Advertisment

Abhijit Gangopadhyay: 'কোনও স্ট্যান্ডার্ড নেই, ভেরি আনকালচারড', এবার যেন 'অ্যাটম বোমা' ফাটালেন অভিজিৎ গাঙ্গুলি!

Abhijit Gangopadhyay-Tamluk BJP Candidate: তমলুকে BJP প্রার্থী ঘোষণার আগে থেকেই এলাকায় গিয়ে জনসংযোগের কাজটা শুরু করে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে দলের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। এরপর প্রার্থী হওয়ার পর প্রচারে নেমে ঝড় তুলেছেন সদ্য রাজনীতির ময়দানে পা রাখা এই প্রাক্তন বিচারপতি। শুক্রবার শিল্পশহর হলদিয়ায় প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোমা ফাটানো মন্তব্য করলেন প্রাক্তন এই বিচারপতি।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
lok sabha polls 2024 tamluk bjp candidate Abhijit Gangopadhyay campaigning

Abhijit Gangopadhyay: হলদিয়ায় ভোটের প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay-Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে নেমে বিরোধীদের সমালোচনা করতে গিয়ে ঠিক যেন ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শুক্রবার তমলুক (Tamluk) লোকসভা কেন্দ্রের হলদিয়ায় (Haldia) প্রচারে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে ঘিরে BJP কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোম ফাটানো মন্তব্য করে বসেন প্রাক্তন বিচারপতি।

Advertisment

তমলুকে BJP প্রার্থী ঘোষণার আগে থেকেই এলাকায় গিয়ে জনসংযোগের কাজটা শুরু করে দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর প্রার্থী হওয়ার পর প্রচারে নেমে ঝড় তুলেছেন সদ্য রাজনীতির ময়দানে পা রাখা এই প্রাক্তন বিচারপতি। শুক্রবার শিল্পশহর হলদিয়ায় প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে রাজ্যের শাসকদল তৃণমূলকে (TMC) তুলোধনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- Rudranil Ghosh-BJP: শেষমেশ ‘বাঘের মুখে’ ঠেলে দেওয়ার ছক রুদ্রনীলকে? ‘মনমরা’ নেতাকে তড়িঘড়ি ডাক জরুরি বৈঠকে

সম্প্রতি তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women), তপশিলি জাতি ও উপজাতি কমিশনে নালিশ জানিয়েছেন বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশুর বিরুদ্ধে মূলত তাঁর গোপনীয়তার অধিকার ভঙ্গের নালিশ জানিয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

আরও পড়ুন- SBI New Charges: SBI-এর কার্ড ব্যবহার করছেন? ১ এপ্রিল থেকে চার্জ বেড়ে কোথায় পৌঁছোচ্ছে যাচ্ছেন?

রেখার এই নালিশ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "যদি তাঁর কোনও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে থাকে তাহলে তিনি সেই নালিশ করতেই পারেন। করা উচিত বলেও মনে করি। একটা দুর্বৃত্তদের দল তৈরি হয়েছে। তারা কোনও বিধি নিষেধ মানে না। কোনও স্ট্যান্ডার্ড নেই তাদের, ভেরি আনকালচারড, সাব স্স্ট্যান্ডার্ড পার্সন। তারা এসব করে বেড়াচ্ছে।"

আরও পড়ুন- Dilip Ghosh: ‘উনি যেভাবে মার্জিন বাড়ান সবাই জানেন’, মারাত্মক তিরে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ

tmc bjp Debangshu Bhattacharya Tamluk loksabha election 2024 Abhijit Ganguly Rekha Patra
Advertisment