Advertisment

Ghatal TMC Celebration: ভোটের মধ্যেই ঘাটালে তৃণমূলের বিজয়োৎসব! সবুজ আবিরে ঢাকলেন দেব

Lok Sabha Elections 2024: ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে বিজয়োৎসব তৃণমূলের। সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ধানেশ্বরপুরে তখনও কয়েক ঘণ্টা বাকি ষষ্ঠ দফার ভোটপর্ব শেষ হতে। কিন্তু তার আগেই দলীয় কর্মীদের উচ্ছ্বাসের জোয়ার দেখা গেল তৃণমূল প্রার্থী দেবকে ঘিরে। প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক দেবকে ঘিরে ধরে উৎসবে মেতে ওঠেন। তাঁকে সবুজ আবির মাখিয়ে, গলায় ফুলের মালা পরিয়ে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ghatal TMC Celebration, Dev, Hiran Chatterjee, Lok Sabha Elections 2024

Lok Sabha Elections 2024: সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের।

Lok Sabha Elections 2024: ভোট শেষ হওয়ার আগেই ঘাটালে বিজয়োৎসব তৃণমূলের। সবুজ আবির মেখে দেবকে নিয়ে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের। শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের ধানেশ্বরপুরে তখনও কয়েক ঘণ্টা বাকি ষষ্ঠ দফার ভোটপর্ব শেষ হতে। কিন্তু তার আগেই দলীয় কর্মীদের উচ্ছ্বাসের জোয়ার দেখা গেল তৃণমূল প্রার্থী দেবকে ঘিরে। প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক দেবকে ঘিরে ধরে উৎসবে মেতে ওঠেন। তাঁকে সবুজ আবির মাখিয়ে, গলায় ফুলের মালা পরিয়ে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা।

Advertisment

দেব বলেছেন, 'অতিরিক্ত গরম, আর্দ্রতা উপেক্ষা করে যেভাবে তিনমাস দিন রাত এক করে এসব মাথায় না রেখে সবাই মাঠে নেমেছেন, পরিশ্রম করেছেন, এটা তারই বহিঃপ্রকাশ। তাঁরা ভেবেছেন আমি জিতেই গেছি। তাই এই উৎসব।' পাল্টা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, 'পুলিশ-কেন্দ্রীয় বাহিনী-তৃণমূল কংগ্রেসের সেটিং, একসঙ্গে নেমেছে আমাকে হারাতে। কিন্তু মানুষ ভোট দিয়ে আমাকে জেতাবে। মোদীকে জেতাবে। কারণ এটা মোদীজির ভোট।'

এদিন হিরণ কেশপুরবন্দি হয়ে রইলেন প্রায় দিনভর। সারাদিন কেশপুরে বিক্ষোভ-অশান্তির মুখে পড়লেন টলিউড অভিনেতা! আর দেব কখনও গাড়িতে, কখনও মোটরসাইকেলে চষে ফেললেন একাধিক বিধানসভা এলাকা। হিরণ যখন কেশপুর থেকে বের হতেই পারলেন না বা বেরোলেন না, দেখা গেল দেব তখন কেশপুরমুখোই হলেন না।

আরও পড়ুন Dev: দুরন্ত দেব! ফোন আসতেই তড়িঘড়ি সিদ্ধান্ত, মাথায় চড়ালেন হেলমেট, বাইকে চেপে গেলেন কোথায়?

যেখানে সারাদিন হিরণের শরীরী ভাষায় রাগ-হতাশা দেখা গেল, সেখানে উল্টোদিকে দেব একেবারে ফুরফুরে, তাঁর ছবির ভাষায় বলতে গেলে বিন্দাস! রাজনৈতিক মহলের মতে, ঘাটালের ফলাফল কী হবে তা নির্ভর করবে অনেকটা কেশপুর বিধানসভায় লিড কেমন হবে তার উপর। দিনভর কেশপুরে বিক্ষোভ-অশান্তির মুখে পড়ে হিরণ বললেন, ভোট কোথায় হয়েছে, শুধু পাগলু ডান্স হয়েছে। প্রতিপক্ষকে নিয়ে যখন হিরণের মুখে কটাক্ষ ঝরে পড়ছে, সেইসময় সদাশান্ত দেব। শেষবেলায় দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠা দেখে দেবের শরীরী ভাষা অনেক উত্তর দিয়ে দিচ্ছে।

Dev West Bengal Ghatal Hiran Chatterjee লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment