/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/tapash-roy-sudip-baneree.jpg)
Tapas Roy-Sudip Banerjee: তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।
Tapas Roy-Sudip Banerjee: জমজমাট লড়াই এবার কলকাতা উত্তরেও। এই কেন্দ্রে এবারও তৃণমূলের বাজি বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। বাম্পার চমক দিয়ে BJP এই কেন্দ্রে এবার প্রার্থী করেছে সদ্য তৃণমূল-ত্যাগী বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়কে (Tapas Roy)। প্রার্থী হয়েই অনুগামী ও BJP কর্মীদের নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তাপস রায়। পুরনো দল তৃণমূলের প্রতি তীব্র বিষোদগার করে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ শানালেন তাপস রায়।
তৃণমূল সম্পর্কে কী বললেন তাপস রায়?
"দুর্নীতির পর দুর্নীতি! এর আগে বাংলার কোনও সরকারে আমলে এটা দেখা যায়নি। একটা বিভাগ নেই যেখানে দুর্নীতি নেই। শিক্ষা দফতরের আমলারা সব জেলে। সন্দেশখালির দস্যুরা মা-বোনেদের উপর অত্যাচার করেছে। রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে। সেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের পাশেই সরকার দাঁড়াচ্ছে। এবারের ভোট তাদের বিরুদ্ধে দিতে মুখিয়ে আছেন মানুষ।"
একদা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যা প্রসঙ্গে কী বললেন তাপস রায়?
"এখানাকর যিনি সাংসদ, তাঁকে তো দেখতেই পাওয়া যায় না। তৃণমূলের কর্মীরাই ওঁকে দেখতে পান না। তৃমূলের জনপ্রতিনিধিরাও ওঁকে দেখতে পান না। তিনি ৫ বছরে কলকাতা উত্তর নিয়ে সংসদে একটা প্রশ্ন করতেও সময় পান না। আবার তিনিই জাহির করেন আমি সাংসদ। উত্তর কলকাতার মানুষের কাছে ওঁর ভোট চাওয়ার কোনও অধিকার আছে?"