/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Modi_971649.jpg)
Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Lok Sabha Elections 2024: এবারের লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) পশ্চিমবঙ্গে দারুণ ফল করবে BJP, প্রত্যয়ী মোদী (Modi)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রচারে ইতিমধ্যেই বাংলায় বেশ কয়েকবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাঁঝালো বক্তৃতায় তিনি তুলোধনা করেছেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। একের পর এক দুর্নীতি নিয়ে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) দলের প্রতি ফি সভায় বিষোদগার করতে শোনা গিয়েছে নমোকে। এবার সর্বভারতীয় একটি সাংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে BJP-র ফল ভবিষ্যদ্বাণী করতে শোনা গেল মোদীকে।
সম্প্রতি ওড়িশায় (Odisha) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারই ফাঁকে ABP নিউজের সাংবাদিকের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটের ফল নিয়ে বিরাট আশা ব্যক্ত করতে শোনা গিয়েছে মোদীকে। বাংলার প্রসঙ্গ তুলে একযোগে তিনি আক্রমণ শানিয়েছেন বাম-তৃণমূলকে। প্রধানমন্ত্রীর রোষের হাত থেকে বাদ যায়নি কংগ্রেসও। এবারের নির্বাচনে বাংলায় BJP বিরাট সাফল্য পাবে বলে দারুণ আশাবাদী প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- Travel: ঢের হয়েছে দিঘা-মন্দারমণি! ঢুঁ মারুন কলকাতার খুব কাছে অপূর্ব এই সমুদ্র পাড়ে
তিনি বলেন, "কলকাতা আগে দেশের আর্থিক রাজনীতি ছিল। দেশে যত আর্থিক পরিবর্তন এসেছে কয়েক দশক ধরে বাংলা তার নেতৃত্ব দিয়েছে। বাংলার যুবকদের ক্ষমতার ওপর আজও আমার ভরসা আছে। কিন্তু ভুল নেতৃত্বের কারণে বাংলা পিছিয়ে পড়েছে। প্রথমে বামেরা এবং এখন তৃণমূলের আমলে বাংলা ধ্বংস হয়েছে। কংগ্রেসও আছে এর সঙ্গে।"
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে ওই সাক্ষাৎকারে মোদী আরও বলেন, "মমতা ব্যানার্জির আমলে ভোটব্যাঙ্কের রাজনীতি হচ্ছে। মমতা ব্যানার্জির মধ্যে বদল এসেছে, এটা বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। এবার ক্লিন সুইপ হবে বাংলায়।"