Lok Sabha Elections 2024: 'বরকতদার কংগ্রেস এখন আর নেই। উনি বলেছিলেন সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হবে। সেই কাজ তৃণমূল করেছে। বরঞ্চ এখনকার কংগ্রেসের যিনি বাংলার হর্তাকর্তা সেই অধীররঞ্জন চৌধুরী বিজেপির হয়ে সত্যিকারের দালালি করছেন।' রবিবার মালদায় তৃণমূলের দুই প্রার্থীর সমর্থনে নির্বাচনী কর্মীসভায় এসে এভাবেই বিরোধী দল বিজেপি এবং বাম-কংগ্রেসকে তুলোধোনা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে উপস্থিত হয়েছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সী, দলের সহ-সভাপতি বাবলা সরকার প্রমূখ।
এদিন নির্বাচনী কর্মী সভায় মালদার প্রতিটি ব্লকের বুথ স্তরীয় নেতাদের উপস্থিতিতে লোকসভার তৃণমূলের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়েও দলের জেলা নেতৃত্বের সঙ্গেও মতামত বিনিময় করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে এদিন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান এবং উত্তর মালদার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত হয়েছিলেন।
এদিন নির্বাচনী কর্মিসভা শেষ করার পর সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'এখন বরকতদার কংগ্রেস আর কোথায়? ওরা সিপিএমের হাত ধরেছে। বরকতদা যে কথা বলে গিয়েছিলেন, সেই সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলেছে তৃণমূল। বরঞ্চ বিজেপির নেতারা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছে, তাঁকে সমর্থন জানাচ্ছে সাংসদ অধীররঞ্জন চৌধুরী। আসলে উনি বিজেপির সত্যিকারের দালালি করছেন।'
আরও পড়ুন Sisir Adhikari: ‘শুভেন্দু মারলে বাঁচত না!’, মমতার চোট নিয়ে বিস্ফোরক শিশির, পাল্টা কী জবাব তৃণমূলের?
মন্ত্রী ফিরহাদ হাকিম আরও বলেন, 'বিগত দিনে পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের ৩৪ জন সাংসদ ছিলেন, তখন ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা আটকাতে পারেনি কেন্দ্র। আবাস যোজনা প্রকল্পের টাকাও দিয়েছে ওরা। পরবর্তীতে যখন সাংসদ সংখ্যা কমে গিয়ে যায়, তখনই এই ধরনের আচরণ করছে কেন্দ্রের মোদী সরকার। ওরা আমাদের রাজ্য থেকে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। অথচ আমরা কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা পাব, সেটা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমস্ত সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। অথচ বিজেপি বিভেদের রাজনীতি করে যাচ্ছে।'
ফিরহাদ হাকিম বলেন, 'বিগত দিনে মালদার লোকসভা কেন্দ্রের নির্বাচনের অঙ্কটা ছিল অন্যরকম। কিন্তু এবারে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মালদার দুটি লোকসভা কেন্দ্রে দুই প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। কারণ, মানুষ আর বিরোধী ওইসব দলকে সহ্য করছে না। মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন, তাতেই এই বাংলার মানুষ জয়ের কথা বলে দিচ্ছে।'