রকাশ BJP-র অন্যতম শীর্ষনেতা অমিত শাহের (Amit Shah)।

Advertisment

রবিবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়ের (Amrita Roy) সমর্থনে রোড শো (Road Show) করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী এই রোড শোকে কেন্দ্র করে BJP কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুসজ্জিত গাড়িতে অমৃতা রায় ও দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে রোড শো করেন শাহ।

সেখানেই সাংবাদমাধ্যমকে তিনি বলেন, "৩০টির বেশি আসন পাব। ৩৫টিও আসন পেতে পারি।" এদিন ফের একবার অমিত শাহের মুখে শোনা যায় সন্দেশখালি (Sandeshkhali) প্রসঙ্গ। সম্প্রতি সন্দেশখালির এক BJP নেতার ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূলের দাবি, সন্দেশখালির ঘটনা BJP-র পরিকল্পিত। বিজেপি নেতার ভিডিও প্রকাশ করে এই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

আরও পড়ুন- Bomb Blast in Pandua: ভোটের বাংলায় বোমা বিস্ফোরণ! মর্মান্তিক মৃত্যু কিশোরের, রক্তাক্ত আরও ২ নাবালক

এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এটা আগে স্পষ্ট করুন যে আপনি শাহজাহান শেখকে নির্দোষ বলে মনে করেন? রাজ্যের দুর্নীতি এবারের নির্বাচনে বড় ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে।"

amit shah West Bengal bjp loksabha election 2024
Advertisment