/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Yusuf-Pathan-Mamata-Banerjee.jpg)
Yusuf Pathan TMC Candidate: প্রাক্তন ক্রিকেটারদের প্রার্থী করেছে তৃণমূল।
Loksabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। শাসকদলের প্রার্থী তালিকায় চমকের পর চমক। অভিনয় জগত থেকে শুরু করে ক্রীড়া ব্যক্তিত্ত্বদেরও এবার ভোটে লড়ার টিকিট দিয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবেই রাজনৈতিক জগৎ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের লোকসভায় পাঠাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
আসন্ন লোকসভা নির্বাচনে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) বহরমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। ওই কেন্দ্রে সব কিছু ঠিকঠাক থাকলে এবারও কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াইয়ে ইরফান পাঠানের (Irfan Pathan) দাদা তথা কলকাতা নাইট রাইডার্সেরও (Kolkata Knight Riders) প্রাক্তন সদস্য ইউসুফ পাঠান। অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকেও (Kirti Azad) বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল।
এছাড়া এবারও তৃণমূলের টিকিটে হাওড়া থেকে লড়ছেন বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কিংবদন্তী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে অভিনয় জগতের পাশাপাশি খেলার দুনিয়া থেকেও তারকাদের এবার রাজনীতির ময়দানে নামিয়ে বাজিমাতের চেষ্টায় তৃণমূল।