Advertisment

রেহাই নেই মহুয়ার, এবার ডাক পড়ল তৃণমূল সাংসদের

বৃহস্পতিবার এথিক্স কমিটি এই প্রসঙ্গে এই বিষয়ে অভিযোগকারী নিশিকান্ত দুবে ও আইনজীবী দেহদ্রাইয়ের বক্তব্য রেকর্ড করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha panel summons TMC MP Mahua Moitra on October 31 for cash for query allegation , ঘুষের বদলে প্রশ্ন কাণ্ডে ৩১ অক্টোবর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এথিক্স কমিটি

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

ঘুষের বদলে লোকসভায় প্রশ্ন কাণ্ডে মহুয়া মৈত্রকে তলব করল এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যানুসন্ধানে স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান।

Advertisment

চলতি মাসের শুরুতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিতে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বদলে প্রস্ন করার অভিযোগ তোলেন। দুবের অভিযোগ, সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানীর কাছ থেকে 'ঘুষ' নিয়েছিলেন তৃণমূল সাংসদ। দুবের দাবি, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই অভিযোগ করছেন তিনি। পরে সেই অভিযোগে কার্যত সিলমোহর দিয়েছেন হিরানন্দানী। হলফনামায় ওই ব্যবসায়ী সাফ জানিয়েছেন, তাঁর সংস্থার পক্ষে বলার জন্য মহুয়া মৈত্রকে অর্থ সহ নানা সুয়োগ-সুবিধা দিয়েছিলেন তিনি। বদলে সংসদের লগইন এবং পাসওয়ার্ড তাঁকে দিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। নিজের সংস্থার পক্ষে প্রশ্ন পোস্ট করার জন্যই লগইন ও পাসওয়ার্ড নিয়েছিলেন বলে দাবি হিরানন্দানীর।

বৃহস্পতিবার এথিক্স কমিটি এই প্রসঙ্গে এই বিষয়ে অভিযোগকারী নিশিকান্ত দুবে ও আইনজীবী দেহদ্রাইয়ের বক্তব্য রেকর্ড করেছে।

আরও পড়ুন- পুজো মিটতেই ঝাঁঝালো আন্দোলনের ডাক মমতার! এবার শান্তিনিকেতনে, হঠাৎ কেন এই হুঁশিয়ারি?

মহুয়া মৈত্র দুবের তোলা সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছেন। দাবি করেন যে অভিযোগগুলো 'ব্যবসায়ী গৌতম আদানির গোষ্ঠীর নির্দেশে এই কাজ করছে কেন্দ্র।' তিনিএক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন যে, 'আসন্ন এক অভিযান সম্পর্কে জানতে পেরেছি। আমি সিবিআইকে আমন্ত্রণ জানাই বাড়িতে এসে আমার জুতা গুনতে। তবে প্রথমে অনুগ্রহ করে ভারতীয়দের কাছ থেকে আদানি চুরি করা ১৩ হাজার কোটি টাকার কয়লা নিয়ে এফআইআর দায়ের করুন। এনআইসিকে অনুরোধ করুন যে সংসদ সদস্যদের সমস্ত বিশদ প্রকাশ্যে আনতে, দয়া করে দেখাতে তাঁরা শারীরিকভাবে সেই জায়গায় উপস্থিত ছিলেন যেখান থেকে তাদের পিএ এবং গবেষক/ইন্টার্ন/স্টাফদের দ্বারা আইডিগুলি অ্যাক্সেস করা হয়েছিল।'

এথিক্স কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপির সাংসদ বিনোদ কুমার সোনকার। কমিটির অন্য সদস্যরা হলেন বিষ্ণু দত্ত শর্মা, সুমেদানন্দ সরস্বতী, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রায়, সুনিতা দুগ্গাল, বিজেপির সুভাষ ভামরে; ভি বৈথিলিঙ্গম, এন উত্তম কুমার রেড্ডি, বালাশ্বরী বল্লভনেনি, কংগ্রেসের প্রনীত কৌর; শিবসেনার হেমন্ত গডসে; জেডি(ইউ) এর গিরিধারী যাদব, সিপিআই(এম)-এর পি আর নটরাজন এবং বিএসপি-র দানিশ আলী।

tmc bjp Mahua Moitra Lok Sabha
Advertisment