/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/BJPs-2nd-possible-candidates-list-for-Bengal-2024.jpg)
BJP: বাংলায় বাকি আসনে বিজেপির প্রার্থী কারা, দেখে নিন
BJP Candidate List 2024: দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। রবিবারে রাতে দিল্লিতে বিজেপির সদর দফতরে ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীর নাম। এবং তাতে প্রত্যাশা মতোই প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
বড় চমক হিসাবে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে। দমদমে প্রার্থী করা হয়েছে বারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্তকে। তিনি বিজেপির টিকিটে একুশের বিধানসভা ভোটে খড়দহ কেন্দ্রে হেরেছিলেন। দক্ষিণ কলকাতা থেকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। প্রত্যাশামতোই দলবদলু তাপস রায় এবং অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে দ্বিতীয় তালিকায়। বড় চমক মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়নি। মেদিনীপুরে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পালকে।
তমলুকে শুভেন্দুর গড়ে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর নামে আগেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। দার্জিলিং এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী বদল করা হয়নি। যথারীতি দুই সাংসদ রাজু বিস্তা এবং জয়ন্ত রায় এবারও প্রার্থী হয়েছেন।
একনজরে দেখে নিন কোন কেন্দ্রে কাকে প্রার্থী করল বিজেপি-
উত্তর কলকাতা – তাপস রায়
দক্ষিণ কলকাতা- দেবশ্রী চৌধুরী
দমদম – শীলভদ্র দত্ত
ব্যারাকপুর – অর্জুন সিং
বর্ধমান-দূর্গাপুর – দিলীপ ঘোষ
বর্ধমান পূর্ব – অসীম সরকার
মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল
রায়গঞ্জ – কার্তিক পাল
শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস
আরামবাগ – অরূপকান্তি দিগার
তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বসিরহাট – রেখা পাত্র
বারাসত – স্বপন মজুমদার
কৃষ্ণনগর – অমৃতা রায়
জলপাইগুড়ি – জয়ন্ত রায়
দার্জিলিং – রাজু বিস্তা
জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ
মথুরাপুর – অশোক পুরকাইত
উলুবেড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী
ঝাড়গ্রাম – প্রণব টুডু