Advertisment

Bengal BJP: লোকসভার তোড়জোড় শুরু বঙ্গ বিজেপির, সুকান্ত-শুভেন্দুর সঙ্গে দিলীপকে বড় দায়িত্ব হাইকমান্ডের

২০১৯-এর কথা মাথায় রেখে চব্বিশের নির্বাচনেও দিলীপে ভরসা রাখছে গেরুয়া শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal BJP Election Committee 2024

লোকসভা নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালন কমিটির মাথায় কে থাকবেন তা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিজেপি।

Bengal BJP gears up for Lok Sabha Elections 2024: বঙ্গে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) দামামা আগেই বাজিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। এবার প্রস্তুতির তোড়জোড় শুরু করে ফেলল বিজেপিও (BJP)। লোকসভা নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিচালন কমিটির মাথায় কে থাকবেন তা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিজেপি। এই কমিটির মাথায় থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সল্টলেকের রাজ্য দফতরে একটি দলীয় বৈঠক হয়। সেখানেই বৈঠকে বসে শীর্ষ নেতৃত্ব এই কমিটি তৈরি করেছে।

Advertisment

খুব একটা চমক নেই এই কমিটিতে। সবদিক ভারসাম্য রেখে এই কমিটি বানানো হয়েছে। সুকান্তের পরই কমিটিতে নাম রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তার পরে চার সাংসদ-মন্ত্রীর নাম। সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা। তার পরে রয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। যদিও রাজ্য বিজেপিতে এখন কোনও পদে নেই তিনি। তবুও ২০১৯-এর কথা মাথায় রেখে চব্বিশের নির্বাচনেও দিলীপে ভরসা রাখছে গেরুয়া শিবির। সেবার এরাজ্য থেকে ১৮টি আসন পেয়েছিল তারা।

দিলীপের পাশাপাশি কমিটিতে জায়গা পেয়েছেন আর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও। ২০ জনের এই কমিটিতে রাজ্যের পাঁচ সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পাল দীপক বর্মণ এবং জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও রয়েছেন সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সতীশ ধন্দ। মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র থাকলেও কমিটিতে অন্য কোনও মোর্চার পদাধিকারী নেই।

আরও পড়ুন Modi Government: কাকতালীয় নাকি কৌশল? মমতার ধর্নায় কয়েক ঘন্টা আগেই বিরাট উদ্যোগ কেন্দ্রের!

পর্যবেক্ষক মঙ্গল পান্ডে, দুই সহ পর্যবেক্ষক অমিত মালব্য এবং আশা লাকড়া বিশেষ আমন্ত্রিত সদস্য হিসাবে কমিটিতে রয়েছেন। একই ভাবে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল।

Sukanta Majumder West Bengal Suvendu Adhikari bjp tmc
Advertisment