Advertisment

Congress-Candidates: কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশ, কে কোন কেন্দ্রে লড়বেন?

Left Front-Congress: পুরুলিয়া আসনে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে চায়। ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লক সেই ব্যাপারে বামফ্রন্টের বৈঠকে নিজেদের মত জানিয়েও দিয়েছে। শুক্রবারও ফের বামফ্রন্টের বৈঠক আছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Adhir Chowdhury, Biman Basu

Adhir Chowdhury-Biman Basu: ইতিমধ্যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে জোটসঙ্গী আইএসএফও।

Loksabha 2024 Congress candidates: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাংলার প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার তাদের তৃতীয় দফার প্রার্থীতালিকায় কংগ্রেস মোট ৫৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যেই রয়েছে বাংলার আট প্রার্থীর নাম। তাঁরা হলেন-

Advertisment

১) বহরমপুর- অধীররঞ্জন চৌধুরী
২) জঙ্গিপুর- মহম্মদ মুর্তাজা হোসেন (বকুল)
৩) মালদা দক্ষিণ- ঈশা খান চৌধুরি
৪) মালদা উত্তর- মোস্তাক আলম
৫) রায়গঞ্জ- আলি ইমরান (ভিক্টর)
৬) বীরভূম- মিলটন রশিদ
৭) পুরুলিয়া- নেপাল মাহাতো
৮) কলকাতা উত্তর- প্রদীপ ভট্টাচার্য

বাংলার এই আট প্রার্থীর নাম ঘোষণা ছাড়াও দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও এদিন ঘোষণা করেছে কংগ্রেস। তার মধ্যে রয়েছে কর্ণাটকের ১৭ জন প্রার্থী, গুজরাটের ১১ জন প্রার্থী, মহারাষ্ট্রের ৯ জন প্রার্থী, রাজস্থানের ৬ জন প্রার্থী, তেলেঙ্গানার ৫ জন প্রার্থী, অরুণাচল প্রদেশের ২ জন এবং পুদুচেরির ১ জন প্রার্থী। এর আগে লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ৩৯টি আসনের জন্য প্রার্থীতালিকা ঘোষণা করেছে কংগ্রেস। দ্বিতীয় দফায় ঘোষণা করা হয়েছিল ৪৩ জন প্রার্থীর নাম।

এর আগে বুধবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, দিল্লি থেকেই ঘোষণা হবে। বামেদের সঙ্গে এনিয়ে কংগ্রেসের আলাপ আলোচনা চলছে। এরপরই বৃহস্পতিবার প্রার্থী ঘোষণ করলেন কংগ্রেস নেতৃত্ব। তবে, এই তালিকার মধ্যে পুরুলিয়া আসন নিয়ে বাম-কংগ্রেসের মত মতপার্থক্য আছে। পুরুলিয়া আসনে বামফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে চায়। ইতিমধ্যে ফরওয়ার্ড ব্লক সেই ব্যাপারে বামফ্রন্টের বৈঠকে নিজেদের মত জানিয়েও দিয়েছে। শুক্রবারও ফের বামফ্রন্টের বৈঠক আছে। এই পরিস্থিতিতে ফরওয়ার্ড ব্লক যদি পুরুলিয়া আসনে প্রার্থী দেয়, তবে ওই আসন ছাড়া বাংলার বাকি আসনে বাম-কংগ্রেসের জোটে বাধা রইল না।

আরও পড়ুন- তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির, কোন কোন আসনে ঘোষণা হল প্রার্থী?

বৃহস্পতিবার আবার আইএসএফও তাদের প্রার্থীতালিকা ঘোষণা করেছে। আইএসএফের প্রার্থীরা হলেন-
মালদা উত্তর: আইএসএফ প্রার্থী মহম্মদ সোহেল
জয়নগর: আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার
মুর্শিদাবাদ: আইএসএফ প্রার্থী হাবিব শেখ
বারাসাত: আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
বসিরহাট: আইএসএফ প্রার্থী মহম্মদ শহিদুল ইসলাম মোল্লা
মথুরাপুর: আইএসএফ প্রার্থী অজয়কুমার দাস
শ্রীরামপুর: আইএসএফ প্রার্থী সাহারিয়ার মল্লিক
ঝাড়গ্রাম: আইএসএফ প্রার্থী বাপি সোরেন

কয়েকদিন আগেই ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা।

left front Candidate List CONGRESS loksabha election 2024
Advertisment