Advertisment

Tapas Roy meets Biman Bose: হঠাৎ আলিমুদ্দিনে বিমানের দুয়ারে তাপস, ভোট চাইতে নাকি অন্য কিছুর ইঙ্গিত?

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন দাপুটে বিধায়ক তাপস রায়। তার পর যোগ দেন বিজেপিতে। বিজেপি বরানগরের প্রাক্তন বিধায়ককে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী করেছে। এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দুয়ারে তাপস রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tapas Roy meets Biman Bose

সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয়ে গিয়ে বিমানের সঙ্গে দেখা করলেন তাপস।

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন দাপুটে বিধায়ক তাপস রায়। তার পর যোগ দেন বিজেপিতে। বিজেপি বরানগরের প্রাক্তন বিধায়ককে উত্তর কলকাতা লোকসভা আসনে প্রার্থী করেছে। এবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর দুয়ারে তাপস রায়।

Advertisment

সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর কার্যালয়ে গিয়ে বিমানের সঙ্গে দেখা করলেন তাপস। তাঁর সঙ্গে ছিলেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ। বস্তুত তমোঘ্নও আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে। আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে তাপস-তমোঘ্ন দেখা করেন বিমান বসুর সঙ্গে। প্রায় ১৩ মিনিট মতো তাঁদের মধ্যে আলোচনা হয়। সাক্ষাৎ নিয়ে তাপস রায় বলেছেন, 'উত্তর কলকাতার ভোটার হলেন বিমান বসু। প্রচারে বেরিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ যখন করছি তখন বিমান বসুর কাছেও ভোট চাইতে এলাম। ওঁর আশীর্বাদ যেন আমার মাথায় থাকে সেই আবেদন করলাম।'

তৃণমূলে থাকলেও তাপস রায়ের সঙ্গে বাম-ডান সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সুসম্পর্ক। মতাদর্শগত পার্থক্য থাকলেও তাপস রায়কে প্রবীণ রাজনীতিবিদ হিসাবে অনেকেই শ্রদ্ধা করেন। এবছর জানুয়ারি মাসে তাপস রায়ের বাড়িতে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হানার পর থেকেই তাপস রায় আরও শিরোনামে আসেন। তখন বাম-বিজেপি সব রাজনৈতিক দলই তাপসের বাড়িতে হানা নিয়ে হতবাক হয়ে যান।

আরও পড়ুন ‘মারাত্মক কথা’ TMC বিধায়কের মুখে! বিস্ফোরক ভিডিও পোস্টে তোলপাড় ফেললেন শুভেন্দু

এদিকে, এই কেন্দ্রীয় এজেন্সির হানার পর দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন তাপস রায়। তাঁর অভিমান হয়, কেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর খোঁজ নেননি বা ফোন করে কথা বলেননি। শেষপর্যন্ত তৃণমূলই ছেড়ে দেন তাপস। তখনও তাপস রায়ের পাশে দাঁড়ান বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। এদিন বিমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ, বামফ্রন্ট চেয়ারম্যানকে তাঁর প্রণাম সেই সুসম্পর্ক বজায় রাখারই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল।

bjp biman bose CPIM West Bengal Tapash Ray loksabha election 2024
Advertisment