Advertisment

Bishnupur Lok Sabha: সন্দেশখালি বানিয়ে দেওয়ার হুমকি, খণ্ডঘোষে বিজেপির নিশানায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

খণ্ডঘোষের শাঁকারীর বিজেপি নেতা অরূপ ভট্টাচার্য অভিযোগে বলেন, এদিন দুপুরে বাইকে চড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শাঁকারী উত্তরপাড়ায় আসে। তখন সেখানকার ১৫৫ নম্বর বুথে ভোট চলছিল। ওই দুষ্কৃতীরা দু’জন বিজেপি সমর্থককে মারধর করে। বিজেপির বুথ সভাপতিকে কেটে ফেলার হুমকি দেয়।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
Lok Sabha Elections 2024

ভোটের ময়দানে হুমকিতে যুক্ত হল সন্দেশখালির নাম।

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট হল বিষ্ণুপুর লোকসভা আসনে। কিন্তু এদিন ভোটের ময়দানে হুমকিতে যুক্ত হল সন্দেশখালির নাম। তাও আবার যে সে হুমকি নয়, বিষ্ণুপুর লোকসভা অধীন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শাঁকারী উত্তরপাড়াকে সন্দেশখালি বানিয়ে দেওয়া ও মেয়েদের শ্লীলতাহানি-ধর্ষণ করার হুমকি। আর তা নিয়েই শনিবার শাঁকারী উত্তরপাড়া স্কুলের ১৫৫ নম্বর বুথ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন হুমকির বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় উত্তেজনা নিয়ন্ত্রণে আসে। তৃণমূল নেতৃত্ব যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে।

Advertisment

নির্বাচন কমিশন ষষ্ঠ দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার আশ্বাস দিলেও পুরনো ছন্দই এদিন বিভিন্ন জেলায় ভোটের ময়দানে ফুটে ওটে। বিষ্ণুপুর লোকসভা অধীন খণ্ডঘোষ ও গলসিতেও তার ব্যতিক্রম ঘটে না। খণ্ডঘোষের শাঁকারীর বিজেপি নেতা অরূপ ভট্টাচার্য অভিযোগে বলেন, এদিন দুপুরে বাইকে চড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শাঁকারী উত্তরপাড়ায় আসে। তখন সেখানকার ১৫৫ নম্বর বুথে ভোট চলছিল। ওই দুষ্কৃতীরা দু’জন বিজেপি সমর্থককে মারধর করে। বিজেপির বুথ সভাপতিকে কেটে ফেলার হুমকি দেয়।

শুধু তাই নয়, ওই দুষ্কৃতীরা শাঁকারীকে সন্দেশখালি বানিয়ে দেওয়া ও এলাকার মেয়েদের শ্লীলতাহানি ও ধর্ষণ করার হুমকিও দেয়। এসব শুনে এলাকার মহিলারা প্রতিরোধে নামলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পিছু হঠে। পরিজয় নিশ্চিত বুঝেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন হুমকি দেয় বলে অরুপ ভট্টাচার্য এমন অভিযোগ করেন। একই দিনে খণ্ডঘোষ বিধানসভার গলসির খানো গ্রামে বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো এবং খানো প্রাথমিক বিদ্যালয়ের ২৯ নম্বর বুথে যাবার রাস্তা আটকে বিরোধীদের বাধা দেবার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খন্ডঘোষের আতকুল্যা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নম্বর বুথের ভোটারদেরও ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিরোধীরা।

আরও পড়ুন Lok Sabha Election 2024 Phase 6 Voting Highlights: গড়বেতা-কেশপুরের অশান্তির মাঝেই শেষ ষষ্ঠদফার ভোটপর্ব, বাংলায় রেকর্ড ভোটদান, টেক্কা সব রাজ্যকে

যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। আর বিষ্ণুপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এদিন গলসিতে পৌছে বলেন, সিপিএম ও বিজেপি জন বিচ্ছিন্ন পার্টি। সারা বছর মানুষের সঙ্গে ওরা কোনও যোগাযোগ রাখে না। তাই ভোটের দিন শুধু মিথ্যা অভিযোগ করে সময় কাটিয়েছে। বাইক বাহিনী
শাঁকারীকে সন্দেশখালি বানিয়ে দেওয়ার হুমকি নিয়ে সুজাতা বলেন, “বাইক নিলেই সে দুষ্কৃতী হয় নাকি! সন্দেশখালি বিজেপির সাজানো তা প্রমাণ হয়ে গেছে“।

bjp Bishnupur Sandeshkhali loksabha election 2024 লোকসভা নির্বাচন ২০২৪
Advertisment