Advertisment

PM Modi Arambagh Rally: 'সন্দেশখালির হাল দেখে রাজা রামমোহনের আত্মাও আজ কাঁদছে!' মমতাকে ধুয়ে দিলেন মোদী

PM Modi To Visit West Bengal: লোকসভা নির্বাচনের মাত্র কিছুদিন আগেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনের পরেই আরামবাগে প্রকাশ্য সমাবেশ করেছেন নমো। আগামিকাল নদিয়ার কৃষ্ণনগরে সভা রয়েছে মোদীর। পরপর দু'দিন রাজ্যে সভার পর ফের একবার আগামী সপ্তাহে বঙ্গ সফরে আসবেন প্রধানমন্ত্রী। সামনের সপ্তাহে উত্তর ২৪ পরগনার বারাসতে বিজেপির প্রকাশ্য সভার প্রধান বক্তা নরেন্দ্র মোদী। ওই সভায় সন্দেশখালির নির্যাতিতা মা-বোনেদেরও আনতে পারে বিজেপি। আজ রাজভবনে রাত্রিবাস করেন প্রধানমন্ত্রী। সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi Arambagh Rally, PM Modi To Visit West Bengal, PM Narendra Modi Rally

PM Modi Arambagh Rally: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi Arambagh Rally Update: বঙ্গ সফরে এসে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে ফের একবার ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রত্যাশিতভাবেই মোদীর আজকের সভায় ওঠে সন্দেশখালি (Sandeshkhali) প্রসঙ্গ। দ্বীপাঞ্চলের নির্যাতিতাদের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র নিশানা নমোর। মুখ খুলেছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan) নিয়েও। লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) মাত্র কিছুদিন আগে রাজ্যে এসে তৃণমূলকে তুলোধনা BJP-র প্রধান সেনাপতির।

Advertisment

সন্দেশখালি ইস্যুতে মোদী…

"মা, মাটি, মানুষের ঢোল পেটানো তৃণমূল সন্দেশখালির যে পরিস্থিতি তৈরি করেছে তা দেখে সারা দেশ আজ দুঃখী। রাজা রামমোহন রায়ের (Raja Ram Mohan Roy) আত্মাও আজ যেখানেই থাকবে আজ এদের এই কাণ্ড দেখে অত্যন্ত দুঃখী হবে। এরা সন্দেশখালিতে যা করেছে তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও হয়তো কাঁদছে।"

আরও পড়ুন- PM Modi Arambagh Rally: দুর্নীতির নয়া ‘মডেল’ তৃণমূলের, ‘বদলা’র ডাক মোদীর, দিলেন ‘গ্যারান্টি’

অপরাধীদের আড়াল করছে তৃণমূল সরকার: মোদী

"তৃণমূলের নেতারা সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেছে। মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চাইতে গেলে তাঁরা কী পেয়েছেন? এই অত্যাচারী তৃণমূল নেতাদের বাঁচাতে সবরকম সাহায্য করেছে বাংলার সরকার। সন্দেশখালির মা-বোনেদের সম্মান রক্ষার জন্য BJP লড়াই করেছে। বিজেপির ক্রমাগত চাপে গতকাল বাংলার পুলিশ ওই অপরাধীকে গ্রেফতার করেছে। তৃণমূলের এই নেতা প্রায় ২ মাস বেপাত্তা ছিল। কেউ তো তাকে সাহায্য করেছে!"

আরও পড়ুন- Modi-Mamata Meeting: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, রাতে মমতা-মোদী বৈঠকের জোরালো সম্ভাবনা

সন্দেশখালির মা-বোনেদের চেয়েও কিছু ভোট বেশি দামী?: মোদী

সন্দেশখালির ঘচনা নিয়ে তৃণমূলকে তীব্র নিশানা করে এদিন মোদী আরও বলেন, "কিছু লোকজনের ভোট সন্দেশখালির মা-বোনেদের চেয়েও বেশি দামী? আপনাদের লজ্জা নেই? বাংলার পরিস্থিতি আজ গোটা দেশ দেখছে।"

সন্দেশখালি ছাড়াও আজ রাজ্যে এসে তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে তুমুল আক্রমণে আরও একগুচ্ছ অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হওয়ার পাশাপাশি ভোটের মুখে এবার মোদীর মুখে শোনা গিয়েছে 'বদলা'র ডাকও। আজ আরামবাগের সভা সেরে কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী। রাজভবনেই আজ রাত্রিবাস নমোর। আজ সন্ধেয় রাজবভনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও প্রবল।

sheikh shahjahan tmc PM Modi loksabha election 2024 Mamata Banerjee Sandeshkhali
Advertisment