Advertisment

Rekha Patra: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাইছে না সন্দেশখালি! ভূমিকন্যার বিরুদ্ধে পোস্টারে শোরগোল

BJP Candidate List: সন্দেশখালির মেয়েকে দিল্লির লড়াইয়ে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্রে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বাজি সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে প্রতিবাদী মুখ রেখা পাত্র। কিন্তু প্রার্থী ঘোষণার একদিন পেরোতেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালি বিধানসভা এলাকায়। তবে ঘটনায় তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। যা অস্বীকার করেছে জোড়াফুল শিবির।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandeshkhali basirhat bjp candidate rekha patra viral video

বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র।

BJP Candidate List: সন্দেশখালির মেয়েকে দিল্লির লড়াইয়ে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। বসিরহাট কেন্দ্রে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বাজি সন্দেশখালির নারী নির্যাতন নিয়ে প্রতিবাদী মুখ রেখা পাত্র। কিন্তু প্রার্থী ঘোষণার একদিন পেরোতেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালি বিধানসভা এলাকায়। তবে ঘটনায় তৃণমূলের চক্রান্ত দেখছে বিজেপি। যা অস্বীকার করেছে জোড়াফুল শিবির।

Advertisment

রবিবার রাজ্যের ১৯টি আসনে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় নাম রয়েছে রেখা পাত্রর। সোমবার সকালেই রেখার নামে সন্দেশখালি, পাত্রপাড়া এবং ত্রিমোহিনী অঞ্চলে পোস্টার পড়েছে। একটি পোস্টারে লেখা রয়েছে, 'বিজেপি প্রার্থী হিসাবে রেখা পাত্রকে চাইছি না।' আরেকটিতে লেখা, 'সন্দেশখালির আন্দোলনকারীরা রেখা পাত্রকে চায় না।'

বিজেপি দাবি করেছে, এটা দলের কারও কাজ নয়। তৃণমূলের ষড়যন্ত্র বলে গেরুয়া শিবিরের দাবি। দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেছেন, 'এই পোস্টার আমাদের দলের থেকে কেউ লাগায়নি। তৃণমূল রাজনীতি করার জন্য কাউকে দিয়ে করিয়েছে।' পাল্টা সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন, 'সন্দেশখালিতে যাঁরা এতদিন ধরে বিজেপি করছেন, তাঁরা জানেন যে বিজেপি এই আন্দোলনটা কাদের দিয়ে করিয়েছিল। আর যাঁদের দিয়ে আন্দোলন করিয়েছিল, তাঁদের মধ্যে থেকেই প্রার্থী করা হয়েছে। সেই কারণে বিজেপির পুরনো কর্মীরা আজ ক্ষুব্ধ। পোস্টার ফেলছেন রেখা পাত্রের বিরুদ্ধে।'

আরও পড়ুন BJP Candidate List: বাংলায় বাকি আসনে প্রার্থী ঘোষণা BJP-র, শিকে ছিঁড়ল কার ভাগ্যে?

উল্লেখ্য, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়ে প্রথম নজরে আসেন রেখা পাত্র। তাঁর অভিযোগের ভিত্তিতেই শিবু হাজরাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। পরে গ্রেফতার হন শিবু। সেই প্রতিবাদী মুখ রেখা পাত্রকেই প্রার্থী করেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, বসিরহাট আসনের প্রার্থী বাছাইয়ে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। অনেক অঙ্ক কষেই মোদী রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৬ মার্চ বারাসতে সভা করতে এসে সন্দেশখালির মহিলাদের কয়েকজনের সঙ্গে দেখা করেন মোদী। সেখানেই ছিলেন রেখা। সেই সময় থেকেই রেখা পাত্রকে প্রার্থী করার বিষয়ে ভেবে রেখেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কেউ টের পায়নি এই বিষয়ে।

tmc bjp Sandeshkhali loksabha election 2024
Advertisment