Advertisment

Attacks on BJP Workers: চুলের মুঠি ধরে ফেলে মার BJP-র মহিলা কর্মীকে, শ্লীলতাহানিরও অভিযোগ, ধৃত ৬

Lok Sabha Polls 2024: লোকসভা ভোটের আবহে আবারও রাজনৈতিক উত্তেজনা। ব্যাপক মারধরের অভিযোগ BJP কর্মীদের। জখম এক মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তদন্তে নেমে ৬ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
lok sabha elections 2024 purba bardhaman raina Attacks on BJP Workers

Attacks on BJP Workers: বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।

Lok Sabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, নির্বাচন কমিশনের নজরদারি সবই রয়েছে। তাতেও যেন রেহাই নেই। লোকসভা ভোটের সময় ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের রাায়নার হিজলনা। ব্যাপক মারধরের অভিযোগ BJP কর্মীদের। জখম এক মহিলা বিজেপি কর্মীর শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে। তদন্তে নেমে ৬ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) উপলক্ষে কয়েকজন BJP কর্মী–সমর্থক বামুনিয়া গ্রামে তাঁদের দলের পতাকা টাঙাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কয়েকজন লাঠি, রড, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী–সমর্থকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে বিজেপি কর্মী–সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।

গেরুয়া দলের এক মহিলা কর্মীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠেছে। ওই মহিলা কর্মী থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে মারধর, ভীতি প্রদর্শন ও শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করে অভিযোগে নাম থাকা ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- Kolkata Weather Today: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, আছড়ে পড়বে কালবৈশাখী! তেড়ে বৃষ্টি কোন কোন জেলায়?

এদিকে, দলের কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে রবিবার রায়না থানায় যান বর্ধমান-পূর্ব লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অসীম সরকার। তিনি কথা বলেন থানার ভারপ্রাপ্ত ওসি পুষ্পেন্দু জানার সঙ্গে। আক্রান্তদের সঙ্গেও তিনি কথা বলেন। বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন, "রায়নার হিজলনায় আমাদের কয়েকজন কর্মী দলের পতাকা টাঙাচ্ছিলেন। তখন তৃণমূলের লোকজন তাদের ব্যাপক মারধর করে। বিজেপির দলীয় পতাকা সহ একটি টোটোও পুড়িয়ে দেওয়া হয়েছে।"

জোড়াফুলকে দুষে বিজেপি প্রার্থী আরও বলেন, "পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই তৃণমূল মরিয়া হয়ে এই আক্রমণ চালিয়েছে। আমরা জানতাম তৃণমূল এমন আক্রমণ চালাবে ।কারণ কয়েকদিন আগে অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়ে গেছেন, ৬০ হাজার ভোটে জিততে হবে। না হলে কারো পদ থাকবে না।"

আরও পড়ুন- Srijan Bhattacharya-Sayani Ghosh: সায়নীর বাড়ি যাবেন সৃজন! কেন জানেন?

এরই পাল্টা জবাবে রায়না ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল বলেন, "বিজেপির কয়েকজন কর্মী এলাকায় উত্তেজনা ছড়ানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করলে আমাদের কয়েকজন কর্মী তার প্রতিবাদ করে। তখন কথা কাটাকাটি হয়েছে। মারধরের ঘটনা ঘটেনি।"

burdwan tmc bjp loksabha election 2024
Advertisment