Advertisment

Rekha Patra: পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর আশঙ্কা! তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ রেখা পাত্র, কিন্তু কেন?

Rekha Patra Moves to High Court: সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিও কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন রেখা। পাশাপাশি হাইকোর্টের কাছে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali basirhat bjp candidate rekha patra viral video

বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র।

Rekha Patra Moves to High Court: সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিও কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর বিরুদ্ধে কটা মামলা করেছে পুলিশ তা জানতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেছেন রেখা। পাশাপাশি হাইকোর্টের কাছে নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

Advertisment

প্রসঙ্গত, সন্দেশখালির স্টিং ভিডিও প্রকাশ্যে আসতেই গঙ্গাধর কয়াল এবং রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সন্দেশখালির এক ব্যক্তি তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে খবর। গত ৪ মে সকালে ভাইরাল সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও। তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

সেই ভিডিওতে গঙ্গাধর দাবি করেন, সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগ সাজানো। মহিলারা টাকার বিনিময়ে শাহজাহান শেখ এবং তাঁর সাগরেদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। বিজেপির দাবি, ভিডিওটি ভুয়ো এবং বিকৃত। সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গঙ্গাধর।

আরও পড়ুন Sandeshkhali Incident: আত্মসমর্পণ করেও রেহাই নেই! জেল হেফাজতে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি

রেখা পাত্রও ভিডিওটিকে ভুয়ো বলে দাবি করেছেন। সেই স্টিং ভিডিওর জেরেই গঙ্গাধর এবং রেখার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বিজেপি প্রার্থীর সন্দেহ, পুলিশ আরও মামলা দায়ের করে থাকতে পারে। তাই কটা মামলা রয়েছে তা জানতে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেখা। যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করে পুলিশ তাই রক্ষাকবচের আবেদন করেছেন রেখা।

bjp Calcutta High Court West Bengal Sandeshkhali Rekha Patra
Advertisment