Dev: দেবকে দেখে বিমানবন্দরে 'জয় শ্রীরাম' ধ্বনি! পাল্টা সাংসদ যা করলেন সবাই দেখে হতবাক

Jai Shree Ram Slogan: কয়েকদিন আগেই রামনবমী উপলক্ষে ভগবান রামের পুজো করেছিলেন। দিয়েছিলেন জয় শ্রীরাম ধ্বনিও। এবার তাঁকেই শুনতে হল জয় শ্রীরাম ধ্বনি। তাতে মোটেও বিচলিত না হয়ে মানবিকতার পরিচয় দিলেন টলিপাড়ার সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী।

Jai Shree Ram Slogan: কয়েকদিন আগেই রামনবমী উপলক্ষে ভগবান রামের পুজো করেছিলেন। দিয়েছিলেন জয় শ্রীরাম ধ্বনিও। এবার তাঁকেই শুনতে হল জয় শ্রীরাম ধ্বনি। তাতে মোটেও বিচলিত না হয়ে মানবিকতার পরিচয় দিলেন টলিপাড়ার সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী।

author-image
IE Bangla Web Desk
New Update
dev actor and mp shared if he is married and have a son Tollywood news

Dev News- কী উত্তর দিলেন দেব?

Jai Shree Ram Slogan: কয়েকদিন আগেই রামনবমী উপলক্ষে ভগবান রামের পুজো করেছিলেন। দিয়েছিলেন জয় শ্রীরাম ধ্বনিও। এবার তাঁকেই শুনতে হল জয় শ্রীরাম ধ্বনি। তাতে মোটেও বিচলিত না হয়ে মানবিকতার পরিচয় দিলেন টলিপাড়ার সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী।

Advertisment

ঠিক কী হয়েছিল

ঘাটালের বিদায়ী সাংসদকে দেখে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে এক জনৈক ব্যক্তি জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। তাতে কোনও বিরক্তি প্রকাশ করেননি দেব। ঘাটালের তৃণমূল প্রার্থী বরং ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন দেব। আবার হাতও মেলালেন। দেবের এই প্রতিক্রিয়ায় সেই ব্যক্তিও হতবাক।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে ভোটের প্রচারে গিয়েছেন দেব। এদিন বাগডোগরা বিমানবন্দরে থেকে বেরোতেই এই কাণ্ড ঘটে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'রামনবমীতে 'জয় শ্রীরাম' বলতে আমার কোনও অসুবিধা নেই। ভারতবাসীকে কেউ যেন ধর্ম না শেখায়। আমরা মসজিদেও যাই, আবার অনেক মুসলমান শিরডি সাঁইবাবা মন্দিরেও যান। হ্যাঁ, অনেক সময় বিরোধী দলের লোকজন দেখলে স্লোগান দেয়, ঠিক আছে।”

Advertisment

আরও পড়ুন Dilip Ghsoh: হনুমান জয়ন্তীতে গদা হাতে প্রচার দিলীপের! ব্যাট হাতে কীর্তিকে প্যাকিংয়ের হুঙ্কার

কিন্তু দেব কোনও বিরক্তি প্রকাশ না করে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন তাতে প্রত্যক্ষদর্শীরাও অবাক হয়েছেন। দেব বললেন, 'দেব জানে সবটা কী ভাবে সামলাতে হয়। সব কিছু রাগ, অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালবাসা দিয়েও হয়। সবার আগে উনি ভারতবাসী এবং আমরাই এই বিভাজনটা করে রেখেছি। হিন্দু-মুসলিম, বিজেপি, তৃণমূল— বড় বড় নেতা এই বিভাজন তৈরি করে। ভালবাসা দিয়ে সবটাই হয়। উনি ‘জয় শ্রীরাম’ বলছেন আমাকে দেখে, এটা ওঁর দোষ নয়।' দেবের এই গান্ধীগিরিতে রাজনৈতিক মহলও তাঁর গুণগান করছে।

tmc bjp Dev West Bengal Jai Sri Ram loksabha election 2024