Advertisment

Tapas Roy-BJP:'এত দুর্নীতি কখনও হয়নি', তৃণমূলের 'হাঁড়ির খবর' দিয়ে সুদীপকে 'তেলে ফেলে ভাজলেন' তাপস!

Tapas Roy-Sudip Banerjee: লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের শাসকদল তৃণমূল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়। বিজেপি তাঁকে কলকাতা উত্তর কেন্দ্র থেকে এবার প্রার্থী করেছে। তাপস রায়ের বিরুদ্ধে তৃণমূলের বাজি বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকাকালীনও সুদীপ রায়ের সঙ্গে তাপস রায়ের সম্পর্ক বরাবরই অম্লমধুর ছিল। শেষের দিকে সেই সম্পর্ক তলানিতে এসেছে ঠেকেছিল। এবার সেই সুদীপের বিরুদ্ধে গেরুয়া দলের হয়ে প্রার্থী হয়েছেন তাপস। জমে উঠেছে কলকাতা উত্তরের লড়াই।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha polls 2024 bjp tapas roy criticize tmc sudip banerjee

Tapas Roy-Sudip Banerjee: তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Tapas Roy-Sudip Banerjee: জমজমাট লড়াই এবার কলকাতা উত্তরেও। এই কেন্দ্রে এবারও তৃণমূলের বাজি বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। বাম্পার চমক দিয়ে BJP এই কেন্দ্রে এবার প্রার্থী করেছে সদ্য তৃণমূল-ত্যাগী বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়কে (Tapas Roy)। প্রার্থী হয়েই অনুগামী ও BJP কর্মীদের নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তাপস রায়। পুরনো দল তৃণমূলের প্রতি তীব্র বিষোদগার করে প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ শানালেন তাপস রায়।

Advertisment

তৃণমূল সম্পর্কে কী বললেন তাপস রায়?

"দুর্নীতির পর দুর্নীতি! এর আগে বাংলার কোনও সরকারে আমলে এটা দেখা যায়নি। একটা বিভাগ নেই যেখানে দুর্নীতি নেই। শিক্ষা দফতরের আমলারা সব জেলে। সন্দেশখালির দস্যুরা মা-বোনেদের উপর অত্যাচার করেছে। রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে। সেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের পাশেই সরকার দাঁড়াচ্ছে। এবারের ভোট তাদের বিরুদ্ধে দিতে মুখিয়ে আছেন মানুষ।"

আরও পড়ুন- Rudranil Ghosh: BJP-র একগুচ্ছ WhatsApp গ্রুপ ছাড়লেন, দুরন্ত ফন্দি রুদ্রনীলের? শেষমেশ শিকে না ছিঁড়লেই ‘প্ল্যান’ B?

একদা সতীর্থ সুদীপ বন্দ্যোপাধ্যা প্রসঙ্গে কী বললেন তাপস রায়?

"এখানাকর যিনি সাংসদ, তাঁকে তো দেখতেই পাওয়া যায় না। তৃণমূলের কর্মীরাই ওঁকে দেখতে পান না। তৃমূলের জনপ্রতিনিধিরাও ওঁকে দেখতে পান না। তিনি ৫ বছরে কলকাতা উত্তর নিয়ে সংসদে একটা প্রশ্ন করতেও সময় পান না। আবার তিনিই জাহির করেন আমি সাংসদ। উত্তর কলকাতার মানুষের কাছে ওঁর ভোট চাওয়ার কোনও অধিকার আছে?"

আরও পড়ুন- Bengal Assembly By-Elections 2024: শেষপর্যন্ত শিকে ছিঁড়ল সজলের, বাংলার দুই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

Sudip Banerjee bjp tmc loksabha election 2024 Tapash Ray
Advertisment