Advertisment

Rachana Banerjee: বিজেপিকে হারাতে নয়, তাহলে কেন প্রার্থী হয়েছেন, খোলসা করলেন তৃণমূলের রচনা

এবারের লোকসভা ভোটের রচনার বিপরীতে লড়ছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এক সময়ের সহকর্মী হলেও ভোটের ময়দানে কেউ'ই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
rachana banerjee

রচনার এক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।

রাজ্যে প্রথম দফার লোকসভার ভোট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া রাজ্যের তিনটি আসনে মোটের উপর শান্তিতেই নির্বাচন হয়েছে বলেই জানিয়েছে কমিশন। লোকসভা নির্বাচনকে সামনে এখন চলছে বিভিন্ন রাজনৈতিক দলের হাইভোল্টেজ প্রচার পর্ব। দেব থেকে জুন মালিয়া, হিরন বাদ পড়েননি কেউই। তবে, এবার তারকা প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি আলোচনায় রয়েছেন রচনা বন্দোপাধ্যায়।

Advertisment

এদিন নির্বাচনে প্রচারে মাঝে ফের রচনার এক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা। প্রচারের মাঝেই তিনি জানালেন বিজেপিকে হারাতে তিনি আসেন নি! তাহলে কেন প্রার্থী হয়েছেন? সেকথা খোলসা করলেন তৃণমূলের রচনা। এবারের লোকসভা ভোটের রচনার বিপরীতে লড়ছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এক সময়ের সহকর্মী হলেও ভোটের ময়দানে কেউ'ই কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। প্রবল গরম উপেক্ষা করেই এদিন পান্ডুয়ার বিভিন্ন স্থানে প্রচার চালান রচনা। তবে প্রচারের মাঝেই দিদি নম্বরের ওয়ানের অকপট স্বীকারোক্তি, 'কাউকে হারাতে নয়, মানুষের মন জয় করতেই আমি ভোটের লড়াইয়ে নেমেছি'।

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই হুগলি লোকসভা কেন্দ্রে সম্মানের লড়াই। অভিনয় থেকে রাজনীতিতে প্রথমবারের জন্য পা রেখেও জেতার বিষয়ে বেশ কনফিডেন্ট তৃণমূলের এই তারকা প্রার্থী। যদিও বিজেপির হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে টানা দ্বিতীয়বারের জন্য দাঁড়িয়েছেন রচনার একসময়ের সহকর্মী লকেট চট্টোপাধ্যায়। রাজনীতিতে কিছুটা অভিজ্ঞ হলেও মানুষের ভালবাসা আর 'দিদির আশীর্বাদে' এবারের ভোট বৈতরণী পার হবেন বলেই আশাবাদী 'দিদি নম্বর ওয়ান'।

রবিবার সকাল থেকে পাণ্ডুয়ার বিভিন্ন গ্রামে প্রচার সারেন রচনা। প্রতি জায়গার মতোই দিদি নম্বর ওয়ানকে দেখতে কার্যত মানুষের ঢল নামে। গরম উপেক্ষা করেই রচনার প্রচারে পা মেলান বহু মানুষ। এগিয়ে আসেন গ্রামের মহিলারা। রচনার এদিনের প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রচারে ধামসা মাদলের তালে পা মেলান আদিবাসী মহিলারা। রচনাকে লক্ষ্য করে চলে পুষ্পবৃষ্টি। পালটা সাধারণ মহিলাদের দিকেও ফুল ছুঁড়ে দিতে দেখা যায় তৃণমূলের এই তারকা প্রার্থীকে। সেই সঙ্গে জোড়া ফুলে ভোট চেয়ে স্থানীয়দের কাছে আবেদনও জানান রচনা।

প্রবল গরমে প্রচার নিয়ে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রচনা বন্দোপাধ্যায় বলেন, "গরমের সময় গরম পড়বে এটা তো স্বাভাবিক। আমাদের সেটা মেনে নিতে হবে। কষ্ট হলেও প্রচারে ভাল সাড়া পাচ্ছি।" হুগলি লোকসভা আসনে ১৯-এর ভোটে তৃণমূলের রত্না দে নাগকে হারিয়ে ক্ষমতা দখল করে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবার কী পারবেন তৃণমূলের হারানো আসন ফেরাতে, উত্তরে কিছুটা কূটনৈতিক চালে রচনা বলেন, 'আমি কাউকে হারাতে আসিনি, মানুষ যাকে চাইবেন তাঁকেই সমর্থন করবেন। তাঁর পাশে থাকবেন'।

loksabha election 2024
Advertisment