Advertisment

Mitali Bag: নববর্ষে অভিনব প্রচার তৃণমূলের মিতালির, ফুচকা খেলেন ও খাওয়ালেন আরামবাগের প্রার্থী

Lok Sabha Elections 2024: ভোট বড় বালাই। নির্বাচন সামনে এলেই প্রার্থীদের মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা ভোটদাতাদের নজর কাড়ার জন্য। প্রত্যেকেই জনতার মাঝে মিশতে চান বিভিন্ন উপায়ে। এদিন নববর্ষের দিনও ছিল চমকে ভরা।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Arambagh TMC Candidate

খানাকুলের এক মেলায় দেখা গেল তৃণমূল প্রার্থী ফুচকা খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন।

Lok Sabha Elections 2024: ভোট বড় বালাই। নির্বাচন সামনে এলেই প্রার্থীদের মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা ভোটদাতাদের নজর কাড়ার জন্য। প্রত্যেকেই জনতার মাঝে মিশতে চান বিভিন্ন উপায়ে। এদিন নববর্ষের দিনও ছিল চমকে ভরা।

Advertisment

হুগলি জেলার একপ্রান্তে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় যখন লঞ্চে চেপে সুদূর চন্দননগর থেকে ত্রিবেণী অবধি অভিনব প্রচারে সামিল হয়েছিলেন ঠিক তেমনই জেলার অপরপ্রান্তে খানাকুলের এক মেলায় দেখা গেল তৃণমূল প্রার্থী ফুচকা খাচ্ছেন এবং খাওয়াচ্ছেন। আরামবাগ লোকসভায় এবার তৃণমূল প্রার্থী হয়েছেন মিতালি বাগ। গোঘাট থানার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা দরিদ্র এই আইসিডিএস কর্মী তৃণমূলের বাজি এবার।

আরামবাগ লোকসভা এবার টাফ সিট শাসকদলের কাছে। লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৪টি বিধানসভা বিজেপির দখলে। এমন অবস্থায় গতবারের জয়ী প্রার্থী অপরূপা পোদ্দারকে বসিয়ে মিতালি বাগকে প্রার্থী করে তৃণমূল। বর্তমানে জেলা পরিষদ সদস্যা মিতালি প্রার্থীপদ পাওয়ার পর থেকেই যারপরনাই ছুটে দৌড়ে বেড়াচ্ছেন তাঁর লোকসভা অন্তর্গত বিভিন্ন এলাকায়।

এদিন বাংলা নববর্ষের দিনও বাদ ছিল না। এদিন সকাল সকাল তিনি খানাকুল ব্লকে পৌঁছন প্রচারের জন্য। প্রথমে এক ধর্মীয় সভায় যোগ দিয়ে দোয়া নিয়ে চলে আসেন শতাব্দী প্রাচীন হিরাপুরের ভগবতী মেলায়। এখানে তারিয়ে তারিয়ে টকজল সহকারে ফুচকা খেতে দেখা যায় তাঁকে। শুধু নিজে নয় পার্শ্ববর্তী মহিলাদেরও খাওয়ান তিনি। জানান এই গরমে টকজল খাওয়া ভালো। অন্যদিকে জাঙ্গিপাড়াতে গিয়ে এদিন শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুকে দেখা যায় আদিবাসীদের সঙ্গে তিরন্দাজি প্রতিযোগিতাতে অংশ নিতে।

Arambagh West Bengal tmc bjp loksabha election 2024
Advertisment